সিপিএ মার্কেটিং কি?CPA Marketing এর কাজ কি?
সিপিএ মার্কেটিং কি:-আজকাল অনলাইনে আর্নিং করার অনেক মাধ্যম,যারমধ্যে এফিলিয়েট মার্কেটিং অন্যতম।এফিলিয়েট মার্কেটিং এরসঙ্গে যুক্ত থাকলে “CPA Marketing” সম্পর্কে অবশ্যই জানা দরকার।
এখানে আমরা CPA Marketing কি এবং cpa marketing এর কাজ,লাভ ও আয় নিয়ে আলোচনা করবো।
এফিলিয়েট মার্কেটিং এর মতই সিপিএ মার্কেটিং একটি অনলাইন মার্কেটিং প্রণালী তবে এটি এফিলিয়েট মার্কেটিং থেকে সম্পূর্ণ আলাদা।
আমরা আগেই জেনেছি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে যেটি ইন্টারনেট মার্কেটিংও বলা হয়।cpa marketing হচ্ছে সেই ইন্টারনেট মার্কেটিং এর একটি অংশ।
আপনারা সিপিএ মার্কেটিং সম্পর্কে জানার আগে ডিজিটাল মার্কেটিং কি সেটি জানুন,তাহলে বুঝতে সুবিধে হবে।
সিপিএ মার্কেটিং হচ্ছে এফলিয়েট মার্কেটিংয়ের একটি ধরণ,এফলিয়েট মার্কেটিংয়ের মত প্রোডাক্ট প্রমোট করে বিক্রি করে আয় করার প্রয়োজন নেই।
সিপিএ মার্কেটিং ক্লিক করার পরিবর্তে আর্নিং হয়ে থাকে।এখানে মাধ্যম হিসেবে যেকোনো বিজ্ঞাপন,ছবি অথবা লিংক হতে পারে।
কোন একটি ওয়েবসাইটে যেখানে বহু ট্রাফিক বা দর্শকের ভিড় জমে সেখানে প্রত্যেকটি বিজ্ঞাপনের ওপর ক্লিক এফলিয়েট মার্কেটিং রূপে কাজ।
এখানে সেই ওয়েবসাইটে অথবা প্লাটফর্মে কোন কিছু বিক্রি করার দরকার নেই।এখানে বিজ্ঞাপন দ্বারা মার্কেটিং হয়ে থাকে।
ফ্রেন্ডস আপনারা যদি কোন একটি ব্লগ অথবা ওয়েবসাইট চালাচ্ছেন অথবা প্রফেশনাল ক্যারিয়ার করার চিন্তা-ভাবনা করছেন তাহলে সিপিএ মার্কেটিং সম্পর্কে অবশ্যই জানা দরকার।
নিচে এই মার্কেটিং কি,কিভাবে কাজ করে ,সিপিএ মার্কেটিং থেকে আয় সেই সব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
CPA marketing কি ?(what is CPA marketing in Bangla)

CPA এর ফুল মানে হল “cost per action” বা “cost for action” এটি একধরণের এফিলিয়েট মার্কেটিং মডেল যেটি কোন কাজ সম্পূর্ণ করার পরিবর্তে কমিশন দেই।
এই সিপিএ মার্কেটিং প্রণালী ব্যবহার করে একজন বিজ্ঞাপন দাতকারী পাবলিশদের পে করে যখন কোনো কাস্টমার কোনো একটি কাজ সম্পূর্ণ করে।(যেমন একটি sale করা )
এটি যেকোনো ধরণের কাজ হতে পারে,কোনো জিনিস ক্রয় থেকে ভিডিও দেখা,একটি ফর্ম পূরণ করা আরও নানান ধরণের কাজ।
সিপিএ মার্কেটিং ইন্টারনেটে বিজ্ঞাপন দিতে বিভিন্ন বিসনেস দেড় সাহায্য করে থাকে।এই মার্কেটিং প্রণালী দ্বারা বিভিন্ন বিসনেস তাদের সার্ভিস,প্রোডাক্ট,নানান অফার,গুলি মার্কেটে প্রচার করতে বিভিন্ন বিজ্ঞাপন দাতকারী ও পাবলিশদের সাহায্য নিয়ে থাকে।
সিপিএ মার্কেটিং কিভাবে কাজ করে?
