মোবাইলে খুব সহজে ফেসবুক ভিডিও ডাউনলোড করুন?
ফেসবুক ভিডিও ডাউনলোড:- আজকাল আমরা সব থেকে বেশি সময় খরচ করি মোবাইলে ভিডিও watch করে।সাধারণত ইউটউব,ফেইসবুক,টিক টক বিভিন্ন সোশ্যাল মিডিয়ার এপপ্স ভিডিও স্ট্রিমিং এর জন্য জনপ্রিয়।কিন্তু এই এপপ্স গুলি থেকে ভিডিও অনলাইনে watch করতে হয়,অফলাইনে ডাওনলোড করার কোনো সুযোগ নেই।তাই,আমরা আগেই ইউটউব থেকে ডাউনলোড করার নিয়ম টি জেনেছি,আর এখানে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার ২ টি সহজ প্রসেস বা মেথড জানবো।

বর্তমানে আমরা টিভির থেকে বেশি ভিডিও মোবাইলে দেখতে পছন্দ করি।এন্টার্টেমেন্ট থেকে শুরু করে নিউস,এডুকেশনাল,কমেডি,খেলা বিভিন্ন ধরণের ভিডিও ফেসবুক এর মধ্যে কোটি কোটি মানুষ watch বা স্ট্রিমিং করে যাচ্ছেন।
কিন্তু সেই সব ভিডিও অফলাইনে দেখতে চাইলে,আপনাকে ফেসবুকের মধ্যেই সেটা দেখতে হবে নিজের ডিভাইসের মধ্যে ডাউনলোড করতে পারবেন না।
ফেসবুক এবং ইউটিউব দু’জায়গাতেই এই offline ডাউনলোড ফিচার মুজুদ রয়েছে।তবে , আপনি ডিভাইসের মধ্যে ডাউনলোড করে শেয়ার করতে পারবেন না।ওই ভিডিও গুলিকে আপনাকে ফেসবুক ও ইউটিউব অ্যাপস এর মধ্যেই দেখতে হবে।
আচ্ছা এখানে প্রশ্ন হচ্ছে,কেন আমাদের ভিডিও ডাউনলোড করার দরকার পরে ?
সাধারণত আমরা গ্রাম অঞ্চলে সবাই মোবাইল ডাটা ব্যবহার করি ইন্টারেনট চালানোর জন্য।ফলে যখন নেট এর সমস্যা দেখাদেই,যেখানে সিম এর নেটওয়ার্ক কম বা নেট এর স্পিড খুব কম স্ট্রিমিং হয় না তাই ডিভাইস এর মধ্যে কিছু ভিডিও সেভ করে রাখি।
অথবা ডাটা শেষ হয়েগেলে ইন্টারনেট বন্ধ হয়ে যাই। আবার কিছু পছন্দের ভিডিও থাকে যেগুলো রেগুলার ওয়াচ করেথাকি সেগুলি আমরা ডিভাইস এর মধ্যে ডাউনলোড করতে পছন্দ করি।
তাই আমরা নিচে এমন দুটি মাধ্যম সম্পর্কে জানবো ,যেগুলি প্রয়োগ করে খুব সহজে মোবাইলের মধ্যে facebook ভিডিও ডাউনলোড করতে পারবেন।তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক।
জানুন –
মোবাইলে ফেসবুক ভিডিও ডাউনলোড করার 2 টি সহজ উপায়?
বন্ধুগণ,এখানে আমি 2টি মেথড অবলম্বন করে প্রত্যেকটি ভিন্নভাবে স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝাবার চেষ্টা করবো।
তাই নিচে আপনি এই ধাপ গুলি ঠিকভাবে ফলো করুন আর নিজের ডিভাইসের মধ্যে সেটি প্রয়োগ করুন,দেখবেন খুব সহজে আপনি যেকোন ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে পারছেন।
Method:-1
ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার প্রথম Method টিতে আমরা সবথেকে সহজ মাধ্যম টি আলোচনা করবো।
এখানে কোনো এপপ্স ডাউনলোড করতে হবে না,জাস্ট নিচের স্টেপ গুলি ফলো করুন।এই পদ্ধতিতে প্রয়োগ করে আপনি দু মিনিটের মধ্যে যেকোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন।
সর্বপ্রথম, মোবাইল থেকে ফেসবুক অ্যাপ টি ওপেন করুন।তারপর যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেটি ওপেন করুন।
ভিডিও থাম্বনেইল এর উপরে ডানদিকে 3 টে ডট দেখতে পাবেন সেখানে টাচ করুন।

তারপর সেই ভিডিওটির লিংক copy করেনিন।

ভিডিও লিংক কপি করে নেওয়ার পর মোবাইলে যেকোনো একটি ব্রাওজার ওপেন করুন।এবার ব্রাওজারে সার্চবারে সেটি পেস্ট করে সার্চ করুন।
(এখানে আমি ক্রোম ব্রাওজার ব্যবহার করেছি আপনি চাইলে যেকোনো ব্রাওজার use করতে পারেন)

এবার দেখুন ফেসবুক ওয়েব ভার্সনে সেই ভিডিও টি ওপেন হয়েযাবে।

তবে ফেসবুক ওয়েব ভার্সনে ভিডিও ডাউনলোড কোনো অপসন নেই।এর জন্য আপনাকে ফেসবুক বেসিক ভার্সনে যেতে হবে,সেটা কিভাবে করবেন জেনেনিন।
উপরে সার্চবারে যে লিংক দেখতে পাচ্ছেন,দেখুন যেখানে m.facebook.com লেখা আছে,আপনি সেখানে m এর পর basic অ্যাড করুন।
মানে (mbasic.facebook.com) লিখে সার্চ করুন। তাহলে সেই ভিডিওটি বেসিক facebook ভার্সনে ওপেন হবে।

