ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব ও কিভাবে এখানে ক্যারিয়ার শুরু করবেন?
ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব:-আজ ইন্টারনেট যুগে ডিজিটাল মার্কেটিং একটি সফল মার্কেটিং প্রণালী রূপে পরিচিতি পেয়েছে।এই মার্কেটিং প্রণালি দ্বারা বিসনেস কিভাবে সফল হয় জানতে চাইলে সঠিক স্থানে এসেছেন।এখানে digital marketing এর গুরুত্ব ও কিভাবে এই মার্কেটিং শিখে সফল ক্যারিয়ার স্থাপন করবেন সেটি আলোচনা করব।(Importance of digital marketing in Bangla)

পৃথিবীতে যতদিন ধরে মানুষ ট্রেড করা শিখছে ততদিন ধরে এই মার্কেটিং পরিকল্পনা চলে আসছে। মার্কেটিং হচ্ছে এমন একটি কৌশল যার মাধ্যমে বিসনেস এর সঙ্গে ক্রেতার সঠিক সময়ে সঠিক স্থানে সংযোগ করা।
বর্তমানে সাধারণত অধিক জনসংখ্যা ইন্টারনেট এর মধ্যেই উপস্থিত,তাই বিসনেস গুলো অনলাইনে উপর বেশি টার্গেট করার চেষ্টা করেন।
এছাড়া বহু মার্কেট অনলাইনে ট্রানস্ফার হয়েগেছে,যারফলে সেখানে গ্রাহক শুধু ইন্টারনেটের মাধ্যমে আসে।
বড় বড় কোম্পানি যথা ই-কমার্স সাইট গুলো সারা দেশের মধ্যে তাদের সার্ভিস বা প্রোডাক্ট পৌঁছে দিচ্ছে।এরজন্য তাদের প্রধান অস্ত্র হচ্ছে ইন্টারনেট মার্কেটিং।
হাঁ এই মারকেটিং পরিকল্পনা দ্বারা দেশের সব প্রান্তে কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট ও সার্ভিস গুলির সম্পর্কে গ্রাহকেরা জানতে পারেন।
ইন্টারনেটের বিপ্লব হওয়ার ফলে ব্যবসায়ীগণ খুব সহজে digital marketing দ্বারা গ্রাহকদের সঙ্গে সংযুক্ত হতে পারবেন।
আজকাল ছোটবড় সব সব ধরনের ব্যবসা ইন্টারনেটকে কাজে লাগিয়ে গ্রাহকদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন।
এই আর্টিকেলে আমরা ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব ও কিভাবে সফল হবেন তার সম্পর্কে জানবো।
ডিজিটাল মার্কেটিং হচ্ছে এমন একটি মার্কেটিং পরিকল্পনা যার সাহায্যে কোনো ব্যবসা ইন্টারনেটের সাহায্যে মার্কেটিং করে প্রসার ও বৃদ্ধি করা যাই।
এই মার্কেটিং বহু গুরুত্ব লক্ষ করা যায়,আমরা নিচে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করবো।
ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব(Importance of Digital Marketing)
ডিজিটাল মার্কেটিং সেই ধরনের মার্কেটিংপরিকল্পনাকে বলা হয় যেগুলি ইন্টারনেটকে মাধ্যম করে প্রচার করা হয়।যেমন সার্চ ইঞ্জিন মার্কেটিং,ইমেইল মার্কেটিং,ওয়েবসাইট মার্কেটিং,সোশ্যাল মিডিয়া মার্কেটিং,sms মার্কেটিং ইত্যাদি এগুলো সব ডিজিটাল মার্কেটিং এর অংশ।
