স্ক্রিল একাউন্ট কি? skrill একাউন্ট খোলার নিয়ম?(2021)
স্ক্রিল একাউন্ট কি: ফ্রিল্যান্সিং কাজে এখন বহু ইয়ং ছেলেমেয়ে নিজেকে নিযুক্ত করছেন (ফ্রিল্যান্সিং কি না জানলে পড়েনিন )।এবার যারা নুতুন ফ্রীলান্সার কাজে যুক্ত হন,অনেক সময় পেমেন্ট নিতে অসুবিধেই পড়েন।কেননা অনেক ওয়েবসাইট Paypal বা Payonner এর সঙ্গে skrill দ্বারা পেমেন্ট দেই।আবার কিছু ফ্রিল্যান্সিং ওয়েবসাইট আছে, তারা শুধু skrill পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে।তাই এই আর্টিকেলে আমরা skrill একাউন্ট খোলার নিয়ম বা প্রসেস জেনেনেব সঙ্গে কিভাবে একাউন্ট ভেরিফাই করতে হয় সেটাও দেখবো।

বহিরবিশ্ব থেকে আমাদের ব্যাঙ্ক একাউন্টে পেমেন্ট নিতে অনেক কয়েকটি প্রাইভেট সংস্থা সাহায্য করে।এর মধ্যে কিছু ইন্টারন্যাশনাল বিশ্বাসযোগ্য সংস্থা আছে, যেগুলো খুব নামকরা যেমন Paypal,Payonner, skrill।
আমরা যেমন ইন্ডিয়াতে paytm,phone pe,google pay ব্যবহার করি,ঠিক সেইভাবে আপনি ওই পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে যেকোনো দেশ থেকে ডলার,ইউরো,পাউন্ড নিতেও দিতে পারবেন।আর ওই পেমেন্ট খুব সহজে যেকোনো ব্যাঙ্ক একাউন্টে Withdraw হয়েযাই।
- PayPal একাউন্ট খুলুন খুব সহজে?
- Payoneer একাউন্ট খুলুন খুব সহজে?
- ২ মিনিটে কিভাবে বিকাশ পার্সোনাল একাউন্ট খুলবেন।
স্ক্রিল(skrill)একাউন্ট খোলার নিয়ম ?
প্রথমেই বলে রাখি,স্ক্রিলে একাউন্ট খুলতে হলে আপনার একটা ইমেইল id ও কিছু ডকমেন্টস এর প্রয়োজন পড়বে।(Passport, Identity card, ড্রাইভিং license) এগুলির মধ্যে যেকোনো একটা থাকা প্রয়োজন।
তাহলে, চুলুন দেখেনি কিভাবে একটি নতুন একাউন্ট খুলবেন-
প্রথমে এই লিঙ্কে যানঃ www.skrill.com
স্ক্রিল এর হোমপেজে খুললে সেখানে ২টি অপসন দেখতে পাবেন (Personal ও Business).আমরা এখানে যেহুতু পার্সোনাল একাউন্ট খুলছি তাই পার্সোনাল (Personal) সিলেক্ট করে রেজিস্টার (register) এ ক্লিক করুন।

এবার,একটা রেজিস্টার ফ্রম ওপেন হবে সেটা ফিলআপ করুন।এখানে আপনার নাম (যেটা আপনার ডকমেন্ট আছে সেটাই দিবেন)
তাপরে,countery (দেশের নাম) curency এখানে usd,euro সিলেক্ট করতে পারেন।তারপর আপনার ইমেইল,পাসওয়ার্ড(৮ অক্ষের বা তার বেশি দিবেন)তার পর রেজিস্টার now এ ক্লিক করেদিন।

এবার ক্যাপচা আসলে সেটা পুরুন করুন,একটু wait করবেন আপনাকে next পেজে নিয়ে যাবে।
এই পেজে আপনি একটা নুতুন ফ্রম পাবেন,যেখানে আপনার address (আপনার আধার কার্ডে,ভোটার id তে যে এড্রেস আছে) city (আপনি যে শহরে বাস করেন ) postal code (পোস্টঅফিস পিনকোড) date of birth (আপনার জন্ম তারিক) সব দিতে হবে।
উপরের ওই গুলো সব আপনার ডকুমেন্টসে যেমন আধার কার্ড বা ভোটার id তে যা আছে সেটাই দিবেন।তারপর লাস্টে আপনার ফোন নম্বর তা দিয়ে দিন দিয়ে next এ ক্লিক করেদিন।

