১০টি সেরা ফ্রিল্যান্সিং সাইট৷(freelancing site 2022)
freelancing site:- বর্তমান সময়ে আমরা ইন্টারনেট কে শুধু ইন্টারটেটমেন্ট বা ইনফরমেশন এর জন্য ব্যবহার করি না৷এখন এখান থেকে বিভিন্ন অনলাইন জব ও করেত পারি।
এর মধ্যে একটি সেরা মাধ্যম হচ্ছে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার স্থাপন করা৷এরজন্য আপনি ইন্টারনেটে বহু ফ্রিল্যান্সিং সাইট পেয়ে যাবেন এবং তার মধ্যে কিছু খুব ভালো সাইট আছে,যেগুলোতে আপনি কাজ করতে পারেন৷

আমরা এই আর্টিকেলে কিছু ভালো ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করবো যেগুলোতে ভালো আর্নিং ও ফ্রিল্যান্সার দের ভালো রিভিউ পাওয়া গেছে৷
এই সাইট গুলো থেকে ফ্রিল্যান্সিং কাজ করে বিশ্বের বিভিন্ন দেশের বহু মানুষ হাজার হাজার ডলার আয় করছেন৷
হাঁ,আর একটি কথা আপনি যদি জানতে চান ”ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার”কিভাবে স্থাপন করেবন তাহলে ওই লিংক দেওয়া আর্টিকেল টি অবশ্যই পড়ুন৷
ফ্রিল্যান্স সাইট এর মাধ্যমে বিংশ শতাব্দীতে কাজ করার পদ্ধতির পরিবর্তন ঘটিয়ে ফেলেছে৷ আমরা আজ যেকোনো জায়গা থেকে কাজ করতে পারি,
কতটা পরিমান কাজ করবো,কখন কাজ করবো,সবই আমাদের ইচ্ছার উপর নির্ভর করে৷
এখানে আমাদের রোজ সকলে উঠে অফিস যেতে হবে না বা মাসে ৩০ দিন কাজ করতে হবে না,পরিবার থেকে দূরে ও থাকতে হবেনা৷আমরা পুরোপুরি স্বাধীন(We are your own bosses!).
গত ৩-৪ বছরে এই ইন্ডাস্টিরি অনেক গ্রোথ করেছে,তার সঙ্গে সঙ্গে অসংখ্য ফ্রিল্যান্সিং ওয়েবসাইট ও লঞ্চ করেছে।
এরফলে দেশে হাজার হাজার ফ্রিল্যান্সারা তাদের ক্যারিয়ার স্থাপন করছেন৷
তাই আমি অনেক রিসার্চ ও রিভিউ করার পর,কয়েকটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং ওয়েবসাইট আপনাদের সঙ্গে শেয়ার করবো।
যেগুলো তে কাজের অভাব নেই এবং ভালো ইনকাম ও করার সুযোগ রয়েছে৷
অনলাইনে আয় করার বিভিন্ন উপায়…
১০ টি জনপ্রিয় ফ্রিল্যান্সিং সাইট (Top 10 freelancing sites)
- Upwork.com
- Fiverr.com
- Freelancer.com
- Guru.com
- PeoplePerHour.com
- 99Designs.com
- SimplyHired.com
- Aquent.com
- Toptal.com
- Craigslist.org
1.Upwork.com
