ফেসবুক হ্যাক হলে কী করবেন?ফেসবুক একাউন্ট রিকভার 2022.
ফেসবুক একাউন্ট রিকভার:-ফ্রেন্ডস,আপনার যদি ফেসবুক একাউন্ট হ্যাক হয়ে থাকে,সেটি একটি বড় বিপদ ডেকে আনতে পারে। তাই fb একাউন্ট হ্যাক হয়েছে বুঝতে পারলে কি স্টেপ নিবেন ও কিভাবে সেই hack id পুনরুদ্ধার করবেন সেটি এই আর্টিকেলে জেনেনিন।

আমাদের দৈনন্দিন জীবনে সবথেকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার নেটওয়ার্ক ফেসবুক একটি অংশ হয়েগেছে।
বর্তমানে বন্ধুবান্ধব ও পরিচিতদের মধ্যে কথাবলা,যোগাযোক রাখা,বিভিন্ন নিউজ ও পোস্টের আপডেট ফেসবুক থেকে নেওয়া প্রত্যেক দিনের অভ্যাসে পরিণত হয়েছে।
এই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে আমরা কাছের লোকের সঙ্গে যোগাযোক রাখার চেষ্টা করি।তাই বাইচান্স এই আইডি হ্যাক বা অন্যের হাতে চলেযাই তাহলে একটি বিশাল ক্ষতি হয়েযেতে পারে।
হ্যাকাররা এই অ্যাকাউন্ট ব্যবহার করে কোনো খারাপ কাজে যুক্ত হয়,তাহলে তার দায়ভার আপনার নামে আস্তে পারে।
তাই,এখানে step-by-step অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে কি কি করবেন সেগুলো জেনে নেব।
ফ্রেন্ডস, ফেসবুক একাউন্ট কারো হাতে চলেগেলে আপনি কি কি পদক্ষেপ অবলম্বন করবেন সেগুলি নিচে দেখে নিন।
ফেসবুক হ্যাক হলে,আপনি যদি সঠিক পথ অবলম্বন করেন তাহলে পুনরাই সেই একাউন্ট ফিরে পাবেন।
এখানে শুধু ফেসবুক কে বুঝতে হবে আপনি ওই হ্যাক একাউন্টের আসল মালিক।
কিভাবে ফেসবুক একাউন্ট রিকভার করবেন ?
ফেসবুক এমন প্লাটফর্ম যেটি অনেকেই ব্যবহার করেন,আর যেহুতু এর খুব জনপ্রিয় তাই হ্যাকারা এই প্লাটফর্মকে বেশি টার্গেট করে থাকে।তবে যদি সঠিক পদক্ষেপ নেন তাহলে খুব সহজেই ফেসবুক একাউন্ট রিকভার করতে পারেবন।
ফেসবুক এই ধরণের সমস্যার জন্য সর্বদা তৈরী থাকে।শুধু আপনাকে তাদের সাহায্য নিতে হবে সেগুলি কিভাবে করবেন সেগুলি জানবো।
একাউন্ট রিকভার প্রসেসটি সফল করতে ফেইসবুক আপনার কাছে কিছু তথ্য ও প্রমান চাইবে যেগুলি আপনাকে প্রদান করতে হবে।
এক্ষেত্রে আপনার ইমেইল আইডি মোবাইল নাম্বার এছাড়া কোন আইডেন্টি ডকুমেন্ট চাইতে পারে।
তাই অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর এই স্টেপ গুলি যত তাড়াতাড়ি গ্রহণ করবেন,একাউন্ট তত তাড়াতাড়ি রিকভার হবে।
স্টেপ ১-
যেকোনো একটি মোবাইল থেকে ফেসবুক app ওপেন করুন,সেখানে সার্চে নিজের ফেসবুক আইডি সার্চ করে খুঁজে বার করুন।

উধারণস্বরূপ এখানে আমি (mou khatun) নামে আইডিটি রিকভার করার চেষ্টা করছি। আপনারা এটি ফলো করুন।
এবার নিজের আইডি খুঁজে বার করুন এবং সেটি ওপেন করুন।

স্টেপ ২-
next আইডির প্রোফাইলে প্রবেশ করুন, ডান দিকে ৩টে ডট আছে ওখানে ট্যাপ করুন।

স্টেপ ৩-
এবার প্রোফাইল সেটিংস ওপেন হলে সেখানে নিজের ফেসবুক আইডির লিংক দেখতে পাবেন,সেই লিংকটি copy করেনিন।

