মোবাইলে খুব সহজেই PayPal একাউন্ট খুলুন? পেপাল একাউন্ট
বন্ধুরা,আমরা আগেই আলোচনা করেছি আপনি কিভাবে অনলাইনে ইনকাম করবেন, কিভাবে ফ্রিল্যান্সিং কাজ শুরু করবেন,তাই আমি এখানে অনলাইনে আয় করার সহজ উপায় সম্পর্কে বলবো না,তবে আপনি কিভাবে যেকোনো দেশ থেকে আপনার আয় কে ব্যাঙ্কে ট্রান্সফার করতে পারবেন,সেটা আলোচনা করবো।এখন দেশে,বিদেশে যেকোনো ব্যক্তি কে টাকা,ডলার,ইউরো সেন্ড বা রিসিভ করতে হলে payple সব থেকে ভালো পন্থা।তাই, আমি এই পোস্টের মাধ্যমে মোবাইলে PayPal একাউন্ট খোলার নিয়ম গুলি নিয়ে আলোচনা করবো।

পেপাল একাউন্ট কি?(what is paypal account)
সহজ ভাবে বলতে হলে পেপাল একাউন্ট দ্বারা অনলাইনে money ট্রান্সফার করা হয়। আপনি আমেরিকা থেকে ইন্ডিয়া বা ইন্ডিয়া থেকে আমেরিকা,ইংল্যান্ড,সৌদি,প্রায় পৃথিবীর ১৯০ টি দেশে টাকা পাঠাতে (send)পারবেন এবং গ্রহণ (receive)করতে পারবেন।
paypal আপনার ব্যাঙ্ক একাউন্টের সঙ্গে লিংক করা থাকে,ফলে আপনার সেই টাকা ২৪-৪৮ ঘন্টার মধ্যে আপনার একাউন্ট এ ঢুকে যায়,ঠিক আমাদের দেশে paytm বা phonepe যেভাবে কাজ করে।paytm বা phonepe এই দেশই সীমিত কিন্তু paypal হচ্ছে ইন্টারন্যাশনাল,যে কোনো দেশে থেকে লেনদেন করতে পারবেন।
যারা ফ্রিল্যান্সিং কাজ করে তারা বিদেশে ক্লায়েন্টদের কাছ থেকে paypal দ্বারা পেমেন্ট নেই এবং অনেকে পেপাল এর মাধ্যমে বিদেশ থেকে অনলাইনে কেনাকেনটা করে,কেনোনা সেখানে আপনার ইন্টার্নেশনাল ডেভিড কার্ড,ক্রেডিড কার্ডের প্রয়োজন পরে না,প্রায় সব বড় বড় প্লাটফর্ম যেমন amazon,aliexpress,alibaba,netflix প্রভিতি paypal দ্বারা পেমেন্ট সাপোর্ট করে।চলুন,এবার জেনেনি পেপাল একাউন্ট কিভাবে খুলে মোবাইলে।
জেনেনিন- কিভাবে খুব সহজে payoneer একাউন্ট খুলবেন 2020 তে ?
ভারতে পেপাল একাউন্ট খোলার নিয়ম গুলি জেনে নিন?(how to open paypal account in india 2020)
অনেকেই চিন্তা করতে পারেন পেপাল একাউন্ট কিভাবে খুলবো? প্রথমেই বলে রাখি পেপালে একাউন্ট খুলা খুব একটা কঠিক নই।আপনি এই আর্টিকেলটি স্টেপ by স্টেপ ফলো করলে আপনি একটা পেপাল একাউন্ট খুলে ফেলবেন,তাই পেপালে একটা একাউন্ট খুলতে চাইলে নিচে দেওয়া স্টেপ গুলো ফলো করুন।
শুরু করার আগে বলে রাখি,পেপালে একাউন্ট ওপেন করতে কিছু ডকুমেন্টস এর প্রয়জোন পড়বে(আধার কার্ড,ভোটার কার্ড,পান কার্ড,ড্রাইভিং লাইসেন্স,পাসপোর্ট,ব্যাঙ্ক একাউন্ট ইত্যাদি) এগুলোর মধ্যে কিছু ডকুমেন্টস দরকার পড়বে।আশা করি এগুলো আপনার আছে,তাহলে চালু শুরু করা যাক-
আপনি আপনার স্মার্টফোনে ক্রোম ব্রাউসার খুলে গুগলে paypal লিখে সার্চ কুরুন।