upwork নিজেকে এখন বিশ্বের বৃহতম ফ্রিল্যান্স সাইট হিসাবে পরিচিত করে ফেলছে৷আপনি ১০ জন লোককে জিগ্গেস করলে তার মধে ৮ জন upwork এ কাজ করার পরমার্শ দিবে৷
এর পাস্ট সম্পর্কে একটু রিসার্চ করলে জানা যাই,একসময় ফ্রিল্যান্স কাজের জন্য দুটি শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম ছিল ওডেস্ক এবং এল্যান্স৷
২০১৫ সালে এই দুই সংস্থা একত্রিত হয়ে বিশ্বজুড়ে ক্লায়েন্টদের কাছে upwork.com নামে প্রতিস্থাপন হয়ে আসে ফ্রিল্যান্স সাইট এক নতুন রূপে৷
এই সংস্থার সঙ্গে প্রায় ১.২ কোটি ফ্রীলান্সার এবং ৫০লক্ষ্য ক্লায়েন্ট যুক্ত৷পত্যেক বছর প্রায় ৩০লক্ষ্য নিউ ফ্রীলান্সার যুক্ত হচ্ছে এদের সঙ্গে৷
আপনি এই সাইটএ সবরকমের subject উপর কাজ করতে পারবেন যথা-Writing,Design & Creative, Translation,Sales & Marketing প্রায় সব বিষয়ে উপর কাজ পেয়ে যাবেন৷
তাহলে আপনি যদি ফ্রীলান্সার কাজের জন্য ভালো সাইট খুজছেন তাহলে অবশই এই সাইট টি একবার চেক করে দেখবেন৷
Note-upwork নুতুন দের কাছে ২০% কমিশন কেটে নেই যত দিন পর্যন্ত আপনি ক্লায়েন্ট এর সঙ্গে একটা সম্পর্ক তৈরী না করবেন,আরও বিস্তারিত তথ্য আপনি তাদের ওয়েবসাইট এ পেয়েযাবেন৷সবসময় lower-priced কাজ নেয়ার আগে একটু ভেবে নেবেন কারণ আপনকে ২০% কমিসন দিতে হবে৷
2.Fiverr.com
ফাইভার আমাদের ইন্ডিয়ানদের প্রথম চয়েস,এটা হচ্ছে ছোট সার্ভিসেস এর জন্য পৃথিবীর সবথেকে বড়ো ফ্রিল্যান্সিং ওয়েব সাইট৷
এখানে আপনি আপনার পরিষেবার জন্য সর্বনিম্ন ৫ ডলার পর্যন্ত মূল্য ধার্য রাখতে পারেন৷এখান থেকে আপনি আয় করে নিতে পারেন যদি আপনার সেরকম ভালো স্কিলও না থাকে৷
একটা মজার কথা জেনে রাখনে আমাদের ইন্ডিয়াতে বহু মানুষ ফাইভার থেকে কাজ করিয়ে ওপর কোনো ফ্রীলান্সার দ্বারা ৷
এবং সেই থেকে অনেকেই হাজার হাজার টাকা কমিয়ে নিচ্ছে,তাই এইরূপ আপনি ও করতে পারেন ক্লায়েন্ট এর কাজ নিয়ে আপনার লোকাল এ কোনো প্রফেসনাল কে কম টাকা দিয়ে সেটা করিয়ে নিতে পারেন।
অথবা একটা টিম তৈরী করতে পারেন,সেখানে আপনি লোক কে হাইয়ার করে আপনি কাজ করিয়ে নিতে পারেন৷
ফাইভার এ আপনি বিভিন্ন ধরনের কাজ পেয়ে যাবেন লোগো ডিজাইন,ব্যানার ডিজাইন, ব্লগ পোস্ট,ভিডিও এডিটিং প্রভিতি ধরণের কাজ করতে পারবেন৷
এখানে আপনি ঘন্টাই টাকা পাবেন না আপনি এখানে যে মূল্য অফার করবেন সেই প্রাইস এ কাজ করতে হবে৷ফাইভার থেকে আপনি টাকা ব্যাঙ্ক বা পেপালে নিতে পারবেন৷