আজ ইন্টারনেটের দৌলতে প্রায় সবসময় অনলাইনে কানেক্ট থাকি,এরফলে Digital Marketing একটা বিশাল মার্কেটিং স্কোপ পেয়েছে যেখানে সব ধরণের ইউসারকে পাওয়া যায়।
ডিজিটাল মার্কেটিং এর সাকসেস সম্পর্কে বুঝতে হলে এর গুরুত্ব গুলি সম্পর্কে জানা দরকার।তাই জানুন,ট্রেডিশনাল মার্কেটিং থেকে কি ধনের সুবিধে Digital Marketing থেকে পাওয়া যায়।
১) সারা বিশ্বে মার্কেটিং করার সুযোগ
যেকোনো একটা ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম একটা নির্দিষ্ট লোকেশোনের মধ্যে সীমাবদ্ধতা থাকে।একটি ইন্টারন্যাশনাল প্রচারণা করতে প্রচুর খরচ,সময় এছাড়া লোকবল এর দরকার পরে।
উল্টোভাবে ডিজিটাল মার্কেটিং ইন্টারনেটকে মাধ্যম করে মার্কেটিং হয় যেখানে কোনো প্রচারণা করার জন্য বর্ডার নেই,সারা বিশ্ব বিশাল মার্কেট।
একজন ছোট্ট ব্যবসায়িক ইন্টারন্যাশনাল মার্কেটিং করতে পারবে খুব সহজ ও কম খরচে। যেটি একটি ট্রেডিশনাল মার্কেটে সিস্টেমে কোনদিন সম্ভব নয়।
২)সহজে এবং তাড়া তাড়ি ব্যবসার প্রচার
ডিজিটাল মার্কেটিং হচ্ছে এমন একটি কৌশল যার মাধ্যমে ইন্টারনেটে দর্শকদের কাছে নিজের ব্যবসাকে পরিচিতি করা যায়।
কোন একটি নতুন ব্যবসা আরম্ভ করলে আশেপাশে যে সমস্ত মানুষজন আছে তাদের কাজে নিজের ব্যবসা ও সামগ্রী গুলি খুব সহজে প্রমোট করা সম্ভব।
এরফলে খুব সহজেই আপনার ব্যবসার প্রচার ও গ্রোথ হয়।
ফ্রেন্ডস ইন্টারনেটের মধ্যে কোটি কোটি ইউজার মজুত রয়েছে,তাই আপনি যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে নিজের প্রোডাক্ট অথবা সার্ভিস গুলি প্রমোট করেন তাহলে বহু গ্রাহকের কাছে পৌছানো সম্ভব।
বিভিন্ন ছোট-বড় ব্যবসা আজ বাড়ি বাড়ি ক্রেতাদের কাছে পৌঁছে গেছে তার মূল কারণ হচ্ছে এই মার্কেটিং প্রণালী।
এই মার্কেটিংয়ের সুবিধার্থে আজ অনেক ব্যবসা সাকসেসফুল হয়েছে, তাই আপনি যদি নতুন ব্যবসা আরম্ভ করার চিন্তা করছেন এই মার্কেটিং দ্বারা নিজের ব্যবসাকে প্রসারিত করুন।
৩) স্বল্প খরচে মার্কেটিং
ফ্রেন্ডস,নিজের বিজনেসকে লোকালয় প্রমোট করুন অথবা বিদেশে ডিজিটাল মার্কেটিং স্বল্প খরচে প্রচার করার সুবিধা দেয়।
অতীতে ছোট ছোট কম্পানী ও বিজিনেস গুলো মার্কেটিংয়ে বড় বড় সংস্থার কাছে হেরে যেত।তার একমাত্র কারণ ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম খুবই ব্যয়বহুল।
কিন্তু বর্তমানে ডিজিটাল মার্কেটিং দ্বারা ছোট ছোট ব্যবসায়ীরা খুব সহজেই অল্প খরচে মার্কেটিং করতে পারে।শুধু তাই নই বড় বড় কোম্পানি গুলোর সঙ্গে মার্কেটিংয়ে টক্কর দিয়ে থাকে।
