মোবাইল দিয়ে টাকা আয় করার সেরা উপায়?(earn money from mobile 2022)
মোবাইল দিয়ে টাকা ইনকাম : বন্ধুগণ বাড়িতে বসে অনলাইনে আয় করার চিন্তাভাবনা করছেন,কিন্তু কোন কম্পিউটার বা ল্যাপটপ নেই?চিন্তা নেই,এই আর্টিকেলে আমরা মোবাইল দিয়ে টাকা আয় করার সেরা উপায় ও নিয়ম গুলো সম্পর্কে জানবো।(earn money from mobile)

হ্যাঁ,আপনি ঠিক ভেবেছেন মোবাইলকে কাজে লাগিয়ে ঘরে বসে ফুল টাইম ইনকাম কিভাবে জেনারেট করবেন তার পন্থা গুলি এই আর্টিকেলে আলোচনা করবো।
তাই এখানে জেনেনিন কিভাবে মোবাইল দিয়ে টাকা ইনকাম করা সম্ভব তার সহজ উপাই গুলো।
আপনারা অনেকেই ইউটিউব ভিডিও আর্টিকেল পড়েছেন কিন্তু সঠিক কোন মাধ্যম খুঁজে পাননি।
মোবাইল দিয়ে টাকা আয় করার জন্য আমি আজকে যে মাধ্যম বা নিয়ম গুলো বলবো সেগুলো আপনারা যেকেউ ব্যবহার করে ইনকাম করতে পারবেন।
ফ্রেন্ডস,এই আর্টিকেলটি তাদের সহায়তা করবে যারা ঘরে বসে মোবাইলে আয় শুরু করতে চান অথবা যেসকল লোক পার্টটাইম ইনকামের মাধ্যম খুঁজছেন তাদের সাহায্য করবে।
যে কোন ব্যাক্তি পৃথিবীর যেকোন স্থান থেকে এই মাধ্যম গুলি দ্বারা আয় করতে পারেন।একজন বিজনেসম্যান হোক বা প্রফেশনাল জব,অথবা বেকার বা স্টুডেন্ট এ গুলি সবার জন্য প্রযোজ্য।
যেকেউ এই অপরচুনিটি গুলি কাজে লাগিয়ে ভালো আর্নিং করতে পারবেন।সফল এবং স্বনির্ভর জীবনযাপন করতে মোবাইল থেকে আরিং জানতে আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।
মোবাইল দিয়ে টাকা ইনকাম কিভাবে করবেন।(Earn money from smartphone)
আজকাল প্রায় সবার কাছে স্মার্টফোন আছে এবং প্রত্যেকেই ইন্টারনেটের সঙ্গে যুক্ত রয়েছেন।আপনি স্মার্টফোন দিয়ে ইউটিউবে ভিডিও দেখেন,আর্টিক্যাল পড়েন,হোয়াটসঅ্যাপে চ্যাট করেন আরও বিভিন্ন ধরনের কাজ করেন।
কিন্তু সেই মোবাইল দিয়ে টাকা ইনকাম করা যায় তাহলে কেমন হবে সেটা বলুন তো?
এই ডিজিটাল নেটওয়ার্কিং জগতে অনলাইনে স্মার্টফোনের সাহায্যে ভারতবর্ষে হাজার হাজার লোক প্রচুর টাকা ইনকাম করছেন।
আপনাদের যদি মোবাইল থেকে অনলাইনে আয় করতে চান তাহলে নিচে কয়েকটি পয়েন্ট উল্লেখ করে উপাই গুই আলোচনা করবো সেগুলি ভালোভাবে পড়ুন।
মোবাইল দিয়ে টাকা আয় করতে কি কি লাগবে?
- মোবাইলে নানান কাজ করার জন্য ভালো স্মার্টফোন থাকা প্রয়োজন ।
- মোবাইল ফোনে ভালো ইন্টারনেট কানেকশন থাকা দরকার।
- ইন্টারন্যাশনালও ডোমেস্টিক কাজের পেমেন্ট বা টাকা গুলি তুলতে PayPal,Bank account ইত্যাদি প্রয়োজন হবে।
- প্রত্যেক দিন আপনার ফ্রি টাইম দিতে হবে।
- বিসনেস এড্রেস তৈরী করুন যেখানে-ইমেইল,ফোন নম্বর,হোম এড্রেস সব কিছু অ্যাড করুন।
- মোবাইলে বিভিন্ন কাজ করতে কয়েকটি ক্রিয়েটিভ apps এর প্রয়োজন পড়বে।যেমন -Snapseed
কিভাবে মোবাইলে কাজ করে টাকা ইনকাম করবেন?
