খুব সহজে নিজের ফেসবুক প্রোফাইল লক করুন?facebook profile lock
ফেসবুক প্রোফাইল লক করার নিয়ম: ফ্রেন্ডস,আপনি কি জানেন এখন ফেসবুক অ্যাপে খুব সহজেই নিজের প্রোফাইল lock করতে পারবেন ? ফেসবুকের নতুন আপডেট পর এই ফিচারস এখন app এর মধ্যেই একটা নুতুন অপসন দেখতে পাবেন। আমি ছবি দিয়ে আপনাদের এই পোস্টে দেখিয়ে দেবো কিভাবে আপনি ওই অপশনটি আপনার মোবাইলে enable করবেন।তাই,প্রোফাইল কিভাবে লক করতে হয় সেটি জানতে এই আর্টিকেল টি সম্পূর্ণ পড়ুন।

ইউজারদের অনেক রিকুয়েস্ট এবং সুবিধার্থে এখন ফেসবুক এই ফিচারস টির জন্য একটা আলাদা অপশন দিয়ে দিয়েছে।
যেখানে আগে আমাদের হেল্প সেন্টারে গিয়ে আইডির প্রোফাইল লক অপশনটি এনাবল করতে হতো ,কিন্তু এখন আপনাকে সেখানে যাওয়ার কোন দরকার নেই।
আপনি এই নুতুন ফিচারস এর সাহায্যে কিভাবে সেটা করবেন সেটা আমরা জানবো,তবে তার আগে যিনারা জানেন না ফেসবুক নিজের প্রোফাইল লক সিস্টেম সেটা একটু ছোট্ট করে বলে দি –
প্রোফাইল লক কি – ফেসবুকে নিজের প্রোফাইল লক হচ্ছে যিনারা তাদের আইডিকে প্রাইভেট রাখতে চাই,তাদের পোস্ট করা ছবি,ম্যাসেজ,ভিডিও, শেয়ার করা সব কিছুই ,প্রোফাইল তথ্য,পার্সোনাল তথ্য ইত্যাদি ফ্রেন্ড ছাড়া কোন অপরিচিত ব্যক্তি না দেখতে পাই তার জন্য আমরা অনেকেই ফেসবুকে নিজের প্রোফাইল লক করি।
জেনেনিন – ঘরে বসে মোবাইল দ্বারা ফেসবুকে কিভাবে টাকা আয় করবেন?
ফেসবুক প্রোফাইল লক করার নিয়ম জানুন –
ফ্রেন্ডস আশা করি আপনাদের সবার কাছে একটি এন্ড্রয়েড ফোন আছে এবং সেখানে ফেসবুক অ্যাপসটি ইনসটল করা আছে।
তাই আপনি যদি অ্যাপসটি আপডেট না করে থাকেন তাহলে প্লেস্টোরে গিয়ে অ্যাপসটি প্রথমে আপডেট করে নিন কারণ ফেসবুক app আপডেট না করলে আপনার এই নতুন অপশনটি অ্যাপ এর মধ্যে দেখতে পাবেন না।
প্রথম ধাপ – ফেসবুক অ্যাপ টি আশা করি আপডেট করে নিয়েছেন,এবার আপনার মোবাইল থেকে ফেসবুক অ্যাপটি ওপেন করুন।
হোমপেজ ওপেন হলে আপনার প্রোফাইল পিকচার এ টাচ করুন।

দ্বিতীয় ধাপ – প্রোফাইল পিকচার ওপেন হলে নিচে add story পাশে ” ৩ টে ডট “ ওখানে টাচ করুন-

তৃতীয় ধাপ- এবার আপনার প্রোফাইল সেটিং পেজ ওপেন হলে সেখানে “lock profile” অপসন দেখতে পাবেন ওখানে ক্লিক করুন।

চতুর্থ ধাপ- নিচে “lock your profile” এ টাচ করুন আপনার প্রোফাইল লক হয়ে যাবে।

প্রোফাইল লক হয়ে গেলে ফেসবুক আপনাকে জানিয়ে দেবে আপনার প্রোফাইল লক সাকসেস হয়েছে। “You locked profile“এই লেখা টি স্ক্রিনে দেখলে জানবেন আপনার প্রোফাইল লক হয়েগেছে।
আর তাছাড়া,প্রোফাইল লক হয়ে গেলে আপনি প্রোফাইলে “your profile is locked” এই লেখা টি দেখতে পাবেন।

যায় হোক,প্রোফাইল লক হয়েগেলে আপনি হয়তো ভবিষ্যতে আবার কোনো দিন unlock করতে পারেন ।সেটা যেভাবে করবেন বলেদিচ্ছি।
আরো পড়ুন-
ফেসবুক প্রোফাইল লক খোলার নিয়ম –
ফেসবুক প্রোফাইল আনলক করতে উপরের মতোই same প্রক্রিয়া ফলো করুন –
- homepage নিজের ছোটো প্রোফাইল ফটোতে টাচ করুন।
- add to story এর নিচে your profile is Locked এর পশে “learn More“অপসন এ টাচ করুন।

- ডানদিকে “unlock” অপসন দেখতে পাবেন ওখানে ক্লিক করুন।

- এবার নিচে “unlock profile” এ টাচ করুন আপনার প্রোফাইল আনলক হয়ে যাবে।

প্রোফাইল লক কিভাবে কাজ করে –
আপনি যখন আপনার প্রোফাইল কে লক করবেন তখন আপনার যারা ফ্রেন্ড নই তারা আপনার সামান্য কিছু কন্টেন্ট দেখতে পাবে। নিচে আমি সেই গুলি বলে দিচ্ছি –
- আপনার টাইমলাইনের মধ্যে শুধু আপনার ফ্রেন্ডসরা ফটো এবং পোস্ট দেখতে পাবে।
- আপনার ফুল size ফটো এবং কভার ফটো শুধু আপনার ফ্রেন্ডসরা দেখতে পাবে।
- আগে যে পোস্ট গুলি পাবলিক মধ্যে শেয়ার করেছিলেন, সেগুলি পাবলিক না থেকে ফ্রেন্ডস হয়ে যাবে।
- এবার আপনার stores শুধু আপনার ফ্রেন্ডসরা দেখতে পাবে।
- এবার থেকে আপনি যে নুতুন পোস্ট শেয়ার করবেন শুধু আপনার ফ্রেন্ডস রা সেই পোস্ট দেখতে পাবে।
- আপনার about info বা তথ্য পাবলিক এ স্বল্প দেখা যাবে।
- টাইম লাইন রিভিউ এবং ট্যাগ রিভিউ চালু হয়ে যাবে।
আমাদের শেষ কথা,
বন্ধুগণ,উপরে যে প্রক্রিয়া টি দেখালাম ওটি ছবি সহ ফলো করুন এবং facebook app ওপেন করে খুব সহজে নিজের প্রোফাইল লক করুন।
এবং পুনরায় আনলক করতে হলে একই প্রক্রিয়া ফলো করে unlock করে ফেলুন।যায় হোক,আশা করি আপনারা ফেসবুক প্রোফাইল লক করার নিয়ম টি বুঝতে পেরেছেন,কোথাও কিছু অসুবিধে কমেন্ট বক্সে জিগ্গেস করুন আমি reply দেবার চেষ্টা করব। ধন্যবাদ
আরো পড়ুন –
আমার আইডি ফিরত ছাই