ফেসবুক মার্কেটিং কি?জানুন কিভাবে ফেসবুক মার্কেটিং করতে হয়?
“ফেসবুক মার্কেটিং কি”-(What is Facebook marketing in Bangla)-বর্তমানে বিজ্ঞাপন প্রচারে ডিজিটাল মার্কেটিং একটি বগুরুত্পূর্ণ ভূমিকা পালন করে।
আমরা এখানে আগেই ডিজিটাল,অফলিয়েট ও সিপিএ মার্কেটিং সম্পর্কে আলোচনা করেছি,তাই এবার ডিজিট্যাল মার্কেটিংয়ের অংশ ফেসবুক মার্কেটিং সম্পর্কে জানবো।

আজকের দিনে প্রচার মাধ্যম রুপে অনলাইন মার্কেটিংকে সবাই পছন্দ করছে। তার একটি প্রধান কারণ এর কার্যকরী ক্ষমতা ট্রেডিশনাল মার্কেটিং থেকে অনেক বেশি। অফলাইন মার্কেটিং থেকে অনেক কিছু সুবিধা অনলাইন মার্কেটিং এ পাওয়া যায়।
আপনারা ডিজিটাল মার্কেটিং নিয়ে পোস্টটি পড়লে আরো বিস্তারিত বুঝতে পারবেন অনলাইন মার্কেটিং কিভাবে ব্যবসাকে গ্রোথ করতে সাহায্য করে।
অনলাইন মার্কেটিং গুলির মধ্যে ফেসবুক মার্কেটিং নানান বিজ্ঞাপন,প্রোমোটে অথবা একটি ব্যবসা গ্রো করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ফ্রেন্ডস আপনার যদি একটি বিসনেস বা ওয়েবসাইট,ইউটউব চ্যানেল থাকে সেখানে তাড়াতাড়ি গ্রো করতে চাইছেন তাহলে ফেসবুক মার্কেটিং এর সহয়তা নিতে পারেন।
বর্তমান সময়ে বিভিন্ন সেলিব্রিটি,প্রভাবশালী ব্যক্তি,কোম্পানি,নিউজ মিডিয়া,বিজনেসম্যান সব ধরনের লোক সোশ্যাল মিডিয়ার যথা ফেসবুক,টুইটার,ইউটিউব এগুলো সঙ্গে যুক্ত।
যদি নিজের বিজনেসকে আশপাশ লোকালয়ে প্রমোট করার চিন্তা থাকে তাহলে ফেসবুক মার্কেটিং সবথেকে বেশি কার্যকারী।
কারণ হচ্ছে সেই লোকালয়ে ফেসবুকের সঙ্গে প্রচুর লোক যুক্ত আছে।আর ফেসবুক আপনি যে লোকালয় টার্গেট করবেন সেখানে বিজ্ঞাপন গুলি প্রদান করবে।
অনলাইনে মার্কেটিং করার বিভিন্ন মাধ্যম রয়েছে যেমন ইমেইল মার্কেটিং,ইউটিউব মার্কেটিং,গুগোল মার্কেটিং আরো অন্যান্য অনলাইন মার্কেটিং প্লাটফর্ম আছে।
আমাদের দেশে বেশিরভাগ মানুষ ফেসবুক পছন্দ করে।তাছাড়া ইয়ং জেনেরেশন ফেসবুকে বেশি সময় ব্যায় করে তাই বেশির ভাগ ব্যবসা এখানে প্রমোট বা বিজ্ঞাপন দেওয়ার চেষ্টা করে।
তাই এখানে আজ “ফেসবুক মার্কেটিং কি” বা “ফেসবুক মার্কেটিং কাকে বলে“এগুলির সম্পর্কে জানবো।
মোবাইলে থেকে ইনকাম –
ফেসবুক মার্কেটিং কি?