নিচে আপনি ”open paypal account now” একটা এড দেখতে পাবেন এখানে ক্লিক করুন।আর ad না থাকলে নিচে www.paypal.com অফিসিয়াল লিংক পেয়ে যাবেন সেখানে ক্লিক করুন ।

এবার আপনি পেপালে এর অফিসিয়াল ওয়েবসাইট এ প্রবেশ করেছেন,নিচে নীল কালারে ”sign up for free”লেখা আছে এখানে ক্লিক করুন।
এবার এখানে আপনি ২টি অসপন পাবেন individual or business account আপনি যদি অনলাইনে দেশ বিদেশ কেনাকাটা করতে চান তাহলে”individual account” একাউন্ট খুলুন।
কিন্তু আপনি যদি ফ্রীলান্সিং কাজ করেন,business করেন,কোনো ওয়েবসাইট আছে বা কোনো প্রোফেসনাল কাজ করেন তাহলে ক্লায়েন্ট এর পেমেন্ট রিসিভ করতে চান তাহলে ”business account”টি সিলেক্ট করুন।আমি এখানে business একাউন্ট টা সিলেক্ট করলাম।
also read
- 5 টি সহজ উপায় অনলাইনে টাকা আয় করার ?

এবার আপনি next করলেই ৩টি অপশন দেখতে পাবেন,যেখানে business type,payment platform,payment preference বেঁছে নিতে বলবে আপনি (ছবি দেখে ওই অপশন গুলো সিলেক্ট করুন)

next এ ক্লিক করুন একটা নুতুন পেজে খুলে যাবে,এখানে আপনার email এড্রেস চাইবে আপনি আপনার ইমেইল এড্রেস টা দিয়েদিন।(এখানে আপনার পার্মানেন্ট ইমেইল এড্রেস টা দিন)

সাবমিট করে দিন next পেজে চলে যাবেন,যেখানে আপনার পেপাল পাসওয়ার্ড টা তৈরী করুন।(মিনিমান ৮ অক্ষরে তারমধ্যে ১টা নম্বর বা symbol মানে #@এইগুলো থাকতে হবে ) মনেকরে পাসওয়র্ড কোথও লিখে রাখেন।

পেপালে আপনার sign up পূরণ হলো,এবার সাবমিট করলে next পেজে নিয়ে যাবে যেখানে পেপাল জানতে চাইবে আপনার business সম্পর্কে,আপনি নিজে ,পর্নারশিপে বা কোন ধরণের business করেন।
- আপনি ফ্রিল্যান্সিং বা নিজে কাজ করলে ”individual”সিলেক্ট করেন।তাছাড়া আপনি অনন্যা business করলে সেটা সিলেক্ট করেন।
- product or services যেহুতু ফ্রীলান্সার কাজ করি তাই ”professional services” টা সিলেক্ট করেছি। আপনার যে ধরনের business সেটা লিখুন।
- purpose code এ ”other information” সিলেক্ট করুন।
- personal PAN এ আপনার প্যান কার্ড নম্বর টি দিতে হবে।(যদি আপনার প্যান কার্ড না থাকে তাহলে আপনি ফ্যামিলি বা অন্য কারো প্যান নম্বর দিতে পারেন,তাৰে আপনার ব্যাঙ্ক একাউন্ট ইনফরমেশনে প্যান কার্ড যার দিবেন তার information দিতে হবে মনে তার ব্যাঙ্ক Accনম্বর ইত্যাদি).
- cc Statement Name বা Credit Card Statement Name এখানে আপনার নাম,ব্র্যান্ড এর নাম দিতে পারেন।
- Business URL আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহেল তার URL টা দিতে পারেন,আর না থাকলে ছেড়ে দিন। ঠিকঠাক একবার দেখে নিয়ে submit করেদিন।

এবার আপনাকে আপনার নিজের ইনফরমেশন দিতে হবে(business owner information) মানে আপনার নাম,ফোন নম্বর,এড্রেস ইত্যাদি।
- নিজের প্রথম নাম দিবেন ডকুমেন্টস যা আছে।
- মিডল নাম থাকলে দেন,না থাকলে ফাঁকা ছেড়েদিন।
- আপনার লাস্ট নাম দিন।
- nationality তে india দিন।
- আপনার জন্ম তারিক দেন।
- এড্রেস,সিটি,স্টেট এগুলো দিয়ে দিন।
- আপনার ফোন নম্বর এবং primary currency তে indian rupee সিলেক্ট করুন।
এই ডিটেলস গুলো ঠিক করে দেখে পূরণ হলেগেল agree and continus এ ক্লিক করুন।