Note
মনে রাখবেন এর পরবর্তী স্টেপগুলি ফেসবুক হ্যাক হওয়ার আগে যে মোবাইল/ট্যাবলেট/কম্পিউটার ও যে লোকশন,ইন্টারনেট ও ব্রাউসার/app থেকে এক্সেস করতেন শুধুমাত্র সেই ডিভাইস ও স্থান থেকে আইডি রিকভার সম্ভব। অন্য ডিভাইস ও স্থান থেকে রিকভার হবে না। আমরা নিচে আরও বিস্তারিত জানবো।
(Note – আপনি যদি শুধু facebook app থেকে ফেসবুক ব্যবহার করতেন,তাহলে সেখানেই রিকভার অপসন পেয়েযাবেন,তাহলে ব্রাউসার থেকে রিকভার নাও হতে পারে।) এরজন্য আপনি নিচের স্টেপ ফলো করুন।
Profile settings—>Find support or report profile—>Something else—> Recover this account
স্টেপ ৪-open Google Chrome Web Browser
প্রোফাইল লিংক copy করার পর ফেসবুক app থেকে exit করেযান।এবার ক্রোম ব্রাউসার বা যে ব্রাউসার দ্বারা ফেসবুক ব্যবহার করতেন সেটি ওপেন করুন। সেখানে facebook.com লিখে সার্চ করুন।

ফেসবুক ওয়েবসাইট খুললে সেখানে “forgotten password” অপসনটি ওপেন করুন।

স্টেপ ৫-
এবার পরবর্তী পেজে ফেসবুক আপনার মোবাইল নম্বর চাইবে।এবার যদি মোবাইল নম্বর আপডেট না থাকে শুধু email দিয়ে আইডি ওপেন হয়েথাকে তাহলে email অপসন বেঁছে নিতে হবে।
এছাড়া নম্বর দেওয়া থাকলে হ্যাকার মোবাইল নম্বর চেঞ্জ করেদিতে পারে, তাই “search by your email or name instead” অপসন চুষ করুন।

নেক্সট পেজ ওপেন হলে ইমেইল আইডি/নাম এন্টার করার জন্য বলবে,কিন্তু আপনার ফেসবুক হ্যাক হয়ে থাকলে সেখানে অন্য email দেখতে পাবেন।
হ্যাকার সাধারণত সেই email চেঞ্জ করে দেই ফলে ইমেইল দিয়ে রিকভার করতে পারবেন না।
তাই ওই ফাঁকা স্থানে নিজের প্রোফাইল লিংক আগেই যেটি copy করেছেন(স্টেপ ৩ দেখুন) সেটি পেস্ট করে সার্চ করুন।

স্টেপ ৬-
এবার আপনার facebook প্রোফাইল দেখতে পাবেন,সেখানে আইডিতে মোবাইল নম্বর আপডেট থাকলে লাস্ট ২ ডিজিট দেখতে পাবেন।
এখানে continue করলে ওই নাম্বারে otp যাবে এবং পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। (যেহুত হ্যাকার আপনার মোবাইল নম্বর ও email পাল্টে দিয়েছে তাই “Try Another Way” অপসন চুষ করুন।

পরবর্তী স্টেপে পাসওয়ার্ড রিসেট করার অন্যান্য মেথোড গুলি দেওয়া হবে।

আমি আগেই বললাম যেহুত হ্যাকার আপনার মোবাইল নম্বর ও email পাল্টে দিয়েছে তাই এবার “No longer have access to these” অপসন চুষ করুন।
ফাইনাল স্টেপ
ফ্রেন্ডস,হয়তো আপনারা একাউন্ট রিকভার করতে গিয়ে এই ধরণের ম্যাসেজ দেখতে পাচ্ছেন।কারণ ফেসবুক তখনি আপনার একাউন্ট রিকভার করবে যখন আপনি নিচে দেওয়া এই শর্ত গুলি পালন করবেন।

facebook id recover condition
এখানে ফেসবুক যতক্ষণ বুঝতে না পারবে এই হ্যাক আইডির মালিক আপনি,ততক্ষন প্রজন্ত রিকভার অপসন দেবে না। তাই সেটা প্রমান করতে ৩টি শর্ত পূরণ করতে হবে।