3.Freelancer.com
এই সাইট টি হচ্ছে সবথেকে পুরোনো জনপ্রিয় ফ্রিল্যান্স সাইট৷সাইট টি ২০০৩ সালে লঞ্চ করেছিল,প্রায় ১৬ বছর ধরে এই মার্কেট এ থাকার ফলে আউটসোর্সিং দের ফেবারিট গন্তব্য হয়ে গেছে।
এই সাইট টি প্রায় ৩.২০ কোটি ইউসার রেজিস্টার আছে এর ফলে এখানে হাজার রকমের কাজ পাওয়ার সুযোগ আছে যা আপনি একজন ফ্রিল্যান্স কর্মী হিসাবে বেছে নিতে পারেন৷
আপনি যদি এমন একটা সাইট এ জব খুঁজছেন যেখানে অনেক রকমের কাজের variety পাবেন,তাহলে আমি বলবো আপনি এই সাইট টি দেখতে পারেন৷
এখানে সয়ে সয়ে ভেকেন্সি খালি পেয়ে যাবেন৷এই সাইট টি একটা সবথেকে ভালো গুন্ হচ্ছে এর কমিশন রেট খুব কম৷
Note-আপনি বিনামূল্যে মাসে মাত্র ৮ টি বিড এ অংশগ্রহণ করতে পড়বেন,যদি আপনি মেম্বেরশিপ না নেন৷বিস্তারিত জানতে Fees and Charges পেজ টা দেখুন।
4.Guru.com
এই প্লাটফর্ম টি ২০০১ সাল থেকে ফ্রিল্যান্সদের দক্ষতা অনুযায়ী তাদের পরিষেবাগুলি অর্পণ করতে সহয়তা করেছে।
এখানে ফ্রীলান্সার এবং employers উভয়ে তারা নিজেদের প্রোফাইল সাবমিট করে,একে ওপারের রিভিউ করার পরে উভয়ে কন্ট্রাক্ট করে নেই কাজের ভিত্তিতে।
আপনি এখানে sing up করার সঙ্গে সঙ্গে প্রায় ৩০ লক্ষ্য ফ্রীলান্সার এর সাথী হবেন,যারা আপনার মতো বিভিন্ন কাজের সন্ধানে এই প্লাটফর্ম এর সঙ্গে যুক্ত হয়েছেন।
এখানে আপনি বিভিন্ন ধরণের কাজের জন্য apply করতে পারেন যেমন-web development, writing, architecture, writing, IT, marketing, administration,ইত্যাদি।এখানে ফ্রি applications করার সুযোগ রয়েছে এবং এরা কমিশন নেয় আনুমানিক ৯%।
5.PeoplePerHour.com
এই ফ্রীলান্সিং ওয়েবসাইট টি 2007 সালে লন্ডন(uk) এ লঞ্চ করে,এদের আরেকটি অফিস এথেন্স এ রয়েছে।এই ওয়েবসাইট টির সঙ্গে প্রায় ১৫ লক্ষ্য ফ্রীলাসার জড়িত।
এই সাইট টি ফ্রি ফ্রীলান্সার দের জন্য কিন্তু কম্পেটিশন ও অনেক আছে।তবে আপনার প্রাইস(fee) যদি একটু কম রাখনে তাহলে কাজ পেতে সময় লাগবে না।
এখানে আরেকটা জিনিস ভালো এখানে প্রতিটি কর্মী রেটিং পাবে তাদের কাজের পরিপেক্ষিতে আপনার ভালো রেটিং থাকলে আপনার কাজ পেতে সময় লাগবে না।
এখানে আপনি অনলাইন কাজের সঙ্গে সঙ্গে অফলাইনে এ ও কাজ পেতে পারেন।পেমেন্ট আপনি ঘন্টা বা ফিক্স প্রাইস দ্বারা নির্ধারিত করতে পারেন।