মোটা মাটি আপনার পেপাল একাউন্ট তৈরী হয়ে গেছে।এবার শুধু আপনার ব্যাঙ্ক এর সঙ্গে লিংক করে দিলেই আপনি টাকা পাঠাতে বা নিতে পারবেন।তার আগে কয়েকটি জিনিস ভেরিফাই নিন।
আরো পড়ুন
- ইউটউব চ্যানেল খুলে মাসে ১০০০ ডলার আয় করুন ?
পেপাল একাউন্ট ভেরিফাই (Verify Your Paypal Account)
আপনার একাউন্ট ওপেন হয়ে গেলে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একাউন্টকে ভেরিফাই করে নেওয়া এর জন্য কতগোল স্টেপ আছে সেগুলো ফল করুন।প্রথমেই আপনার ইমেইল এড্রেস টি ভেরিফাই করে নিন-

email কনফার্ম অপশনে ক্লিক করুন তারপর goto mail অপশনে ক্লিক করুন,আপনার gmail,yahoo সেই মেইল একাউন্ট খুলে যাবে।অথবা আপনি মেইল এ গিয়েও কনফার্ম করতে পারেন।

এবার পুনরায় আপনি পেপালের dashboard এ চলে আসবেন এবার আপনার আইডেন্টিটি টা ভেরিফাই করেনিন,আধার কার্ড বা ভোটার কার্ড এর ছবি আপলোড করেদিন।

আপনার আইডেন্টিটি ভেরিফাই হয়ে গেলে এবার আপনার ব্যাঙ্ক এর সঙ্গে লিংক করে দিন আপনার পেপাল একাউন্ট টি।

“link a bank account” তে ক্লিক করুন,নুতুন একটা পেজে আপনি ২ রকম অপশন পাবেন,
- আপনি আপনার ক্রেডিড কার্ড বা ডেবিট কার্ড কে লিংক করতে পারেন বা paytm ডেবিড কার্ড কেও লিংক করতে পারেন।তবে আর যদি আপনার কোনো এটিএম কার্ড না থাকে তাহলে আপনি দ্বিতীয় অপশন তা সিলেক্ট করুন।
- ব্যাঙ্ক এ লিংক করতে হলে আপনার ব্যাঙ্ক একাউন্ট নম্বর ও bank ifsc code এর দরকার পড়বে যা আপনি পাসবুকে পেয়ে যাবেন।(না পেলে আপনার ব্যাঙ্ক এর নাম আর ব্রাঞ্চ লিখে গুগলে সার্চ করুন)।

আপনার ব্যাংকের সঙ্গে লিংক করতে হলে link a bank acount এ ক্লিক করুন।

আপনার ব্যাঙ্ক এর একাউন্ট নম্বর এবং IFSE কোড টা দিয়ে দিন,এবং confrim করে দিন।পেপাল আপনার ব্যাঙ্ক কে কনফার্ম করার জন্য ২ টি ছোট ছোট এমাউন্ট সেন্ড করবে,তারপর আপনার একাউন্ট ২ একদিনে লিংক হয়ে যাবে।