ফেসবুক মার্কেটিং কি এর সম্পর্কে জানার আগে মার্কেটিং কি সেটা জানার দরকার।আমরা সবাই মার্কেটিং সম্পর্কে শুনিছি কেননা মার্কেটিং সব জিনিসের উপর হয়ে থাকে ও সব স্থানে লক্ষ করা যাই।
মার্কেটিং হচ্ছে কোনো একটি প্রোডাক্ট,সার্ভিস বা ব্যাবসার প্রচার বা প্রমোট জনবহুল কাছে কোনো একটি ক্রিয়াকলাপ দ্বারা হয়েথাকে তাকে মার্কেটিং বলা হয়।
মার্কেটিং সাধারণত দুই ধরণের হয় একটি হচ্ছে ট্রেডিশানল অফলাইনে মার্কেটিং আরেকটি অনলাইন মার্কেটিং।
ট্রেডিশনাল মার্কেটিং বিভিন্ন ম্যাগাজিন,নিউজ পেপার,পোস্টার,টিভি,রাস্তা ঘাট ,শপিং মল ইত্যাদি স্থানে এডভান্সমেন্ট দ্বারা হয়ে থাকে।
বিপরীতদিকে অনলাইন মার্কেটিং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক,ইনস্টাগ্রাম ইউটিউব,গুগোল এগুলোর মধ্যে হয়ে থাকে।তাই এটি ইন্টারনেটে অনলাইন প্লাটফর্মে হয় বলে একে ডিজিটাল মার্কেটিং বলা হয়।
ফেসবুক মার্কেটিং কত প্রকার ?
ফেসবুক মার্কেটিং সাধারণত দুই ধরনের হয় একটি হচ্ছে ফ্রি অর্গানিক ফেসবুক মার্কেটিং আরেকটি হচ্ছে পেইড ফেসবুক মার্কেটিং।
ফেসবুক পেইড মার্কেটিং খুবি জনপ্রিয়,পৃথিবীর নানান বিসনেস,কোম্পানি এই মার্কেটিং দ্বারা তাদের ব্যবসা গ্রো করতে সক্ষম হয়েছে।
ফেসবুক পেইড মার্কেটিং কি ?(Paid Facebook Marketing)
Paid Facebook মার্কেটিং দ্বারা কোনো পরিষেবা বা পণ্য দ্রুত গতিতে ফেসবুকে প্রোমোট করা যায়।আজ বিশ্বে সব ছোট থেকে বড় বিসনেস,কোম্পানি সবাই পেইড মার্কেটিং দ্বারা তাদের বিসনেস গ্রো করছে।
এই প্রোগ্রাম দ্বারা আপনি নিজের বিসনেসকে স্বল্প টাকার বিনিময়ে ফেসবুকে পেইড বিজ্ঞাপন চলাতে পারবেন।
এখানে আপনার পেইড বিজ্ঞাপন চালাতে একটি বিসনেস পেজার দরকার পরে,সেখানে যে সমস্ত সার্ভিস বা পোডাক্ট প্রোমোট করতে চান তার তথ্য,ছবি,ভিডিও ইত্যাদি সেখানে পোস্ট করতে হয়।
এবার আপনি যে প্রোডাক্ট/পরিষেবা একটি নির্দিষ্ট ক্যাটাগরি ইউসারকে দেখাতে চান,ফেসবুক সেই ধরণের ইউসারদের সেই বিজ্ঞাপন দেখাবে।
এখানে আপনার কাছে পুরো কন্ট্রোল থাকে।কোন স্থানে,কোন ধরণের লোকে আপনি টার্গেট করতে চান সেগুলো সবকিছু।
এছাড়া আপনার পেইড বিজ্ঞাপন গুলি কিরকম কার্যকর হচ্ছে তা সবকিছু এখানে দেখা যায়।এখানে এমন টুল আছে যার দ্বারা কোনো বিজ্ঞাপন ও কোন কোন স্থানে বেশি কার্যকার সব কিছু মনিটর করতে পারবেন।
টার্গেট পেইড বিজ্ঞাপনে যত বেশি লোককে দেখাতে চান তার খরচ তত বেশি হবে।এছাড়া বিজ্ঞাপন কোন স্থানে দেখাচ্ছেন সেটি নির্ভর করে।
কেন ফেসবুক মার্কেটিং করবেন?
