ফেসবুক ব্লক খোলার নিয়ম(ব্লক facebook আইডি উদ্ধারের উপায়)
ফেসবুক ব্লক খোলার নিয়ম: ফ্রেন্ডস ফেসবুক বিভিন্ন কারণে আইডি কে টেম্পোরারি ব্লক করে, এর ফলে অনেকেই তাদের অ্যাকাউন্ট লগইন করতে পারে না।আবার কেউ আইডি তে রিপোর্ট করলে ফেসবুক আপনার একাউন্ট ডিসাবল করে দেয়।তাই ভবিষ্যতে আপনার অ্যাকাউন্ট যদি ফেসবুক ব্লক করে তাহলে কি করবেন তার গুরুত্বপূর্ণ একটি টিপস এই আর্টিকেলে জেনে নিন।

সাধারণত আপনার আইডির উপর যদি কেউ রিপোর্ট করে বা আপনি ফেসবুকে স্পামিং করেন অথবা ফেসবুকের পলিসি ও Terms of Service কে লঙ্ঘন করেন তাহলে ফেসবুক আপনার আইডিকে টেম্পোরারি ব্লক বা ডিজেবল করে দেয়।
তারফলে আপনি নিজের আইডি আর লগইন করতে পারেন না।অনেকেই নিজের একাউন্ট হারিয়ে ফেলে।এই পরিস্থিতিতে যদি কখনো পড়েন নিচে বলা টিপস এপলাই করলে আইডি পুনুরাই উদ্ধার হয়ে যাবে ।
ফেসবুক ব্লক খোলার নিয়ম ?(ব্লক আইডি উদ্ধার করুন)
ফেইবুক আপনার আইডিকে ব্লক করে দিলেও আপনি খুব সহজে নিজের আইডি কে পুনরায় উদ্ধার করে নিতে পারবেন। তাই নিচে বলা গাইড ফলো করুন।
তার জন্য নিচে দেওয়া যে অপসন গুলি ফেসবুক এর মধ্যে on করতে বলবো সেগুলি আমাকে ফলো করে on করুন।
- প্রথমে নিজের মোবাইল থেকে ফেইবুক app ওপেন করুন। ডান দিকে উপরে কর্নারে ৩ টি লাইন আছে ওখানে টাচ করে মেনু ওপেন করুন।

- মেনু খুলে গেলে নিচে Setting & privacy অপসন এ টাচ করুন ও তারপর settings অপসন খুলুন।

- সেটটিং পেজ খুললে নিচে স্ক্রল করে নামুন এবং Security and login অপসন ওপেন করুন।

- security and login পেজ ওপেন হলে নিচে Setting UP Extra Security সেকশন এ আপনি choose 3-5 friend contact বলে একটা অপসন দেখতে পাবেন সেটা ওপেন করুন।

- এবার choose trusted contacts ওপেন করুন।

এখানে নিজের ৩-৫ টি ফ্রেন্ড অ্যাড করতে হবে ।যদি কখনো কোনো কারণে facebok এ লগইন করে খুলছে না।অথবা আপনার id ব্লক বা লক হলে বা রিপোর্ট দ্বারা ডিসএবল হলে তখন এই ফ্রেন্ড দের সাহায্যে আপনি পুনুরাই নিজের একাউন্ট উদ্ধার করতে পারবেন।
এর জন্য আপনার একাউন্টে আগে থেকে এই ৩ থেকে ৫ জন বিশ্বস্ত ফ্রেন্ড বা ফ্যামেলী মেম্বার অ্যাড হয়ে থাকতে হবে।
- choose trusted contacts অপশন ওপেন করুন এবং ফেসবুক owner কনফ্রিম করতে পাসওয়ার্ড দিয়ে দিন,তারপর নিজের ৩ থেকে ৫ টি ফ্রেন্ড বা ফ্যামেলী মেম্বার অ্যাড করুন।