এবার এই ভিডিও টি দেখুন বেসিক ফেসবুক ভার্সনে ওপেন হচ্ছে।ভিডিও ওপেন হলে সেটি play করুন এবং পশে ৩ টি ডট দেখতে পাবেন।
সেই ৩ টি ডট এ ক্লিক করলে ডাউনলোড অপশন পাবেন সেখানে থেকে সরাসরি ভিডিও টি মোবাইলে ডাউনলোড করেনিন।

আরও পরুন –
Method:-2
ফ্রেন্ডস এবার আমরা যে মেথড টি দেখবো সেটিও প্রায় একই রকম প্রক্রিয়া তবে একটু আলাদা।
আমরা এবার online facebook ভিডিও ডাউনলোডার”Getfvid” এর সাহায্যে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার নিয়ম টি জানবো।
এই মেথড টির দুটি পসিটিভ সুবিধা হচ্ছে –
প্রথমত আপনি নিজে বিভিন্ন ভিডিও কোয়ালিটি বেছেনিয়ে ডাউনলোড করতে পারবেন। সেটা এইচডি হোক বা mp3, কোয়ালিটি চুস করার উপশন পাবেন।
এবং দ্বিতীয়,এই মেথড টি মোবাইল,কম্পিউটার,ট্যাবলেটে যেকোনো ডিভাইস এর মধ্যে প্রয়োগ করতে পারবেন।
(তবে এর একটি নেগেটিভ দিক হচ্ছে এখানে কিছু ভিডিও ডাউনলোড করতে গেলে error দেখায় )।
তাহলে চলুন আমরা দ্বিতীয় মেথড টি ভালো করে জেনেনি –
স্টেপ ১-
আগের মতো মোবাইলে ফেসবুক app ওপেন করে যে ভিডিও টি ডাউনলোড করতে চান সেটি বার করুন।
next/তারপর ভিডিও থাম্বনেইল এর উপর ডানদিকে 3 টে ডট দেখতে পাবেন সেখানে টাচ/ক্লিক করুন।

তারপর সেই ভিডিওটির লিংক copy করেনিন।(কিভাবে copy করবেন ছবিতে দেখে নিন।)

স্টেপ ২-
মোবাইল থেকে যেকোনো ব্রাউজার ওপেন করুন। ক্রোম ব্রাউজার হলে ভালো হয়। তারপর Facebook video downloader website Getfvid.com এই সাইটে ভিসিট করুন।

getfvid হচ্ছে একটি অনলাইন ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার ওয়েবসাইট।এখানে আপনি খুব সহজে যেকোনো fb ভিডিও hd তে ডাউনলোড করতে পারবেন।
তাই,এই সাইট টি ওপেন হলে fb থেকে copy করা লিংক টি এখানে পেস্ট করেদিন।তারপর ডাউনলোড button এ ক্লিক করুন।
জেনে নিন –
স্টেপ ৩-
এবার কিছু সেকেন্ড wait করুন,একটু পরে আপনি তিনটি ডাইরেক্ট ডাউনলোড লিংক দেখতে পাবেন।
- HD Quality.
- Normal quality.
- Convert video to Mp3. (ভিডিওকে Mp3 audio কনভার্ট).
আপনি নিজের পছন্দ অনুযায়ী ডাউনলোড লিংক বেছে নিন।

ডাউনলোড লিংকে ক্লিক করলে মোবাইল বা কম্পিউটার এ সরাসরি Facebook video download হতে শুরু করবে।
একটু পর ডাউনলোড কমপ্লিট হলে আপনি ফাইল ম্যানেজার এর মধ্যে সেই ভিডিও টি পেয়ে যাবেন।
আমাদের শেষ কথা –
ফ্রেন্ডস,উপরে আমি যে দুই মেথড নিয়ে কথা বললাম,তার সাহায্যে আপনি যেকোনো ফেসবুকের ভিডিও খুব সহজে ডাউনলোড করতে পারবেন।এর জন্য আপনাকে কোনো এপপ্স ইনস্টল করার দরকার নেই।
হয়তো আপনাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে কেন আমি ফেসবুক ভিডিও ডাউনলোড অ্যাপস সম্পর্কে না বলে,ফেসবুক ভিডিও ডাউনলোডার ওয়েবসাইট সাজেস্ট করলাম।
তার কারণ হচ্ছে আমরা যখন মোবাইলের মধ্যে কোনো থার্ডপাটি এপপ্স দ্বারা fb ভিডিও ডাউনলোড করতে চাই ,
তারা আমাদের মোবাইল বিভিন্ন ধরণের permissions চাই।যেমন gallery access,photo,camera ও videos access করার permissions চাই।
তাই,যখন আমার এইগুলি allow করি তখন তাদের কাছে আমাদের প্রাইভেট ভিডিও,ফটো ইত্যাদি ডাটার access চলে আসে এবং এগুলি চুরি করার রিস্ক থাকে।
তাই আমি আপনাদের কখনো এই ধরণের থার্ডপাটি এপপ্স থেকে ফেসবুক ভিডিও ডাউনলোড করার recommend করবো না। তবে আপনি চাইলে প্লে স্টোরে অনেক এপপ্স পেয়ে যাবেন যেগুলি এর মাধ্যমে ভিডিও ডাউনলোড হয়।
তাহলে বন্ধুরা, আপনার এই আর্টিকেলের সম্পর্কে কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে, নিচে কমেন্ট করতে ভুলবেন না।ধন্যবাদ
জানুন –