ফেসবুক আছে বিশ্বের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম।কোটি কোটি ইউজার এটি ব্যবহার করে তাই ফেসবুকে প্রচার দ্বারা ব্যবসা মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে।
আজ কোম্পানি ও নানান বিসনেস নিজের ব্যাবসার মার্কেটিংয়ের জন্য ফেসবুকের মতো নানান সোশ্যাল মিডিয়ার সাহায্য নিচ্ছে।
সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্লাটফর্ম হচ্ছে এমন একটি মাধ্যম যার সাহায্যে মানুষের ঘরে ঘরে পোঁছে যাওয়া যায়।
এখানে ফেসবুকের মার্কেটিং স্ট্রাটেজি সাফল্যের পেছনে কিছু লক্ষণীয় কারণ আছে।
ফেসবুকের মধ্যে কোন একটি প্রোডাক্ট বা পরিষেবা প্রমোট করতে চাইলে ফেসবুক সেই পরিষেবা বা প্রোডাক্ট গুলি যারা পছন্দ করে সেই ইউজারদের সামনে পরিদর্শন করে।
এরফলে সেই ইউজারগন বিজ্ঞাপন গুলির উপর আকৃষ্ট হয়।এখানে বিজ্ঞাপন দাতাদের প্রমোট সফলতা পাওয়া চান্স অনেক বেড়ে যায়।
আপনার যদি কিছু টার্গেট অডিয়েন্স থাকে ও বাজেট খুবই অল্প তাহলে ফেসবুক বিজ্ঞাপনের জন্য সবথেকে ভালো মাধ্যম।
এবার আপনারা যারা ফেসবুক মার্কেটিং এর সাহায্যে বিসনেস,প্রোডাক্ট বা পরিষেবা প্রমোট করতে চান তাদের এই মার্কেটিং প্রোগ্রাম সম্পর্কে জানা দরকার।
পরবর্তী স্টেপে আমরা ফেসবুকে মার্কেটিং কোর্স গুলির সম্পর্কে জানবো।
ফেসবুক মার্কেটিং কোর্স কিভাবে করবেন?
ফ্রেন্ডস যেকোনো অনলাইন কাজ জানার আগে সেই ক্যাটাগরি সম্পর্কে ও তার আশপাশে সব কিচ্যু জানতে হবে।
সেইভাবে ফেসবুক মার্কেটিং সম্পর্কে জানার আগে মার্কেটিং কি,ডিজিট্যাল মার্কেটিং কি সবকিছু জানতে হবে।
ডিজিট্যাল মার্কেটিং একটি বিশাল বড় টপিক তারমধ্যে ফেসবুক,গুগল,ইমেইল মার্কেটিং একটি একটি ভাগ।
এখানে কোনো একটি মার্কেটিং সম্পর্কে জেনে ডিজিট্যাল মার্কেটিং সম্পর্কে ধারণা আসবে না।তাই যদি কোনো কোর্স করতে হয় তাহলে ডিজিটাল মার্কেটিং নিয়ে ডিপ্লোমা বা ডিগ্রী কোর্স করতে পারেন।
এরফলে ফেসবুক মার্কেটিং এর সঙ্গে অন্যান্য মার্কেটিং সম্পর্কে জানতে পারবেন।
এক্ষেত্রে আমি কোন institution থেকে ডিজিটাল মার্কেটিং নিয়ে ডিপ্লোমা বা ডিগ্রী কোর্স করার পরামর্শ দেব।
এছাড়া কিছু স্পেসাল institution থেকে শুধু ফেসবুক মার্কেটিং নিয়ে কোর্স করা যায়।
আপনার যদি কোন পেইড কোর্স করেত না চান তাহলে youtube থাকে ফ্রীতে ফেসবুক মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং নিয়ে নানান ভিডিও দেখতে শিক্ষা নিতে পারেন।
ফেসবুকে কিভাবে মার্কেটিং করবেন ?