আপনার ব্যাঙ্ক একাউন্ট কনফার্ম হয়েগেলে একাউন্ট নম্বর দেখতে পাবেন।আপনার পেপাল একাউন্ট পুরোপুরি রেডি পেমেন্ট নেয়ার জন্য,এবার বিদেশ থেকে ডলার এ পেমেন্ট নেন আপনার ব্যাঙ্ক একাউন্টে সরাসরি ঢুকে যাবে ২৪-৪৮ ঘন্টার মধ্যে।হ্যাঁ,তবে পেপাল কিছু চার্জ নেয় আর ডলার-রুপি রেট একটু কম।আর একটা কথা আপনার ফোন নম্বর তা ভেরিফাই করে নিবেন কেন না,আপনার মেইল id বা ফোন নম্বর দিয় টাকা সেন্ড করতে পারবে।
শেষকথা-
শেষে একটা কথাই বলবো দেখুন শুধু বিদেশে শপিং করেন,তাহলে একটা পার্সোনাল একাউন্ট খুললেই যথেষ্ট।কিন্তু আপনি যদি ভাবনা চিন্তা করছেন ফ্রীলান্সিং কাজ করবো তাহলে পেপালে একটি business একাউন্ট খুলে নিন।তাছাড়া মার্কেটে পেপালের বিকল্প ও চলে এসেছে payoneer,skrill. অনেক ওয়েবসাইট এই সাইট গুলো কে পেমেন্ট গ্রহণ করে তাই এগুলো তেও একাউন্ট খুলে রাখুন।
PayPal একাউন্ট খোলার নিয়ম গুলো নিয়ে বিস্তারিত বলে দিলাম,আশা করি আপনার বুঝতে পরেছেন আপনারা দেখে দেখে ঠিক ঠাক ফলকরুন।আর এই প্রসঙ্গে কোনো জিজ্ঞেসা থাকলে কমেন্ট করুন আমি reply দেওয়ার চেষ্টা করবো।ধন্যবাদ
আমার একাউন্ট করছি এখন টাকা কিভাবে পেপ্যাল এর মধ্যে নিবো। আমার ইমেইল আইডি কি আমার একাউন্ট
আপনার ইমেইল আইডি/ফোন নম্বর হচ্ছে আপনার পেপাল এ টাকা পাঠানোর এড্রেস ?
আমার একাউন্ট করছি এখন টাকা কিভাবে পেপ্যাল এর মধ্যে নিবো। আমার ইমেইল আইডি কি আমার একাউন্ট
আপনার ইমেইল আইডি/ফোন নম্বর হচ্ছে আপনার পেপাল এ টাকা পাঠানোর এড্রেস ?
বাংলাদেশ থেকে কিভাবে পেপাল ভেরিফাই করবো
sorry বাংলাদেশ এর মধ্যে পেপাল এর সার্ভিস নেই,সুতরং আপনি ভেরিফাই করতে পারবেন না। তবে আপনি পেপাল এর পরিবর্তে payoneer বা skrill ব্যবহার করতে পারেন।
আমার পেপাল একাউন্ট নাই।তবে আমি একটা গেম খেলে কিছু ডলার পেয়েছি।সেই ডলার পেপালে নিতে হবে।কিভাবে তুলবো।দয়া করে বলবেন।
sorry,বাংলাদেশ থেকে আপনি পেপাল ভেরিফাই করতে পারবেন না।
আমি কি বাংলাদেশ থেকে PayPal account খুলতে পারবো ?
আমি ফ্রিলান্সিং করে কিছু ডলার ইনকাম করেছি।আমি কি এই নিয়মে পে পাল একাউন্ট খুলে টাকা উয়িথড্র করতে পারবো?
আচ্ছা ভাইয়া বাংলাদেশ থেকে কি পেপাল একাউন্ট করা জাবে।এবং কিভাবে কি করতে হবে বিস্তারিত বলবেন প্লিজ।
আমি গেম খেলে কিছু ডলার পেয়েছি তাই পেপাল একাউনট লাগবে
আপনি উপরে দেওয়া পোস্ট পড়ে নিজের একটি একাউন্ট খুলে ফেলুন,তবে আপনাকে ভারতীয় হতে হবে তবেই এই পন্থা কাজ করবে।
hi……
Yes
আমিতো একাউন্ট খুলতে চাই কিন্তু পারছি না
আপনি,ইউটউব ভিডিও ও এই আর্টিকেল পরে খুব সহজে পেপাল একাউন্ট ওপেন করতে পারবেন । হাঁ তবে এই আর্টিকেলটি শুধু ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য।
Join
বাংলাদেশের মোবাইল নাম্বার দিলে হবে কি? ডাচ বাংলা ব্যাংক একাউন্ট নাম্বার এ লিংক করা যাবে কি? প্লিজ দুইটি প্রশ্নের উত্তর দিন।
sorry বাংলাদেশ এরমধ্যে পেপাল এর সার্ভিস নেই,সুতরং আপনি ভেরিফাই করতে পারবেন না।তবে আপনি পেপাল এর পরিবর্তে payoneer বা skrill ব্যবহার করতে পারেন।
Bangladesh paypsl account hobe na
আমি যতদূর জানি বাংলাদেশে পেপাল এর সার্ভিস নেই।
বিজনেস
Hasibul Mondal
Shadat Islam
Hejwgwu
Paypay
Jihad
আচ্ছালামু আলাইকুম, ভাই আমি ওমানে আছি। ওমান থেকে একাউন্ট খুলতে চাই। ওমান থেকে একাউন্ট খুলার পর আমি যদি বাংলাদেশে চলে যাই। আর বাংলাদেশ থেকে এটা ব্যবহার করায় কোন অসুবিধা হবে কিনা। যেমন আমি দেশে যাওয়ার পর পেপাল এ দেওয়া আমার ফোন নাম্বার চেঞ্জ করতে পারব কিনা।
Thank you vai .
Dhaka