এগুলো আপনি ঠিকঠাক করলে,আপনি স্ক্রিল এর ড্যাশবোর্ড এ চলেযাবেন যাবেন-এবার আপনি ড্যাশবোর্ডের Secure Your Account বলে একটা অপশন দেখতে পাবেন,ওখানে আপনার মোবাইল নম্বর দিয়ে দিন ওখানে CODE যাবে।
মোবাইল এর ভেরিফিকেশন CODE টি এখানে টাইপ থেকে ভেরিফাই করেনিন।

six ডিজিট পিন দিয়ে একটি কোড দিন,এটা আপনার সব সময় দরকার পড়বে যখন skrill ব্যবহার করবেন।
Next ড্যাশবোর্ড থেকে বাঁদিকে নিচে settings এ চলেযান-

settings খুলে গেলে অনেক গুলো অপশস দেখতে পাবেন তার মধ্যে আপনি verification অপশস টা ক্লিক করুন-এবং তারপরে VEREFY NOW তে ক্লিক করুন।

এবার দেখবেন একটি নুতুন পেজে খুলে যাবে যেখানে আপনি ২টি অপশন পাবেন একটি মোবাইল apps ডাউনলোড করে verify করতে পারেন ও আরেকটি ডকুমেন্টস আপলোড করে verify করতে পারেন।
আপনি মোবাইল ব্রাউসার বা pc থেকে একাউন্ট verify করতে হলে ২(fast) নম্বর অপশন টি ক্লিক করুন।

আরো পড়ুন –
skrill একাউন্ট ভেরিফাই
এখানে আপনার নিজের ডকুমেন্ট যথা আইডেন্টি কার্ড এর ফোটো আপলোড করতে হবে।
তাই আপনি যদি ভারতীয় বাসিন্দা হন তাহলে পাসপোর্ট ,ড্রাইভিং লাইসেন্স ,আধার কার্ড বা ভোটার আইডি যেটা ইচ্ছে আপলোড করুন।
আর যদি বাংলাদেশের নাগরিক হোন তাহলে পাসপোর্ট,ড্রাইভিং লাইসেন্স অথবা NID government issued photo ID যেকোনো একটি আপলোড করুন।
আইডেন্টি কার্ড এর ফটো ফ্রন্ট ও ব্যাক সাইড ২দিক এ আপলোড করুন।
next step -একটি ছবির সঙ্গে নম্বর দেখতে পাবেন,সেই নম্বর টি কাগজে লিখে সেটা হাতে নিয়ে নিজের ছবি তুলুন।এবং সেটি আপলোড করে দিন। বাস আপনার ডকুমেন্ট সাবমিট হয়ে যাবে।
ডকুমেন্ট সাবমিট পর এবার এড্রেস ভেরিফাই করতে হবে।এড্রেস ভেরিফাই করতে continue করুন,এরপর upload address Document অপশনে ক্লিক করুন।
এবার এখানে এড্রেস ভেরিফাই করতে ব্যাঙ্ক স্টেটমেন্ট,utility bill,tax return form এগুলির মধ্যে আপনার যেটা আছে সেটি সিলেক্ট করে continue করুন। তারপর সেটির ছবি আপলোড করে দিন।
বাস এই স্টেপ গুলো ঠিক ঠাক করলে আপনার একাউন্ট যাবতীয় কাজ সম্পর্ণ হবে।এবার আপনার আইডেন্টি ও এড্রেস রিভিউ এ চলে যাবে।রিভিউ হওয়ার পর একাউন্ট থেকে টাকা রিসিভ করতে পারবেন।
আমাদের শেষ কথা,
ফ্রেন্ডস, উপরে আমরা skrill একাউন্ট খোলার নিয়ম গুলি স্টেপ স্টেপ আলোচনা করলাম,আপনি সেই স্টেপ গুলি ফলো করে একাউন্ট ওপেন করুন।
আর হা স্ক্রিল একাউন্ট একাউন্ট ভেরিফাই করতে কোনো ভুল করবেন না ,সেখানে ডকুমেন্ট ঠিক ভাবে আপলোড করুন।এর জন্য আপনাকে কোনো ডলার dollar deposit করার দরকার নেই,deposit ছাড়া একাউন্ট ভেরিফাই হয়ে যাবে।
awesome
অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাই
অসংখ্য ধন্যবাদ।
আপনার এই পোস্টটি ভালো লেগেছে শুনে খুশি হলাম।আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাই
awesome
অসংখ্য ধন্যবাদ।
ভাই, স্ক্রিল একাউন্টের সাথে মাস্টার কার্ড যোগ করতে হবে কিভাবে??
মাস্টার কার্ড এড করতে কি কোনো টাকা লাগবে??