এন্ড্রয়েড হ্যাকিং সফটওয়্যার RAT দিয়ে মোবাইল হ্যাক করুন।
এন্ড্রয়েড হ্যাকিং সফটওয়্যার: আপনারা অনেকেই চিন্তা করেন অন্যের মোবাইল হ্যাক করার উপায় কি ? তাই বন্ধুগণ আজকে আমরা জানবো pc থেকে কিভাবে যেকোনো মোবাইল হ্যাক করা যায়।জিহাঁ, এন্ড্রয়েড ফোন হ্যাক করার এমন একটি সফটওয়্যার সম্পর্কে বলবো যার সাহায্যে যে কোনো মোবাইল বা কম্পিউটার হ্যাক করা সম্ভব।

আমরা অনেক সময় বিভিন্ন কারণে ওপরের মোবাইল হ্যাক করতে চাই,যেমন কেউ গার্লফ্রেন্ডের মোবাইল হ্যাক করতে চাই (অবশ্যই সেটা ভালো উদ্দেশ্য)। তাই,এই পোস্টে আমি কিভাবে আপনি একটি সফটওয়্যার(RAT)এর সাহায্যে অন্য মোবাইলের Remote Access পাবেন।
এন্ড্রয়েড ফোন হ্যাক করার অনেক রাস্তা আছে তার একটি মাধ্যম হচ্ছে RAT,এর ফুল নাম Remote Access Trojan. এটি এক ধরণের ম্যালওয়্যার যেটা ব্যাকডোর বানানোর জন্য ব্যাবহার করা হয়।এর সাহায্যে আপনি ভিক্টিমর মোবাইল বা পিসি তে খুব সহজে প্রবেশ করতে পারেবন।
Note – RAT খুবই Dangerous Malware.,এই ম্যালওয়্যার যদি ভিকটিমের ডিভাইসে ইন্সটল হয়ে তাহলে হ্যাকার সেই ডিভাইসের পুরো কন্ট্রোল পেয়ে যাবে।
যে ডিভাইসে RAT ইন্সটল হবে সেই ডিভাইস এর সমস্ত ফাংশন যথা – তার একাউন্ট ইনফরমেশন, ফাইল এর ছবি ভিডিও,সোশ্যাল মিডিয়ায় password, sms,call logs,whatsapp,camera এমনকি কি টাইপ করছে তার পুরো ইনফরমেশন রিমোটলি ইন্টারনেটের সাহায্যে সেই হ্যাকার জানতে পারবে।
যাইহোক,RAT সম্পর্কে ছোট্ট করে আপনাদের বলে দিলাম।RAT খুবি পাওয়ার ফুল সফটওয়্যার এবংসেরা মোবাইল হ্যাকিং সফটওয়্যারএর সাহায্যে আপনি যেকোনো অ্যান্ড্রয়েড ডিভাইসের Administrator লেভেল Access পেয়ে যাবেন।
তবে এই সফটওয়্যার টি আপনি যে মোবাইলে কন্ট্রোল পেতে চান সেই ফোনে ইন্সটল করতে হবে।তারপর আপনি তার কন্ট্রোল পাবেন।
নিচে কিভাবে কম্পিউটার মধ্যে এই Malware টি তৈরী করবেন সেটি জেনেনিন –
জানুন এন্ড্রয়েড হ্যাকিং সফটওয়্যার RAT কিভাবে তৈরী করবেন
নিচে আমরা দেখবো কম্পিউটারের আপনি কিভাবে rat তৈরি করবেন।এই সফটওয়্যার তৈরি করতে গেলে অবশ্যই আপনার একটি পিসি থাকা দরকার,তাই পিসি ছাড়া এই সফটওয়্যারটি তৈরি করতে পারবেন না।
Disclaimer: এই আর্টিকেল টি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে প্রকাশিত করেছি। দয়াকরে কোনো অবৈধ উদ্দেশ্যে এগুলি ব্যবহার করবেন না, যদি আপনি এটি কোনো অবৈধ কাজের উদ্দেশ্যে ব্যবহার করেন তবে আপনি আপনার কাজের জন্য দায়ী হতে পারেন।
নিচের স্টেপ বাই স্টেপ আমি যেভাবে বলছি সেগুলো ফলো করুন-
প্রথমত এই টুলটি ইনস্টল করার আগে আপনার কম্পিউটারের মধ্যে জাভা ইনস্টল করতে হবে।যদি আপনার কম্পিউটারে জাভা ইন্সটল না থাকে তাহলে নিচের লিঙ্ক থেকে আপনি জাভা সফটওয়্যারটি ইন্সটল করে নিন-
লিংক:- Java SE Development Kit