যেকোনো মার্কেটিংয়ের একটি নির্দিষ্ট কৌশল আছে,একইভাবে ডিজিটাল মার্কেটিং যথা ফেসবুক মার্কেটিং করার নির্দিষ্ট কৈশল বা অনুসরণ করার প্রয়োজন।
দেখুন ফেসবুক মার্কেটিং খুব একটা কঠিন কাজ নই,এটি বরংবার প্র্যাকটিস করার পর আয়ত্তে চলে আসবে।
নিচে দেওয়া পয়েন্টগুলি সাহায্যে কিভাবে ফেসবুক মার্কেটিং করবেন তার একটা ধারণা পেয়ে যাবেন।
- মার্কেটিং করার আগে কি নিয়ে মার্কেটিং করতে চান সেই প্রডাক্ট থাকা দরকার।কোন একটি পরিষেবা, প্রডাক্ট,পণ্য,কোম্পানি ব্র্যান্ড,ওয়েবসাইট বা কোনো ব্যাবসায়িক পণ্য থাকতে হবে।
- ফেসবুকে মার্কেটিং করতে হলে আপনার অবশ্য একটি ফেসবুক পেজ থাকা বাধ্যতামূলক।
- এরপর ফেসবুক পেজটি সুন্দরভাবে সাজাতে হবে,সেখানে আপনার ব্যবসা সংক্রন্ত প্রোফাইল কভার ফটো ও একটি সুন্দর নাম দিন।
- ফেসবুক পেজের description box ও about সেকশনে ব্যবসা ও ব্র্যান্ড সম্পর্কিত সংক্ষিপ্ত লিখুন।
- ফেসবুক পেজে আপনার বন্ধু-বান্ধব পরিচিতি ও অন্যান্যদের ফলোয়ার সংখ্যা বারান।
- এছাড়া আপনার পরিচিতি ও বন্ধু-বান্ধবের কাছে ফেসবুক পেজটি লাইক ও ফলো করার জন্য অনুরোধ করুন।
- এরপর ফেসবুক পেজে কিছু লাইক সংখ্যা বাড়লে সেখানে ব্যবসা সংক্রান্ত রেগুলার পোস্ট করুন।এখানে ভিডিও,আর্টিকেল,শর্ট ভিডিও,ইমেজ ইত্যাদি রেগুলার পোস্ট দিয়ে পেজটি আপডেট করতে থাকুন।
- আস্তে আস্তে আপনার পেজে সেই সংক্রান্ত আগ্রহী ইউসার এর সংখ্যা বাড়তে থাকবে।
- উদাহরণস্বরূপ,কুকিং নিয়ে রেগুলার পোস্ট দিচ্ছেন যারা নতুন নতুন কুকিং টেকনিক শিখতে আগ্রহী ও কুকিং সম্পর্কে জানতে চায় তারা আপনার পোস্টটি লাইক ও পেজ ফলো করবে।
- এরসঙ্গে আপনার প্রোডাক্ট /পরিষেবা সম্পর্কিত জানতে ইচ্ছুক এমন ইউজার পাবেন,আর তাদের কাছ থেকে ভবিষ্যতে আপনি প্রোডাক্ট গুলি প্রমোট করতে পারবেন।
- এখানে প্রমোট করার আরেকটি রাস্তা হচ্ছে ফেসবুক পেইড ads দ্বারা কিছু টাকা খরচ করে নিজের পণ্য বিজ্ঞাপন দ্বারা প্রমোট করতে পারবেন।
ফেসবুক মার্কেটিং করার নিয়ম
প্রত্যেকটি মার্কেটিংয়ের একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি আছে।অফলাইন হোক বা ডিজিটাল মার্কেটিং মার্কেটিং যদি সঠিক স্ট্র্যাটেজি ফলো না করা হয় তাহলে শুধু পয়সা খরচ হবে মার্কেটিং হবে না।
ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য।এটি সঠিক ভাবে এপলাই করা জানলে তবেই ফল আসবে।
দেখুন ব্যবসা হচ্ছে একটু ধৈর্যমান কাজ ads ব্যবহার করে ফলপেতে একটু লেট হয়। এখানে ফেসবুক পেজ এমন ভাবে আপটুডেট রাখতে হবে যেটি আপনার ব্যবসা দীর্ঘমেয়াদী সাফল্যের কাজে অংশগ্রহণ করতে পারে।
ফেসবুক মার্কেটিং সম্পূর্ণ আপনি এই ব্যবসাকে দর্শকের কাছে কিভাবে উপস্থানা করছেন সেটি ফেসবুক পেজের বিভিন্ন পোস্ট সাক্ষ্য দিবে।
এই পোস্টগুলো এমন কনটেন্ট পোস্ট করুন যেখানে ইউজারদের আপনার পণ্যের পতি একটা ভরসা ও সেটি ক্রয় করার উৎসাহ জাগে।