6.99Designs.com
এই ওয়েবসাইটটি একটু আলাদা ধরনের ওয়েবসাইট আগে যে ৫ টি সাইট সম্পর্কে জানলাম সেটির তুলনাই।এখানে ডিসাইন সম্পর্কিত সবধরণের কাজ পেয়ে যাবেন সে লোগো বানানো হোক বা ব্যানার বানানো বা বুক কভার।
99Designs sing up করে এখানে আপনি আপনার ডিসাইন সাবমিট করবেন এবং কনটেস্ট এর মাধ্যমে আপনার ডিসাইন উপর বিড পড়বে আপনার ডিসাইন win হলে prize money জিতে যাবে ।
আপনি যদি একজন beginner হন তাহলে এখানে আপনার কাজ গুলো সাবমিট করে আপনার স্কিল কে আরো উন্নত করতে পারেন।
আপনার যদি ফটো এডিটিং বা লোগো এডিটিং এই সব কাজে ভালো স্কিল থাকে তাহলে আপনি এই সাইট টা দেখতে পারেন। আপনার করা যেকোনো ডিসাইন win হলে prize মানি বেশ ভালোই আছে।
7.SimplyHired.com
এই জনপ্রিয় ফ্রিল্যান্সিং ওয়েবসাইট টি সব থেকে ভালো গুন্ হচ্ছে আপনি লোকাল এরিয়া তে জবস দেখতে পারেন,যেমন আমরা কোলকাতা বা দিল্লি বা মুম্বাই এর জবস খুঁজতে পারি।
আমার অনেক পরিচিত এখান থেকে জবস নিয়ে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার স্থাপন করেছে।এই মার্কেট প্লেস টি অফ লাইন কাজের জন্য বিখ্যাত।
এই সাইট টি থেকে আপনি ২৪ টা দেশের বিভিন্ন শহরে কাজের জন্য এপ্লাই করতে পারেন যথা- INDIA,USA,CANADA,UK. আর যদি ইন্ডিয়ার কথা বলি তাহলে-
Preschool Teacher,HS Pass Office Assistant Work,Retail Executive, Helper for AC work,Medical Representative,Delivery Driver ,scriptwriters,content writer etc.
Full-time, New-Grad,Part-time,Internship,Contract,Commission,Temporary,Volunteer কাজের সুবিধে আছে।
আপনার বায়োডাটা আপলোড করুন এবং কাজের ভিত্তিতে স্যালারি লিস্ট পেয়ে যাবেন।
আপনি আপনার স্কিল অনুযায়ী আপনার ইচ্ছে মতো এপ্লাই করে কোনো কোম্পানি এর সঙ্গে চুক্তি করে নিতে পারেন।
8.Aquent.com
এই ফ্রীলান্সিং ওয়েবসাইটির খুব ভালো রিভিউ আছে,এবং অনেক গুলো এওয়ার্ড ও জিতেছে এই মার্কেটপ্লেস এ।এদের অফিস ৭ টা দেশে অবস্থিত UNITED STATES,CANADA,FRANCE,UNITED KINGDOM,NETHERLANDS, AUSTRALIA,JAPAN।
Aquentখুব পরিচিত হাই-কোয়ালিটি কর্মী প্রদান করার জন্য। এই সংস্থার সঙ্গে জড়িত খুবি বৃহৎ কোম্পানি যেমন amazon,Disney,Netflix.