ডিজিটাল মার্কেটিং প্রত্যেকটা ব্যবসার জন্য একই সিস্টেম বা পদ্ধতি প্রযোজ্য হয় না,নানান ব্যাবসার নানান মডেল থাকে।সেইভাবে প্রত্যেকটা ব্যবসার কোন মডেলে মার্কেটিং করছে সেইভাবে খরচ কম-বেশি হয়ে থাকে।
৪) সহজে শিখে মার্কেটিং করা যায়।
ডিজিটাল মার্কেটিং এর অনেক গুলো ধরণ আছে,প্রত্যেকটি ব্যবসার জন্য আলাদা আলাদা মার্কেটিং কৌশল প্রয়োগ হয়।এখানে একজন নুতুনকে শুরু থেকে বহু কিছু শিখতে হবে নিজের লক্ষ্যে পৌঁছুতে।
তবে এটি জানতে বা প্রথম দিকে শুরু করতে খুব বেশি পরিশ্রম এর দরকার পড়ে না।
এই মার্কেটিং টুল সম্পূর্ণ ইন্টারনেট ঘিরে তৈরী হয়েছে,তাই এখানে কোন মার্কেটিং কৌশল আপনার ব্যবসার জন্য উপযুক্ত সেটি শিখে নিলেই মার্কেটিং শুরু করতে পারবেন।
ডিজিটাল মার্কেটিং জটিল হতে পারে সেটা নির্ভর করে আপনি কোন ধরণের ব্যবসা ও কি লক্ষমাত্রা রাখছেন তার উপর।
শেষপর্যন্ত,এখানে আপনার ব্যবসার জন্য কোন মার্কেটিং কৌশল কাজে আসছে সেটাই খোঁজ পাওয়ার বিষয়।
তবে একটি ট্রেডিশনাল মার্কেট থেকে এটি সম্পূর্ণ আলাদা।আপনি শুধু ইন্টারনেটের সাহায্যে ডিজিটাল মার্কেটিং A to Z শিখে নিতে পারবেন।
৫) কার্যকর টার্গেটিং
আপনার যদি কোন টার্গেট অডিয়েন্স না থাকে তাহলে ডিজিটাল মার্কেটিং দ্বারা খুব সহজেই দর্শকদের টার্গেট হয়।
এই মার্কেটিং এর সাহায্যে কোন একটি নির্দিষ্ট লোকেশন,নির্দিষ্ট ক্যাটাগরি মানুষের কাছে ব্র্যান্ড/প্রোডাক্ট গুলি প্রচার করার সুবিধা করে দেই।
যেটি ডিজিটাল মার্কেটিংয়ে একটি পজিটিভ দিক।
এখানে দর্শকদের টার্গেট করার নানান ধরণ রয়েছে যেমন সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান (SEO),পে-পার-ক্লিক (PPC),সোশ্যাল মিডিয়াতে জনসংখ্যার তথ্য ইত্যাদি।
এই বিপুল পরিমাণ টুল ও উপাদান থাকার ফলে আপনার প্রচার সঠিক লক্ষ্যে পোঁছতে পারে তা নিস্চিত করা হয়।
6) গ্রাহকের সাথে সম্পর্ক তৈরি
ডিজিটাল মার্কেটিং গ্রাহকদের সঙ্গে ব্যবসায়ীদের একটি সুন্দর সম্পর্ক তৈরি করতে সাহায্য করে।
এই মার্কেটিং প্রণালীতে বিভিন্ন টুল আছে যেখানে গ্রাহক বা ক্রেতাদের সঙ্গে ব্যাবসায়িকরা সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারে।
তাদের নানান প্রশ্নের উত্তর ও সমস্যাগুলি খুব সহজেই সমাধান করা যায়।
বর্তমানে একটি সফল ব্যাবসার মডেল হচ্ছে যেখানে গ্রাহকদের সঠিক পরিষেবা দেওয়া তারমধ্যে একটি যেমন ক্রেতাদের সুবিধা-অসুবিধা সম্বন্ধে বিশেষ খেয়াল রাখা।
৭) একাধিক কৌশল প্রয়োগ করার সুবিধে
আমি একটু আগেই বললাম এই মার্কেটিং এরমধ্যে নানান কৌশল প্রয়োগ করার সুবিধে পাওয়া যায়।
ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন ধরণ রয়েছে যা নানান ব্যবসার উপর নানান কৌশল প্রয়োগ হয়েথাকে।