ফেসবুক পেজের মধ্যে রেগুলার পোস্ট করতে থাকুন এবং ইউজারদের যেকোনো কোশ্চেন অথবা কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই সেগুলির উত্তর দিন।
অনেক ইউজার আপনার এডস দেখে কমেন্ট করতে পারে এটি কোথায় পাওয়া যাবে?কত দাম কিরকম গ্যারান্টি ওয়ারেন্টি?এই সমস্ত প্রশ্নের সমাধান করার দায়িত্ব আপনার।
এছাড়া fb পোস্টের মধ্যে ইউজারদের কাছে ফিডব্যাক নিন সেই প্রোডাক্ট গুলির রিভিউ দেখান তাতে অন্যান্য ইউজারদের আপনার প্রোডাক্টের প্রতি আকৃষ্ট হবে।
ফেসবুক মার্কেটিং এর কিছু সুবিধা
ফ্রেন্ডস,ফেসবুক হচ্ছে এক বৃহৎ মার্কেটিং প্লাটফর্ম,বহু লোকে ব্যবহার করে তাদের ব্যাবসা গ্রো করছে।তাই এই প্লাটফর্মের গুরুত্ব অপরিহার্য।
তবে আমরা নিচে এই মার্কেটিং প্লাটফর্মের সুবিধা গুলি দেখে নেব-
- ফেসবুক মার্কেটিং দ্বারা টার্গেট দর্শকের কাছে নিজের বিজ্ঞাপন প্রদর্শন করতে পারবেন।
- যেকোন ক্যাটাগরির প্রোডাক্টের উৎসাহী দর্শক এই প্লাটফর্মে বহু সংখক পাওয়া যাবে।
- আপনি যে লোকালয় বসবাস করেন এবং যে স্থানে মার্কেটিং করতে চান তার সব সুবিধে পাবেন।পৃথিবীর যেকোন প্রান্তে যেকোন স্থান থেকে মার্কেটিং করার সুবিধা পাওয়া যায়।
- অফলাইনে ট্রেডিশনাল মার্কেটিংয়ে বহু খরচ পড়ে,কিন্তু এই ধরনের অনলাইন মার্কেটিং অনেক কম খরচে প্রমোট করা যায়।
- ফেসবুক পেজের সাহায্যে আপনি দর্শকের সঙ্গে সবসময় সম্পর্ক স্থাপন করার সুবিধা পান।এরফলে দর্শকদের প্রশ্ন,জিজ্ঞেস ও অন্যান্য সমস্যাগুলি আলোচনা করার একটা প্ল্যাটফর্ম পাওয়া যায়।
- যারা নিজের ব্লগ ও ওয়েবসাইট,ইউটিউব চ্যানেলের মধ্যে দর্শক চাইছেন ফেসবুক পেইড ads দ্বারা সেখানে বহু ট্রাফিক পাওয়া যায়।
- এই মার্কেটিং নিজে একা একা বাড়িতে বসে করতে পাবেন।
ফ্রেন্ডস ছোট্ট করে ফেসবুক মার্কেট এর সুবিধাগুলো জানলাম।আশাকরি এই মার্কেটিং সুবিধাগুলি বুঝতে পেরেছেন।
আরও এই ধরণের আর্টিকেল পড়ুন :
উপসংহার
আজকাল যেকোন ব্যবসা নিজের এলাকায় গ্রো করার জন্য অনেকেই ফেসবুক মার্কেটিং এর সাহায্য নিচ্ছে।
শুধু ব্যবসা বা কোন পরিষেবাতে সীমিত নই,আপনি কোন ওয়েবসাইট,ব্লগ অথবা ইউটিউব এর জন্য ফেসবুক মার্কেটিং এর সুবিধা নিতে পারেন।
সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক বিশাল বড় একটা প্লাটফর্ম,যেখানে প্রত্যেক জেনারেশন ও বয়সের লোক পাওয়া যায়। তাই এখানে কোনো জিনিসের মার্কেটিং করলে তার সফলতার পাওয়ার চান্স অনেক বেশি।
দেখুন আজকের সময়ে ডিজিট্যাল মার্কেটিং হচ্ছে কোন জিনিস প্রমোট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আপনাদের কোন কিছু প্রমোট করার দরকার কলেজ ডিজিটাল মার্কেটিং অবশ্যই ব্যবহার করুন।এখানে সফলতা পাওয়ার চান্স অধিক।
তাই, আশা করছি “ফেসবুক মার্কেটিং মানে কি” এবং কিভাবে ফেসবুক মার্কেটিং করতে হয়?সেগুলো আপনারা বুঝতে পেরেছেন।
তবে, এই বিষয়ে কোনো প্রশ্ন বা সমস্যা বা থাকলে, আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করতে পারবেন।