CPA মার্কেটিং একটি সিম্পল মেথডে কাজ করে,একবার বুজে নিলে এই মার্কেটিং প্রণালী সম্পর্কে ধারণা চলে আসবে।
ধরেনিন সনি বলে ব্লাগারের একটি টেকনোলজি ব্লগ আছে,যেখানে রেগুলার ভালো সংখক পাঠক আর্টিকেল পড়তে আসে।
সনি সেই ব্লগে রেগুলার নুতুন নুতুন টেকনোলজি সম্পর্কিত আর্টিকেল পাবলিশ করতে থাকে,সেই সঙ্গে কিছু ব্রান্ড ও প্রোডাক্টের প্রচার করে থাকেন।
এখানে এমন কিছু ডিভাইস ও সার্ভিস আছে যেগুলি সনি তার ব্লগে রেগুলার প্রমোট করে থাকেন। কিছু দর্শক ইন্টারেস্টেড হয়ে সেগুলি ক্রয় ও করে থাকেন।
এরকম একটি সার্ভিস ওয়েব হোস্টিং কোম্পানি যেটি সনি প্রমোট করে।
এখানে সিপিএ নেটওয়ার্কের সাহায্যে সনি ও সেই হোসিং কোম্পানি একসঙ্গে কাজ করার সুযোগ হয়।
এখানে সানি তার ব্লগ থেকে যত অডিয়েন্স রেফারেল লিঙ্ক দ্বারা ওই হোস্টিং কোম্পানির কাছে পাঠাবে সানি তার কিছু কমিশন পাবে।
একইভাবে সানির ব্লগ থেকে আসা দর্শকদের হোস্টিং সার্ভিস বিক্রয় করে সেই কোম্পনি প্রফিট করবে। এই পুরো প্রসেসটি সিপিএ নেটওয়ার্ক দ্বারা কাজ করে।
সিপিএ মার্কেটিং এর কাজ কি?
আমরা উপরেই জেনেছি এই মার্কেটিং কিভাবে কাজ করে বা এর কাজ কি। তবুও সিপিএ মার্কেটিং এর কাজ গুলোর সম্পর্কে একটু জেনেনি।
দেখুন ইন্টারনেটর মধ্যে বহু বিজ্ঞাপনদাতা কোম্পানি রয়েছে যেমন গুগল,ফেসবুক,এই কোম্পানি গুলোর সঙ্গে বিভিন্ন বিসনেস ও ব্র্যান্ড জড়িত আছে।
যখন সেই বিসনেস গুলোর তাদের প্রোডাক্ট বা কোনো সার্ভিসের প্রমোট করার দরকার পরে তখন তারা এই বিজ্ঞাপনদাতা কোম্পানি সেই প্রচার করেথাকে।
এই বিজ্ঞাপনদাতা কোম্পানী গুলিকে আমরা “আফিলিয়েট নেটওয়ার্ক” অথবা “সিপিএ নেটওয়ার্ক” বলে থাকি।
ফ্রেন্ডস ,আপনার যদি কোন ওয়েবসাইট,ব্লগ অথবাকোন এপ্লিকেশন রয়েছে এবং আপনি ডিজিটাল মার্কেটিং এর সাহায্য নিয়ে আর্নিং করতে চান তাহলে একটি CPA নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে পারেন।
ইন্টারনেটে বহু ভালো ভালো সিপিএ ও এফলিয়েট আছে যেখানে একাউন্ট তৈরী করে publisher হিসেবে কাজ করতে পারবেন।
মোবাইলে থেকে ইনকাম –
সিপিএ মার্কেটিং করতে কি কি লাগে?