এই মার্কেটিং এর নানান ধরন ও দিক গুলি হলো যেমন, Search engine marketing,সোশ্যাল মিডিয়া,ইমেল মার্কেটিং, ভিডিও মার্কেটিং ইত্যাদি।
কিছু কিছু বিজনেস বা কোম্পানি আছে যারা Search engine marketing বা SEO উপর ফোকাস দেই ,কিছু বিসনেস সোশ্যাল মিডিয়ার উপর ধ্যান দেই,কেউ ইমেইল মার্কেটিং পছন্দ করে।
এখানে প্রমোট করার বহু অপসন আছে,যে ব্যবসার যে ধরণ গুলি বেশি কার্যকর হয় তারা সেগুলি বেশি চুষ করে।
কয়েকটি সবথেকে বেশি ব্যবহিত ডিজিটাল মার্কেটিং এর ধরণ গুলি নিচে বলা হলো।
Search engine marketing (SEO)
যখনই আমরা ইন্টারনেটে মার্কেটিং সম্পর্কে কথাবলি সবার প্রথম এই নামটি শোনা যায়।একজন অনলাইন কর্মী হলে অবশ্যই এর সম্পর্কে জানা থাকবে।
Seo হচ্ছে সার্চ ইঞ্জিন যেমন গুগল,এখানে নানান বিসনেস,ওয়েবসাইট,ই-কমার্স সাইট,প্রোডাক্ট,স্টোর ও বিভিন্ন সার্ভিস গুলোর সার্চ রেজাল্ট দ্বারা প্রথম সারিতে দেখানো।
এখানে গ্রাহক যখন কোনো প্রোডাক্ট নিয়ে কিছু গুগলে সার্চ করবে সেখানে সেই প্রডাক্ট সংক্রান্ত সাইট গুলি প্রথম সারিতে আসবে।
দর্শক প্রথম সারিতে থাকা সাইট গুলো বেশি চুষ করে।এবং সেই সাইট গুলি গ্রাহক বেশি পাওয়া যায়।
এই ভাবে বিভিন্ন বিজনেস ও কোম্পানি তাদের সাইট গুলো অ্যাড চালিয়ে তাদের ব্যান্ড/প্রোডাক্ট ইত্যাদি গুগলের প্রথম সারিতে আনার চেষ্টা করে।
SEO-based content creation
ফ্রেন্ডস,অল্প খরচে ইন্টারনেট থেকে বহু সংখ্যক দর্শক পাওয়ার একটা সহজ মাধ্যম হচ্ছে SEO-based content বানানো।
কোন সার্চ ইঞ্জিন যেমন গুগল বা ইউটিউবে কোন সার্চ করলে তার প্রথম সারিতে যে কনটেন্ট দেখা যায় সেগুলি SEO অপটিমাইজ করা থাকে।
গুগোল এর অ্যালগরিদম অনুযায়ী যে সমস্ত কন্টেন্ট নিয়ম কানুন মেনে অপ্টমাইজ করা হয় তাদের রাঙ্ক সব থেকে উপরে থাকে।
এবার যে যত ভালো কনটেন্ট পাবলিশ করবে তার রাঙ্ক প্রথম সারিতে হবে।এখানে কনটেন্ট যে কোনো কিছু হতেপারে যেমন আর্টিকেল,ভিডিও,নিউস।
এবার যে সাইট গুগলে আগে দেখাবে সেখানে দর্শকের ভিড় বেশি হবে,এই ভাবে SEO অপটিমাইজ করে বহু বিসনেস মার্কেটিং করে থাকে।
Social media Marketing
অনেকেই ফেসবুক,টুইটার,ইউটিউব,ইনস্টাগ্রাম,হোয়াটসঅ্যাপ,টেলিগ্রাম নানান সোশ্যাল মিডিয়াতে যুক্ত থাকি।
এই প্ল্যাটফর্ম গুলোতে কোম্পানি ও বিজনেস গুলো নানান প্রোডাক্ট ও সার্ভিস গুলির অ্যাড দ্বারা প্রচার করে থাকে।
ইন্টারনেটের মধ্যে বহু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে,আমাদের দেশে ইউটিউব,ফেসবুক,টুইটার খুবই জনপ্রিয় তাই এগুলোতে মার্কেটিং সবথেকে বেশি হয়ে থাকে।