একই ডিভাইস :- আপনি যে মোবাইল বা অন্য ডিভাইস থেকে ফেসবুক ওপেন করেছিলেন সেটি থেকেই আইডি রিকভার হবে।যদি ফেসবুক বহু আগে তৈরী করে থাকেন তাহলে হ্যাক হওয়ার আগে যে ডিভাইস ব্যবহার করতেন সেটি থেকে ওপেন করেন।
একই ব্রাউসার :- যে ব্রাউসার থেকে থেকে হ্যাক পূর্বে ফেসবুক লগইন করেছিলেন সেটি থেকে রিকভার করুন।
একই location ও ইন্টারনেট :- হ্যাক পূর্বে যে স্থান থেকে ফেসবুক এক্সেস ও যে মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতেন সেটি একই হতে হবে।
উপরের শর্ত গুলি ঠিকভাবে পালন করলে ফেসবুক টিমের পক্ষ থেকে আইডি রিকভার অপসন পাবেন।
রিকভার ইমেল টাইপ করুন :-
ফেসবুক টিমের পক্ষ থেকে একটি email এড্রেস চাওয়া হবে,যার সাহায্যে তারা আপনার সঙ্গে যোগাযোক করবে। পার্সোনাল একটি email দেওয়ার পর next করুন।

Government আইডি সাবমিট করুন :-
পরবর্তী ধাপে ফেসবুক আপনার কাছে কোনো সরকারি ডকুমেন্ট(পাসপোর্ট,ড্রাইভিং লাইসেন্স, সরকারি পরিচয় পত্র) সাবমিট করতে বলবে।

মনেরাখবেন,আপনার নাম ও জন্ম তারিক ফেসবুকে যেটি আছে এই সরকারি ডকুমেন্টর সঙ্গে যেন মিলে যাই। (এই তথ্য গুলি না মিললে রিকভার নাও হতে পারে)
next করার পর ক্যামেরা এক্সেস চাইবে সেটি এলাও করুন এবং সরকারি ডকুমেন্ট এর ছবি সেই ক্যামেরা দ্বারা তুলেনিন।
ফটো তুলে নেওয়ার পর সেটি সাবমিট বাটনে ট্যাপ করেদিন।এবার কিছু সময় অপেক্ষা করুন এই সমস্ত তথ্যগুলি ফেসবুকের সার্ভারে আপলোড হয়েযাবে।
ফ্রেন্ডস,এখানে আপনার আরকিছু করতে হবে না।এবার ওই ইমেইল এড্রেসের মধ্যে রিকভার সংক্রান্ত সমস্ত Notifications পাবেন।

ফ্রেন্ডস,আইডেন্টিটি সাবমিট করে ফিনিশ করার ফেসবুক টীম সেটি ভেরিফাই করবে।এখানে আপনার একাউন্ট ওনারশিপ প্রমাণিত হলে কয়েকদিনের মধ্যে উপরে দেওয়া এই ধরণের একটি ম্যাসেজ পাবেন।
ওই ম্যাসাজে ফেইসবুক থেকে একটি লিংক দেওয়া হবে,সেটি দ্বারা ফেসবুক পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। এই প্রসেস গুলি ঠিকভাবে সম্পূর্ণ হলে ফেসবুক একাউন্ট রিকভার হয়েযাবে।
আরো পড়ুন –
- কিভাবে মোবাইলে ফেসবুক আইডি ডিজেবল করবেন জেনেনিন?
- কিভাবে ফেসবুকে নিজের প্রোফাইল লক করবেন ?(নুতুন নিয়ম)
আমাদের শেষ কথা :-
ফ্রেন্ডস,আশাকরি উপরের এই মেথডটি সঠিক ভাবে অবলম্বন করলে হ্যাক আইডি পুনরাই ফিরে পাবেন।
এছাড়া আপনাদের কোনো সমস্যা দেখাদিলে ডাইরেক্ট ফেসবুক team কে email করতে পারেন। [email protected] facebook.com
এছাড়া আপনারা অফসিয়াল সাইট থেকে ফেসবুক একাউন্ট রিকভার সংক্রান্ত তথ্য বা জানকারী নিতে পারেন। recover Facebook account
বন্ধুগণ, ফেসবুকে ডাইরেক্ট একাউন্ট রিপোর্ট করার অপসন আছে। গুগলে টাইপ করুন ”facebook account hacked” অথবা এই লিংকে প্রবেশ করুন।