ফ্রেন্ডস আর্টিকেল শুরু করার আগে প্রথমে কিছু কথা বলেদি।অনেক ভিডিও ও বহু আর্টিকেল পাবেন যেখানে বিভিন্ন ধরনের অ্যাপস ডাউনলোড করা
গেম ডাউনলোড করে খেলে, ভিডিও watch করে টাকা আয় করার কথা বলা হয়,এই ধরণের ভিডিও ইউটুবে ভুরি ভুরি।
এদের কাছে প্রচুর অ্যাপস,গেম এর প্রচার পাবেন, কিন্তু এগুলো বেশির ভাগই ফ্রড এগুলো দর্শকদের আকর্ষণীয় করতে ইউটুবে ভিডিও তৈরী করে থাকে।
সাধারণত এই টপিক গুলির ভিডিও দর্শকে বেশি দেখতে পছন্দ করে,সেই জন্য এধরণের ভিডিও বা আর্টিকেল তৈরী করেন।
তবে এখানে যে ইনফরমেশন গুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো সেগুলো ১০০% বিশুদ্ধ এবংএগুলি থেকে ইনকাম করতে হলে যথেষ্ট পরিশ্রম করতে হবে।
যাইহোক,আমি এটাই বলতে চাইছি যে,ওই ধরণের ইউটউব ভিডিও গুলি থেকে যতটা পারবেন দূরে থাকার চেষ্টা করবেন।
এখানে কয়েকটি অপরচুনিটি আপনাদের সঙ্গে শেয়ার করব,সেগুলোকে নিজের মধ্যে প্রয়োগ করে এই ডিজিটাল জগতে আশা করি সফল হতে সক্ষম হবেন।
ইন্টারনেট থেকে পয়সা ইনকাম করার দুটো রাস্তা আছে এই এই মাধ্যম অবলম্বন করে আয় করা যায়।
একটা হচ্ছে Short term আর একটা হচ্ছে Long term
shrot trem হচ্ছে স্বল্প সময়ের জন্য আয়। যেমন কোন গেম ডাউনলোড করলেন এবং সেই গেম খেলে মাসে কিছু পয়সা পেলেন এই ধরণের মাধ্যম গুলি shrot trem বলে থাকি।
আর দ্বিতীয়টা হচ্ছে long term যেখানে আপনি প্ল্যানিং করবেন ভাবনা-চিন্তা করে এগোবেন। কিন্তু এখানে পয়সা ও সফলতা অনেক বেশি,যেটা shrot trem থেকে অনেক গুন্ ভালো।
এই পোস্টে long term মাধ্যম আয় করার মেথড গুলি বেশি আলোচনা করবো তবে দু একটি shrot trem এর উপায় নিয়ে কথা বলা হবে।
১.ইউটিউব চ্যানেল থেকে আয়–
এই দ্রুত গতিতে বেড়ে চলা ইন্টারনেট ডিজিট্যাল জগতে সবথেকে বেশি গ্রোথ কোন জিনিসের মধ্যে হচ্ছে?সেটা হচ্ছে ভিডিও ইন্ডাস্ট্রি (video industry)
এই ভিডও ইন্ডাস্ট্রি খুবই দ্রুত গতিতে বাড়ছে।বর্তমানে দর্শক আর্টিকেল,টেক্সট,ফটোজ এই ধরনের কনটেন্ট থেকে ভিডিও কনটেন্ট এর প্রতি প্রচুর ঝুঁকছেন।
একটা তথ্য বা পরিসংখ্যা থেকে জানা যাই শুধু ইন্ডিয়াতে 26 কোটি মানুষ প্রত্যেক মাসে ইউটিউব ব্যবহার করেন।
মাত্র দুই বছরে টিকটক এর মতো প্লাটফর্মে কুড়ি কোটিরও বেশি লোক যুক্ত হয়েগেছে।আজ শুধু ইউটিউবে একমাত্র ভিডিও প্লাটফর্ম নেই,
ইউটিউব এর মতো টিকটক,ফেসবুক,স্ন্যাপচ্যাট আরো বিভিন্ন শর্ট ভিডিও সাইট আছে যেখানে কোটি কোটি মানুষ যুক্ত হচ্ছেন।
এই সব সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে ভিডিও রিভিউ দেখে মানুষ অনলাইন থেকে শপিং করছে,ভিডিও দেখে অনলাইন থেকে জ্ঞান অর্জন করছে।