অনলাইনে বিভিন্ন বিজনেস ও ই কমার্স সাইট গুলি তাদের নানান প্রোডাক্ট গুলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করে থাকে।
এই বিশাল সংখ্যক দর্শকের প্রমোট করার ফলে অনলাইন ব্যবসা গুলি আজ অনেক সাকসেসফুল হয়ে উঠেছে।
এছাড়া গ্রাকদের সঙ্গে সরাসরি কথা বলা তাদের সমস্যা গুলোর সমাধান দেওয়া খুব সহজে। সোশ্যাল মিডিয়া বিসনেস গ্রোথের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Email Marketing
হোয়াটসঅ্যাপ,মেসেঞ্জার নানান অ্যাপ থাকা সত্ত্বেও email-marketing একটি গুরুত্বপূর্ণ মার্কেটিং টুল। যদিও এটি একটি পুরনো মার্কেটিং প্রক্রিয়া,তবে এটি এখনো কাজ করে।
বিশ্বের নানান ব্রান্ড/কোম্পানি Email Marketing দ্বারা তাদের প্রোডাক্টের গুনাগুন, ইনফরমেশন,অফার ইউজারদের কাছে তুলে ধরেন।
এছাড়া কোম্পানি গুলো তাদের নানান ওয়েবসাইট থেকে পাঠকদের ই-মেইল সংগ্রহ করে।
এই সব ব্রান্ড তাদের প্রোডাক্ট সম্পর্কে নানান অফার নতুন লঞ্চ ইত্যাদ পাঠকদের ইমেইল দ্বারা সেন্ড করতে থাকে।
এখানে সেই ইমেইল গুলি ছবি সহ সুন্দর ভাবে লেখা হয়,যেখানে পাঠকদের সেই প্রোডাক্ট ক্রয় করার জন্য উৎসাহ করে।
এই মার্কেটিং দ্বারা সঠিক ইউজারদের টার্গেট করলে অনেক লাভবান হওয়া যায়।তাই আজকে বহু কোম্পানি,ব্র্যান্ড ও নানান বিজনেস ইমেইল মার্কেটিং এর উপর খুব জোর দেই।
Video Marketing
ভিডিও মার্কেটিং হচ্ছে সব থেকে বেশি কার্যকরী মার্কেটিং প্রক্রিয়া।বিশ্বে ছোট বড় সব ধরণের বিসনেস ভিডিও মার্কেটিং এর উপর বেশি ফোকাস দেই।
এর সবথেকে বড় ভূমিকা হচ্ছে সোশ্যাল মিডিয়া,যেমন youtube,ফেসবুক।ভিডিও মার্কেটিং হচ্ছে ডিজিটাল মার্কেটিং একটি গুরুত্বপূর্ণ অংশ।
দর্শক বা গ্রাহক ভিডিও দ্বারা সব থেকে বেশি প্রভাবিত হয়,ভিডিও মার্কেটিং ক্রেতাদের মনে বিশ্বাস তৈরী করতে সক্ষম হয়।
বর্তমানে যেকোনো সোশ্যাল মিডিয়াতে নিজের বিসনেস এর ভিডিও প্রচার করে ভালো মার্কেটিং করা হয়।এই প্রসেস এর সাকসেস রেট খুব বেশি।
ডিজিটাল মার্কেটিং এর সুবিধাগুলো আমরা জানলাম।এবার এই মার্কেটিং নিয়ে ক্যারিয়ার অপরচুনিটি কিরকম আছে সেটি আলোচনা করব।
ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার
যত টেকনোলজি অ্যাডভান্স হচ্ছে ,এই ইন্টারনেট জগতে প্রত্যকে মুহূর্তে দক্ষ ডিজিটাল মার্কেটাদের চাহিদা ক্রমশ বেড়েই চলছে।এই ফিল্ডে প্রফেশনাল মার্কেটারদের যথেষ্ট অপরচুনিটি লক্ষ্য করা যায়। আপনারা যদি এই ফিল্ডে ক্যারিয়ার করার চিন্তা-ভাবনা করছেন তাহলে কিছু লক্ষণীয় বিষয় জেনে রাখা দরকার।