আপনার সিস্টেম উইন্ডোজ 64 বিট হলে লাল মার্ক দেওয়া আছে ওই ভার্সন টি ইনস্টল করে নিন। আর যদি সিস্টেম কত বিটের না জানেন,তাহলে মাউস এ right click>My Computer>properties এবার system type চেক করুন।
জাভা ইন্সটল হয়ে যাবার পর ,কম্পিউটারে এন্টিভাইরাস থাকলে সেটা ডিসেবল করুন।
এবার কম্পিউটারের মধ্যে নিচের লিংক থেকে 888RAT ফাইল টি ডাউনলোড করে ইনস্টল করুন।
link– www45.zippyshare.com/v/RnUMb2iJ/file.html (copy করে ব্রাউজারে pest করুন )
এই টুলটি জিপ ফাইলে ডাউনলোড হবে।এটি WinRAR সফটওয়্যার থেকে extract করেনিন।মনে রাখবেন কম্পিউটারে 888RAT ফাইল ইন্সটল করার আগে অবশ্যই এন্টিভাইরাস ডিজেবল ডিসেবল করেনিবেন।
এই টুল ইন্সটল হয়ে গেলে এটি ওপেন করুন এর সাহায্যে আপনি উইন্ডোজ ও অ্যান্ড্রয়েড এর জন্য rat তৈরি করতে পারবেন।
জানুন- কম্পিউটার এ Graphics Card কিভাবে কাজ করে?
- অ্যাপ্লিকেশন লঞ্চ করার পর আপনি প্রথমে মুড চেঞ্জ করেনিন।উপরে কর্ণার থেকে উইন্ডোজ ও এন্ড্রয়েড দুটি অপশন পাবেন, মোবাইলের জন্য RAT তৈরি করতে এন্ড্রয়েড সেট করুন।
- এবার আপনি RAT টুল এর মধ্যে অনেকগুলো অপশন দেখতে পাবেন,সেখানে দ্বিতীয় অপশন বিল্ডার ক্লিক করে ওপেন করুন।প্রথম অপশন আপনার ইন্টারনেটের IP কি সেটা দিতে হবে।
- IP খুজা খুব সহজ,1st পিসি তে নেট অন করুন তারপর start button থেকে cmd টাইপ করে কমান্ড প্রম্প ওপেন করুন।
- সেখানে একটি কমান্ড লিখুন ipconfig. এবার দেখুন IPv4 Address এর পর 10.12.140.5 এইরকম নম্বর দেখতে পাবেন এটাই আপনার IP এড্রেস এটা copy করে পেস্ট করুন।

- দ্বিতীয় অপশনে পোর্ট নম্বরে যেকোনো ৪ ডিজিটের নম্বর দিন (যেমন -5976).
- name এর জায়গায় যেকোনো নাম দিন।
- app name এর জায়গাই আপনি অপ্প্লিকেশনের যে নাম দিতে চান দিয়েদিন।
- অপ্প্লিকেশন এর কোনো ছবি দিতে চাইলে সেটা দিতে পারেন জাস্ট png ফাইল আপলোড করেদিন।
- এছাড়া আপনি এই rat ফাইল কে কোনো অন্য app এর সাহায্যে binder করতে পারবেন।
- এবার ক্রিয়েট সার্ভারে ক্লিক করে apk ফাইল তৈরী করেনিন।
- আপানার এই অপ্প্লিকেশন টি যে ডিরেক্টরি তে আছে শিকেয় এই apk ফাইল টি generate হয়েছে।
এবার আপনি এই apk ফাইল টি যে ভিকটিমের মোবাইলে সেন্ড করতে চান তাকে আপনি হোয়াটস অ্যাপ,ইমেইল বা অন্য কোন পদ্ধতিতে সেন্ড করতে পারেন।
অথবা আপনি নিজে সেই মোবাইলে ইন্সটল করতে পারেন।অবশ্য ইন্সটল করার সময় Unknown sources allow ও গুগল প্লে প্রটেকশন সার্ভিস off করেনিন।
আরো পুরুন –
আমাদের শেষ কথা,
বন্ধুগন,উপরে আমি RAT পদ্ধতিতে হ্যাক নিয়ে কথা বললাম ,তার মাধ্যমে আপনি যেকোনো মোবাইল হ্যাক করতে পারবেন।
এই পদ্ধতির সাহায্যে আপনি পরিবারের সদস্য দের উপর নজর রাখতে পারেন।এন্ড্রয়েড হ্যাকিং সফটওয়্যার গুলির মধ্যে RAT খুবি জনপ্রিয়, তারকারণ আপনি এর মাধ্যমে spying করতে পারবেন। তবে অবশ্যই মনে রাখবেন এই মাধ্যম কোনো খারাপ উদ্দেশে ব্যবহার করবেন না।
ভারতীয় আইন অনুযায়ী এটা দণ্ডনীয় অপরাধ এবং এর জন্য আপনার সাজা ও হতে পারে।
পিসি থেকে কিভাবে Remote Access করবেন সেটা নিচে ভিডিও থেকে জানুন।
Android hacking Software 888 RAT
assalamu alaikum ,
boss i don’t have key!
can you give me the activation key?
i’m trying to learn android hacking for helping …….
thanks,
Yzain
স্যামসাং মোবাইল
আমি হ্যাক করা শিখতে চাই
Hacking sikhaben vai
youtube এ অনেক ভালোভালো চ্যানেল আছে যেখানে খুব সহজে আপনি হ্যাকিং শিখতে পারবেন।
আমার মোবাইল হ্যাক করা হয়েছে। আমি কিভাবে সমাধান করতে পারব?
আপানার মোবাইলে কিধরনের সমস্যা হয়েছে সেটি একটু খুলে বল্লে বুঝতে পারবো?
Tutorial ta abar up den
ঠিক আছে আমি এই বিষয় নিয়ে খুব তাড়াতড়ি আর্টিকেল লিখছি।
তোষার
ভাই আমি আমার প্রিয়োজনের ফোন হেক করতে চাই। কিন্তুু আমার কাছে পিছি নাই।
যে কারও কম্পিউটার থেকে কি করা যাবে..? আমি কিভাবে করবো বললে খুব উপকৃত হতাম
ভাই মোবাইল দিয়ে কি ম্যালওয়্যার তৈরি করা যায়
আমি একজন হ্যাকার হতে চাই আমাকে কি হ্যাক শিখাবেন ভাইয়া
Ami
যারা আপনার সাথে সাথে কথা বলবে অনলাইনে যারা জয়েন হতে পারেন শুধু উপরে ক্লিক করে
আমি একটা ফোন করতে চাই
ভাইয়া আমি কি কোন ভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারি আমার ফোন নাম্বারটা দিয়ে আমি 01917808084
Brother I want to learn hack