এন্টারটেনমেন্ট এর মূল কেন্দ্র হচ্ছে এই সকল প্লাটফর্ম। এই প্লাটফর্ম গুলিতে মানুষ ব্র্যান্ডিং করছে প্রচার করছে এড দিচ্ছে।
এই সকল কাজ করে আজ বহু মানুষ ভিডিও তৈরী করে এই প্লাটফর্ম গুলো থেকে ভালো ইনকাম করছে।
ইন্টারনেটে এই বিশাল সংখক দর্শক এরজন্য কনটেন্ট তৈরি করে ভালো আর্নিং করার অপচরনাটি পাওয়া যাই।
সেই জন্য আপনার কোন কম্পিউটার বা ল্যাপটপের এর দরকার নেই,শুধু একটি মোবাইল থেকে এই যাত্রা শুরু করতে পারবেন।
যে ফিল্ডে এক্সপার্ট,স্টুডেন্ট বা শিক্ষক,জব যাই করেন না কেন আপনার মধ্যে যা নলেজ আছে সেটাই ভিডিও বানিয়ে পাবলিকের সঙ্গে শেয়ার করুন।
যেমন –আপনি ভালো সায়েরি বলে মানুষকে এন্টারটেইনমেন্ট করাতে পারেন।কমেডি করে মানুষকে হাসাতে পারেন,গান গাইতে পড়েন, কুকিং এর ভিডিও বানিয়ে নিজের এক্সপেরিয়েন্স কে ভিডিও দ্বারা শেয়ার করুন।
ইউটুবে চ্যানেল মনিটাইজেশন করে আপনার বানানো ভিডিও গুলোতে বিভিন্ন কোম্পনির বিজ্ঞাপন দেখানো হবে।
যার ফলে সেই ভিডিও গুলি ভিউ ভালো টাকা আয় করা যায়।
যদি নিজের চ্যানেলটিকে এই প্লাটফর্মে জনপ্রিয় করে তুলতে পারেন,তাহালে বিভিন্ন মাধ্যমে টাকা ইনকাম করা যাই।যেমন-
- এডসেন্স
- প্রোডাক্ট বিক্রিয়
- অ্যাফিলিয়েট মার্কেটিং
- পেইড প্ররোমশন
- পেইড রিভিউ
ইউটউব ছাড়া আরো বিভিন্ন প্লাটফর্ম আছে যেখানে বিভিন্ন ভিডিও কনটেন্ট বানিয়ে আয় করা যায়।যেমন-Uscreen,Patreon,Facebook,Twitch
এখানে আমি সাজেস্ট করবো আপনারা একটি ইউটুবে চ্যানেল তৈরী করুন এবং খুব তারাতারি সেখানে ভিডিও আপলোড করতে শুরু করুন।
ইউটউব চ্যানেল কিভাবে খুলবেন,মোবাইল থেকে ইউটউব এর ভিডিও কিভাবে এডিট করবেন, তার বিস্তারিত টিউটোরিয়াল এর লিংক নিচে দেওয়া হলো-
- কিভাবে একটি ইউটউব প্রফেশনাল youtube চ্যানেল খুলবেন জেনে নিন
- একটি নুতুন ইউটিউব চ্যানেল থেকে কিভাবে ইনকাম করবেন জেনে নিন
- মোবাইলে ভিডিও এডিটিংকরার সেরা ১০টি এন্ড্রয়েড apps
২.অনলাইন ইনকাম অ্যাপ:
মার্কেটে বহু মোবাইল অ্যাপ আছে যার মাধ্যমে shrot trem আয় করতে পারেবন,যেমন গেম খেলে বা কোনো সার্ভে ফিল করে শর্ট টাইমে কিছু এক্সট্রা পয়সা পকেটে ভরতে পারেন।
গুগল প্লে স্টোরে গেলে মোবাইলে ইনকাম করার বহু apps পেয়ে যাবেন। শুধু Google Play store গিয়ে online income apps লিখে সার্চ দিন তাহলে বহু apps সাজেস্ট করবে।
এই ধরনের অ্যাপস গুলো থেকে তেমন ভালো আর্নিং করতে পারবেন না।এই অ্যাপের পিছনে যতটা সময় নষ্ট ও পরিশ্রম করবেন সেই সময় হিসাবে টাকা returnআসে না।
তবে কিছু apps আছে যেগুলো থেকে ভালো টাকা return পাওয়া যা ,তার জন্য আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে।