বর্তমানে ট্রেডিশানল পড়াশোনার পাস পাশাপাশি কোনো স্কিল মূলক কাজ শিখে রাখলে বাড়িতে বসেই যায় করতে পারবেন।
ডিজিট্যাল মার্কেটিং একটি এমন ইনডিস্ট্রি হয়েছে,যেখানে বিগত কয়েক বছরে সবথেকে বেশি কর্মীর প্রয়োজন পরবে।
ফ্রেন্ডস,এই মার্কেটিং একটি বিশাল ফিল্ড এবং এটি নানান শ্রেণীতে বিভক্ত।আপনার যদি এখানে কাজ করার চিন্তা করছেন সর্বপ্রথম কোন ফিল্ড চুষ করবেন সেটি বিবেচিত করুন।
এর জন্য আপনারা youtube /গুগলের হেল্প নিতে পারেন।
ডেটা সায়েন্স প্রফেশনাল,কোডার,লেখক,গ্রাফিক ডিজাইনার,ভিডিও এডিটররা,seo স্পেসালিস্ট ইত্যাদি নানান প্রফেশনাল ব্যাক্তিরা ডিজিটাল মার্কেটিংকে ক্যারিয়ার হিসাবে নিতে পারেন।
ডিজিটাল মার্কেটাররা গ্রাহকের সঙ্গে যুক্ত হওয়ার জন্য বিভিন্ন মার্কেটিং চ্যানেল ব্যবহার করে।যেখানে নানান জিনিস সেল ও প্রমোট করা হয়।
আপনি যদি নতুন এই মার্কেট সম্পর্কে জানছেন তাহলে কয়েকটি ভালো ডিগ্রী আছে যেগুলিতে ভালো আয়ের সাথে কাজের চাহিদা প্রচুর।
web development, marketing management,designing,copywriting,Data Analysis এই প্রফেশনাল ডিগ্রী করতে পারলে উজ্জ্বল ভবিষ্যৎ লক্ষ রয়েছে।
এছাড়া SEO অথবা SEM মধ্যে দক্ষতা অর্জন করলে,বিজনেস ও কোম্পানিগুলোর মধ্যে ভালো বেতনের জব পেতে পারেন।
কয়েকটি সেরা ডিজিট্যাল মার্কেটিং প্রোগ্রাম
একজন নুতুন এই মার্কেটের মধ্যে প্রবেশ করলে সাধরণত তাকে ছোট ছোট দায়িত্ব দেওয়া হয়।যেমন digital marketing assistant,আস্তে আস্তে এক্সপেরিয়েন্স আসলে দয়িত্ব ও বাড়তে থাকে।
একটা দক্ষ ডিজেলের মার্কেটারে পরিণিত হতে দুই থেকে পাঁচ বছর সময় লাগে। কয়েকটি ভালো উচ্চ পদ এই মার্কেটিং ফিল্ডে-
- Web developer/designer
- SEO Manager
- Digital Marketing Manager
- SEM/PPC expert
- Content Marketer
- Social Media Manager
- Data Analysis
ডিজিটাল মার্কেটিং একটা বিশাল ফিল্ড এখানে মধ্যে নানান ভূমিকা দেখা যাই,কোন organizations এবং industries উপর নির্ভর করে।
এখানে কিছু রোল উল্লেখ করা হলো CRM Manager,Analytics Manager,E-Commerce Manager, Email Marketing Manager,Digital Agency Account Director.
আমাদের শেষ কথা,
ফ্রেন্ডস আপনি বিসনেসকে গ্রোথ ও সুসেস্ফুল করতে চান তাহলে ডিজিট্যাল মার্কেটিং এর সাহায্য একান্ত দরকার।
বর্তমানে মার্কেটিং এর মুখ্য ভিমিকা রূপে ডিজিট্যাল মার্কেটিং এর স্থান সবার উপর।
আসাকরি, ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব,সুবিধা,ক্যারিয়ার অপরচুনিটি নিয়ে যে কথা গুলি বললাম সেগুলো আপনাদের কাজে আসবে। (Importance of digital marketing in Bangla).