সিপিএ মার্কেটিং হচ্ছে ডিজিটাল মার্কেটিং একটি অংশ এই মার্কেটিংকে অ্যাফিলিয়েট মার্কেটিংও বলা যায়।অনলাইনে ইন্টারনেটের সাহায্য করতে হয় তাই একটি কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ থাকা বাধ্যতামূলক।
- সিপিএ অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হলে একটি ওয়েবসাইট, ব্লগ,অ্যাপ্লিকেশান, ফেইসবুক পেজ বা এই ধরনের কোনো অনলাইন প্ল্যাটফর্মের প্রয়োজন পরে।
- ইন্টারনেটে ভালো ভালো cpa নেটওয়ার্ক আছে যেগুলির সঙ্গে যুক্ত থাকা দরকার।যেমন -MaxBounty,CrakRevenue,ClickDealer ইত্যাদি।
- যে প্লাটফর্মে সিপিএ নেটওয়ার্ক ব্যবহার করতে চান সেখানে ভালো ট্রাফিক থাকা দরকার।
- নিজের অনলাইন প্ল্যাটফর্ম এরমধ্যে সিপিএ নেটওয়ার্ক গুলির কাজ প্রচার করে ইনকাম শুরু করুন।
সিপিএ মার্কেটিং করতে সেরকম কিছু প্রয়োজন পরে না,শুধু মার্কেটিং নেটওয়ার্ক গুলো থেকে কাজ নিয়ে নিজের ব্লগ বা ওয়েবসাইটে প্রমোট করুন।এখানে দর্শকদের সেগুলি প্রভাবিত করতে বিভিন্ন পজেটিভ নেগেটিভ দিক গুলি তুলে ধরতে হবে।
CPA মার্কেটিং এর লাভ
ফ্রেন্ডস,আপনার যদি একটি ওয়েবসাইট বা ব্লগ থাকে এবং সেটি থেকে আরনিং করার মাধ্যম খুজছেন তাহলে CPA মার্কেটিং একটি ভালো অপসন।অবশ্য এখানে ভালো ট্রাফিক আসা দরকার।
ওয়েবসাইটের মধ্যে ভালো ভিসিটর আসলে cpa মার্কেটিং খুব কার্যকরী হয় সেটা প্রমাণিত হয়েছে।
- CPA মার্কেটিং করতে খুব বেশি পয়সার দরকার নেই,এটি অল্প পয়সাতে কার্যকরী করা যায়। এখানে শুধু একটি CPA নেটওয়ার্কের প্রয়োজন পরে।
- যদিও CPA মার্কেটিং একধরণের এফিলিয়েট মার্কেটিং তবে এখানে প্রোডাক্ট বিক্রয় করার পর কমিশন আসবে সে ধরণের কোন কাজ করতে হয় না।শুধু ক্লিক অথবা ডিসপ্লে করিয়ে আর্নিং করা যায়।
- Pay per download/Pay per lead/Pay per sal এ ধরনের অফার,সাইন আপ,ইমেইল সাবমিট,সফটওয়্যার ডাউনলোড,গেমস ডাউনলোড CPA মার্কেটিং দ্বারা হয়ে থাকে।
সিপিএ মার্কেটিং থেকে আয়
বর্তমানে বহু ব্লগার, ইউটিউবাররা এই মার্কেটিং প্রণালী ব্যবহার করে প্রচুর টাকা ইনকাম করছেন। অনেক পেশাদার সিপিএ মার্কেটের মাসে ৪০০০$ প্রযন্ত আয় করে থাকেন।
এটা সম্পূর্ণ সেই ব্যাক্তির উপর নির্ভর করে। অনেকই এই মার্কেটিং দ্বারা হাজার হাজার ডলার আয় করে থাকেন।
অনলাইনে বহু মাধ্যম আছে আয় করার,তারমধ্যে সিপিএ মার্কেটিং একটি উত্তম মাধ্যম। এখানে আপনার দক্ষতা বৃদ্ধি পেলে ইনকামের ওপচারনাটি অনেক বেরে যাই।
এখানে অনেকেই জানতে চাই কিভাবে সিপিএ মার্কেটিং করে টাকা আয় করবো ? তার কিছু সহজ উপায় আমি বলে দিচ্ছি।
- সিপিএ মার্কেটিং থেকে যায় করতে হলে আপনার একটি অনলাইন প্লাটফর্ম থাকা চাই যেমন -blog, website বা application
- এবার সেই প্লাটফর্মে ভালো সংখক ইউসার বা ভিসিটির আসা চাই।
- নেক্সট একটি ভালো সিপিএ নেটওয়ার্কে রেজিস্টার হয়েযান তারপর তাদের বিজ্ঞাপন গুলো আপনার প্লাটফর্মে(blog, website বা application) প্রচার করুন।
- এবার দর্শক সেই বিজ্ঞাপন দেখে ও ক্লিক করার পরিবর্তে আপনার আয় হবে।
এখানে বিভিন্ন সিপিএ নেটওয়ার্ক নানান রেট দেই। এড ক্লিক করার পরিবর্তে $0.10 থেকে $10 মধ্যে দেওয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে $50 হতে পারে।
আমাদের শেষ কথা ?
ফ্রেন্ডস,আজকে এই আর্টিকেলে “সিপিএ মার্কেটিং কি”,CPA Marketing এর কাজ কি সেই সম্পর্কে জানলাম।
এই মার্কেটিং প্রণালী সাধারানত যাদের ওয়েবসাইট বা app আছে তাদের বিজ্ঞাপন দ্বারা উপার্জন করতে সাহায্য করে।
আপনারা যদি এই রকম একটি প্লাটফর্ম থাকে ও সেখানে ভালো ট্রাফিক আসে তাহলে সেই সিপিএ নেটওয়ার্কে যুক্ত হয়ে ভালো আয় করতে পারবেন।
এই রকম একটি ভালো এড নেটওয়ার্ক হলো – google adsense
আরও এই ধরণের আর্টিকেল পড়ুন :