এদের ওয়েবসাইট থেকে জানতে পারলাম মাত্র ৬০ দিনে ১০০০+ Netflix ট্রেইলার এডিট করেছে।এখান থেকে জানা যায় হাই-কোয়ালিটি কর্মী প্রদান করার জন্য কেন বিখ্যাত।
আপনার যদি Marketing & Creative Talent এ অভিজ্ঞতা থাকে তাহলে অব্যশই এখানে এপলাই করতে পারেন।
Aquent ক্লেম করে তারা 2+ years of working experience কর্মী কে একসেপ্ট করে,কিন্তু আপনি একজন fresh graduates হন তাহলে এখানে ওয়েলকাম এখানে যুক্ত হয়ে আপনার স্কিল কে ইম্প্রুভ করতে পারেন।
9.Toptal
আমরা আগে যে সাইট গুলো নিয়ে আলোচনা করেছি তাদের তুলনায় এই সাইট টি নুতুন কিন্তু Toptal ক্লেম করি নাকি পৃথিবীর টপ ৩% ফ্রীলান্সারদের নাকি hire করেছে।
এদের ক্লাইন্ট বড় বড় সংস্থা যেমন Axel,Springer,NetApp,Shopify, KDDI ইত্যাদি।
আপনি যদি এখানে কাজ পেয়ে যান তাহলে এদের peyout খুব ভালো এবং এখানে শর্টটার্ম থেকে লং টার্ম পযন্ত সব ধরণের কাজের সঙ্গে যুক্ত হতে পারেন।
আপনি এমন কাজ পাবেন যে কাজে আপনার দক্ষতাই একবারে ফিট হয়।এখানে যদি একটা ভালো স্টার্টআপ চাইছেন বা কোনো high quality project এর সঙ্গে যুক্ত হতে চাইছেন তাহলে আমি অবশ্যই বলবো আপনি এই সাইট টি একবার চেক করে দেখুন।
10.Craigslist.org
এই ওয়েবসাইটি খুব জনপ্রিয় নই সবার কাছে,কিন্তু এর ফিচার্স খুবই ভালো।এখান থেকে আপনি পুরোপুরি ফ্রীতে আপনার কাছাকাছি শহরে জবস খুজে নিতে পারেন,সে আপনার বাড়ি ইন্ডিয়াতে তে হোক বা বাংলাদেশে।এখানে আপনি সবধরণের কাজের খোজ পাবেন-
যথা art,media,design,customer-service,editing,web,writing ইত্যাদি।
আপনি যদি আপনার বাড়ির কাছাকাছি কোনো জবস খুঁজছেন তাহলে অবশ্যই এই সাইট একবার চেক করবেন হয়তো এখানে নিকটবর্তি শহরে পছন্দের কোনো কাজ পেয়ে গেলেন।
আরো পড়ুন –
- ঘরে বসে মাসে ১০০০ ডলার আয় করুন।
- 10 টি সেরা অনলাইন এর জব সম্পর্কে জানুন।
- মোবাইলে আয় করার ৭ টি সহজ উপায় ?
শেষকথা-
আমরা উপরে যে ফ্রিল্যান্সিং সাইট গুলো নিয়ে আলোচনা করলাম এগুলি আমি নিজে রিভিউ করে আপনাদেরশেয়ার করছি।
হয়তো আমি নিজে কাজ না করতে পারি তবে এখানে যতগুলো সাইট নিয়ে কথা বলেছি তাতে আমার পরিচিতি অনেকেই কাজ করেছে বা বর্তমানে কাজ করছে এবং তাদের কাছে ভালো রিভিউ পেয়েছি।
এছাড়া আরো অনেক গুলো জনপ্রিয় সাইট আছে যেগুলিতে আপনি ফ্রিল্যান্সিং রূপে কাজ করতে পারেন।
যেমন-crowded.com,iFreelance,Nexxt,Writer Access, TaskRabbit, FlexJobs ইত্যাদি।
তবে আমি আপনাদের এটাই এডভাইস দেবে যদি একজন beginner হন এই প্লাটফর্মে কেবলে পা দিচ্ছেন তাহলে Fiverr.com বা Upwork.com থেকে শুরু করুন।
একটু স্কিল ইম্প্রুভ হলে অন্য ভালো ভালো সাইট গুলোতে ট্রাই করতে পারেন।
আপনার যদি এই আর্টিকেল টি ভালো লাগে তাহলে শেয়ার করুন এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে জিগ্গেস করতে পারেন আমি reply দেবার চেষ্টা করব।ধন্যবাদ:-
আমি এই প্রথম ফ্রিল্যান্সিং আসলাম আমাকে আপনারা কাজ দিয়ে একটু সাহায্যে করুন
ফ্রিল্যান্সিং কাজে নিযুক্ত হতে চাইলে এই আর্টিকেল গুলি আপনার সাহায্য করবে-অনলাইন ইনকাম
আমি অনলাইনে জব করতে চাই কিভাবে করব একটু বলবেন
Grafik djin