ফ্রেন্ড অ্যাড হয়ে গেলে done করেদিন আপনার কাজ শেষ।
আরো পড়ুন –
ফেসবুক ব্লক হওয়ার থেকে বাঁচার কিচু টিপস।
ফেসবুক এর কাছে ব্লক থেকে বাঁচতে তার কিছু পলিসি আছে সেগুলো আমাদের ফলো করতে হবে।সাধারণত এর লঙ্ঘন করি বলে আমাদের আইডি ব্লক হয়।
প্রথমত আপনার যদি নতুন অ্যাকাউন্ট হয়,তার ব্লক হওয়ার চান্স অনেক বেশি।তাই নতুন অ্যাকাউন্ট হলে আমি নিচে যে জিনিস গুলো বলব সেগুলো কঠোরভাবে মেনে চলতে হবে।
তবেই নিজের একাউন্ট কে আপনি ব্লক থেকে বাঁচাতে পারবেন।
- ফেসবুকের মধ্যে আপনি কোন ইনফরমেশন সব জায়গায় একই টাইমে শেয়ার করেন তাহলে আপনার ফেসবুক আইডি ব্লক করে দিতে পারে।কারণ সেটা ফেসবুক স্পামিং মনে করে।তাই কখনো কোন গ্রুপে যে একই সঙ্গে একই পোস্ট বারবার পোস্ট শেয়ার করবেন না।
-
গুগোল থেকে ডাউনলোড করা এমন কোন ইমেজ ব্যবহার করবেন না যেগুলো আগে থেকেই স্প্যাম হিসাবে মার্ক করা আছে,এতে আপনার ফেসবুক একাউন্ট কে ব্লক করতে পারে।
- অত্যাধিক ফ্রেন্ড রিকুয়েস্ট সেন্ড করবেন না। এছাড়া অনেক বেশি গ্রুপে জয়েন হবেন না।
- কখনো নিজের পার্সোনাল একাউন্ট কে বিজনেস হিসেবে ইউজ করবেন না.তার জন্য একটা পেজ তৈরি করতে পারেন।
-
কখনো কোন পোস্টে বা কমেন্ট বাক্স এ খারাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন না।এছাড়া খারাপ ছবি,ভিডিও ইত্যাদি পোস্টে ইউজ করবেন না।
- কখনো কারো পার্সোনাল ইনফরমেশন শেয়ার করবেন না,যেমন ছবি,ভিডিও,কন্টাক্ট ইনফরমেশন ইত্যাদি।
- কমেন্ট বাক্স affiliate লিংক ছেড়ে আসবেন না।
শেষ কথা –
উপরে আমি যে মেথড টি দেখলাম সেটি এই পোস্ট টি পড়ার পরেই প্রয়োগ করুন।আগে থেকে এক্কোউন্টে ফ্রেন্ড অ্যাড করা থাকলে আপনার id উদ্ধার অনেক সহজ হয়ে যাবে।তাই এটি কে অবহেলা করবেন না।
যাইহোক, আমি যে ফেসবুক ব্লক খোলার নিয়ম টি বললাম সেটি যেনো আপনার উপকারে আসে এবং ব্লক আইডি পুনরায় ফিরে পান। আপনার যদি কোনও পরামর্শ বা মন্তব্য থাকলে কমেন্টে করতে ভুলবেন না ।ধন্যবাদ
আরো পড়ুন –
ধন্যবাদ ভাই আমি আপনার পোস্ট টা পড়েছি,,কিন্তু আমি এমনই ব্লক খাইছি যে আমি হোমফেইজে ডুকতে পারছি না
আমার আইডি ব্লক হয়ে গেছে,, আমি আমার আইডিতে ডুকতে পারছি,, আমি প্রায় ১ মাস আমার আইডিতে যেতে পারি নাই, আমি এখন কি করবো
আপনি facebook হেল্প সেন্টারে যোগাযোক করুন। লিংক দিলাম –https://bn-in.facebook.com/help
ভাই আমার আইডি ফিরিয়ে আনতে পারলাম নাতো ভাই
আমি শুনে খুব দুক্ষিত হলাম,আপনি facebook হেল্প সেন্টারে যোগাযোক করুন। লিংক দিলাম –https://bn-in.facebook.com/help
ভাই
vai ami matro block khailam.
amake bole diyeche 3 diner jonno block.ekhon notification asche but ami riplie dite parchi na fb teo login dite parchi na.question ta holo 3 din por ki login korte parbo??plz inform me vaia
আপনি ৩দিন পর লগইন করে দেখুন id ওপেন হচ্ছে কিনা। যদি ওপেন হয়েযায় তা ভালো,নাহলে ফেসবুক হেল্পসেন্টারে কন্টাক্ট করতে পারেন।লিংক –https://bn-in.facebook.com/help
আমি লাইক কমেন্ট মেসেজ এবং পোস্ট করতে পারিনা শুধু নিউজফিড ভিডিও স্টোরি রাখতে পারি সমাধান কি এটার.?
Ami amon vabe block porechic or post ba comment korte pari na.agulor somadhan ki
আমি শুনে খুব দুক্ষিত হলাম,আপনি facebook হেল্প সেন্টারে যোগাযোক করুন। লিংক দিলাম –https://bn-in.facebook.com/help
Ff
আমার Facebook আইডি ব্লক
আমার Facebook আইডি লগইন করলে Facebook আইডি ব্লক দেখাচ্ছে আমি কোনো পেজে ঢুকতে পারছি না
ফেসবুক টিমের সঙ্গে যোগযোগ করুন।
ফেসবুক টিমের সঙ্গে যোগযোগ করুন।
ফেসবুক id খুলছি মাত্র ১ দিন আমার রিয়েক্ট আর কমেন্ট ব্লক করে দিয়েছে।এখন আমার কি করনীয়?