নিচে আমি দুই ধরনের অ্যাপ সম্পর্কে বলব,সেই অ্যাপস গুলো ব্যবহার করে শর্ট টাইম ও লং টার্মে ইনকাম জেনারেট করতে পারবেন।
Meesho app
মিশো একটা ভারতের বৃহতম রিসেলিং ও শপিং অ্যাপ।এখানে আপনি ফ্যাশন ও হোম প্রোডাক্ট গুলো হোয়াটস্যাপ রিসেলকরে ইনকাম করতে পারবেন।
Meesho এরমধ্যে বহু ফ্যাশন ও হোম প্রোডাক্ট পাবেন,গুগল প্লেস্টোর থেকে এই app টি ডাউনলোড করুন।
app এর ভিতরে বহু প্রোডাক্ট দেখতে পাবেন,এখানে প্রোডাক্ট সিলেক্ট করে হোয়াটস্যাপে শেয়ার করুন নিজেদের পরিচিতিদের সঙ্গে।
কেউ সেই প্রোডাক্টটি নেওয়ার ইচ্ছা প্রকাশ করলে তাকে আপনার মুনাফা রেখে দাম দিন। এখানে মেসো সেই প্রোডাক্টটি গ্রাহকের কাছে সেই দামে পোঁছে দিবে।
মানে এখানে কোন প্রোডাক্ট মেসোতে ১০০ টাকা দেখালে সেটা ১৫০,২০০ টাকায় রিসেল করতে পারবেন।এখানে আপনার ৫০-১০০ টাকা মুনাফা।
Meesho সম্পূর্ণ ফ্রি অ্যাপ,আপনারা অ্যান্ড্রয়েড মোবাইলে প্লেস্টোর থেকে ডাউনলোড করতে পারবেন।
প্লে স্টোরে এই অ্যাপটি 100 মিলিয়ন ডাউনলোড হয়ে গেছে, এবং এর রেটিং প্রায় 4.4। এই অ্যাপ এর সাহায্যে long term মাসে 20 হাজার টাকা পর্যন্ত মোবাইলে আয় করতে পারবেন।
ফ্যান্টাসি গেম অ্যাপ:
বিভিন্ন ফ্যান্টাসি মোবাইল অ্যাপ ইন্টারনেটে মজুদ রয়েছে এবং কিছু আপা সম্পর্কে আপনারা অনেকেই জানেন।
এই অ্যাপ গুলো থেকে শর্টাম ইনকাম জেনারেট করা যায়।
আপনি যদি ক্রিকেট,ফুটবল বা অন্যান্য গেম খেলতে পছন্দ করেন,তাহলে এই ফ্যান্টাসি অ্যাপ গুলো দ্বারা ইনকাম করতে পারবেন।
এটা পুরোপুরি ইন্ডিয়াতে লিগেল এবং যদি খেলেন তাহলে অবশ্যই এখান থেকে আয় করা সম্ভব।আমি নিচে কয়েকটি অ্যাপ এর নাম বলে দিচ্ছি সেগুলো চেক করতে পারেন-
- MyTeam 11
- Fantasy Power11 App
- Dream 11
- Howzat
- My11Circle
- (BONUS) KhelChamps Fantasy
- ProSports11
- PlayerzPot Fantasy
Instagram app –
ইনস্টাগ্রাম একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া app.এখানে কিভাবে আর্নিং করবেন জেনেনিন।ইনস্টাগ্রামে ভালো ভালো পোস্ট শেয়ার করতে হবে,আস্তে আস্তে আপনার ফলোয়ার্স পারবে তখন এখানে বিভিন্ন স্পন্সরশিপ পাবেন সেখান থেকে আয় করতে পারবেন।
Facebook app –
জিহাঁ ইউটিউব এর মতো এখানেও ভিডিও পাবলিশ করে লং ট্রামে প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন।
Shop 101 –
এটাও একটা রিসেলিং অ্যাপ,আপনি চেক করতে পারেন তবে Meesho এর সঙ্গে যদি এর পার্থক্য করেন তা আমি বলব Meesho অ্যাপ বেশি ভালো ও জনপ্রিয়। তবে আপনারা এটা একবার ডাউনলোড করে দেখুন।প্লেস্টোরে পেয়ে যাবেন 5 মিলিয়নের ডাউনলোড হয়েছে।
৩.অনলাইন ইনকাম সাইট
Swagbuck website: Swagbuck একটি ওয়েবসাইট যেটি মোবাইল ফোন থেকে ওপেন করা যায়।প্লেস্টোর থেকে এর app ইনস্টল করতে পারবেন।
এই সাইটে অনেক গুলো সার্ভে পাবেন যে গুলো পূরণ করলে তার বদলে কিছু পয়সা পাওয়া যায়।
তবে এর পরিমাণ খুব বেশি না, হ্যাঁ অবশ্য এখানে শর্ট টাইম কিছু টাকা ইনকাম করতে চাইলে দেখতে পারেন।
UC Media :ইউসি মিডিয়াতে একটি অ্যাকাউন্ট খুলুন ওখানে ব্লগিং এরমত আর্টিকেল পোস্ট করতে পারেন।
ইউসি ব্রাউজার একটা জনপ্রিয় প্লাটফর্ম,এটি ওপেন করলে নিউজ অউটলেট গুলা দেখা যায়।
ওখানে আর্টিকেল post করতে পারেন,যত লোকে সেই নিউজ বা আর্টিকেল পড়বে তত বেশি ইনকাম করতে পারবেন।
OLX এবং QUIKR থেকে ইনকাম করুন?
ফ্রেন্ডস,OLX এবং QUIKR থেকে ভালো ইনকাম করা যায়।হয়তো আপনার চিন্তা হতে পারে যে,এই app গুলো থেকে আবার কিভাবে আয় হয়?
ফ্রেন্ডস,OLX এবং QUIKR থেকে প্রোডাক্ট সস্তায় কিনে সেগুলো আবার মুনাফা রেখে অন্য ক্রেতাকে বিক্রি করে দিতে পারেন।
একটা উদাহরণ দিয়ে বুঝেনিন-
ধরুন QUIKR এরমধ্যে একটা ফোন দেখলেন যেটা 10 হাজার টাকা দাম,আপনি সেই প্রোডাক্টটা OLX এ 12000 টাকা দিয়ে লিস্ট করে দিন।
যদি কোন ব্যক্তির ওটা কিনার ইচ্ছা রাখে তাহলে আপনি QUIKR এর কাছে কিনে কিছু মুনাফা রেখে সেটা বিক্রয় করে দেবেন।
একটি সিম্পল কাজ করে ১-২ হাজার টাকা আয় করে নিতেপাবেন।আর এর জন্য কোন কম্পিউটার এর দরকার নেয়,মোবাইল থাকলেই যথেষ্ট।
৪.আর্টিকেল লিখে টাকা আয় করুন:-
ব্লগিং করে টাকা উপার্জন একটা ভালো মাধ্যম।এখানে কোন ইনভেস্টমেন্ট দরকার পরে না,আপনি মোবাইলে blogger.com ভিসিট করুন অথবা ব্লগার অ্যাপ ইন্সটল করে সেখানে নিজের একটি অ্যাকাউন্ট বানান।
অ্যাকাউন্ট তৈরী হয়ে গেলে আর্টিকেল লেখা শুরু করুন আপনি বাংলা,হিন্দি,ইংরেজিতে যেকোনো ভাষাতে আর্টিকেল লিখে পোস্ট করতে পারেন।
এছাড়া আপনারা ডোমেইন ও হোস্টিং ক্ৰয় করে wordpress একটি ওয়েবসাইট বানাতে পারেন। এর জন্য কিছু পয়সা খরচ হবে।
আস্তে আস্তে ব্লগে ভিসিটর আসবে,আর্টিকেল গুলো যত বেশি দর্শকে পড়বে আপনার এড দ্বারা তত বেশি ইনকাম হবে।
বহু মানুষ আজ ব্লগারে বা ওয়ার্ডপ্রেসে সাইটে আর্টিকেল লিখে হাজার হাজার ডলার মাসে আয় করছেন।
এটি একটা ফুল টাইম প্যাসিভ ইনকামের রাস্তা,যারা আর্টিকেল লিখতে ইন্টারেস্ট তারা এই মেথুড এপলাই করতে পারেন।
অবশেষে এটাই বলবো মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে হলে ব্লগ তৈরী একটি ভালো মাধ্যম।
৫.অ্যাফিলিয়েট প্রোগ্রাম দ্বারা আয় করুন ?
বন্ধুরা হয়তো অনেকেই আফিলিয়েট প্রোগ্রাম সম্পর্কে ধারণা নেই,একটি ছোট সংজ্ঞা দ্বারা জেনেনিন-
ইন্টারনেটের মধ্যে বহু ই কমার্স সাইট আছে তাদের প্রোডাক্ট অনলাইন সেলকে বাড়ানোর জন্য একটা প্রোগ্রামটি ব্যবহার করে যেটিকে affiliate প্রোগ্রাম বলা হয়।যেমন অ্যামাজন, ফ্লিপকার্ড, মিন্ত্রা ইত্যাদি।
এই প্রোগ্রামে যদি যুক্ত হয়ে তাদের প্রডাক্ট গুলো শেয়ার করতে হবে।সেই প্রডাক্ট কিনলে তার কিছু পরিমান কমিশন পাবেন।
অ্যাফিলিয়েট প্রোগ্রাম কমিশন ভিত্তিতে কাজ করে।আপনারা আরো বিস্তারিত জানতে এই টিউটরিয়ালটি পড়ুন (click hare)
বাড়িতে বসে অ্যাফিলিয়েট প্রোগ্রাম দ্বারা অনলাইনে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেবন।
৬.ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম :
ফ্রেন্ডস আজকাল ফ্রিল্যান্সিং করে বহু যুবক আয় করতে সক্ষম।আপনারা স্কিল মূলক কাজ করে এই প্লাটফর্ম থেকে পয়সা কামিয়ে নিতে পারবেন।
অনলাইনে প্রচুর ফ্রিল্যান্সিং সাইট রয়েছে তবে তাদের মধ্যে Fiverr ও upwork খুব জনপ্রিয়।আপনারা এখানে মোবাইলে নানান কাজ করতে পারবেন।
প্রথমে একটি প্রোফাইল বানান ফাইবার ও upwork এর app থেকে করতে পারবেন।এরপর কনটেন্ট রাইটিং,ফটোশপ,সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এর সাথে জড়িত সকল কাজ গুলো মোবাইলে করতে পারবেন।
ফ্রিল্যান্সিং থেকে কিভাবে আয় করবেন সেটা জানতে হলে এখানে জেনেনিন (click hare)
আজকে আমরা কি শিখলাম,
ফ্রেন্ডস,এই পোস্টে আমরা আজ মোবাইল দিয়ে টাকা ইনকাম মেথড গুলো নিয়ে আলোচনা করলাম।এখানে আলোচনা মেথড গুলো নিয়ে একটু ভাবনা চিন্তা ও রিসার্চ করুন করুন।দেখুন কোন মাধ্যমে আপনি মোবাইলে আয় করতে সক্ষম হবেন।
এই পোস্টে অনেক গুলো কাজ নিয়ে আলোচনা করা হয়েছে,যেটাতে আপনার দক্ষতা সেটা আর বিস্তারিত রিসার্চ করুন।
ইউটউবে অসংখ ভিডিও পেয়ে যাবেন,সেখানে হেল্প নিতে পারেন।এখানে যে অ্যাপস বা ওয়েবসাইট গুলোর সম্পর্কে বলা হলো সেগুলো থেকে অনেকেই বসে পার্ট-টাইম হিসাবে কাজ করে online income করছে।
আপনারা চেষ্টা করুন অবশই সফল হবেন।আমরা লেখা earn money with smartphone পোস্ট কেমন লাগলো অবশই কমেন্ট করে জানান।
Nice
tanjimsomrat444@gmail.com
অনেক তথ্যবহুল লেখা। অনেক ধন্যবাদ সুন্দর লেখার জন্য। আমি নিজেও এই ধরণে বিষয় নিয়ে লেখালেখি করছি।
Join
Hum
20/01/2021
অনক সুন্দর পোষ্ট করেছেন,
সুন্দর লেখা
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Nice ideas, I can do it.
This Article is really helpful
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Hmm
Yes
এই গুরুত্বপূর্ণ পোস্টটি করার জন্য আপনাকে <a href=”https://JukeFun.blogspot.com”> ধন্যবাদ</a>
https://www.techjaman.com/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%af%e0%a6%bc/#comment-727
Hobe
Mdmorodislam@