ফেসবুক পেজ কিভাবে খুলবো?(ফেসবুক পেজ খোলার নিয়ম ২০২১)
ফেসবুক পেজ খোলার নিয়ম: ফ্রেন্ড আপনি কি ফেসবুক পেজ দ্বারা নিজের বিজনেসকে জনসমক্ষে প্রচার করতে চান,কিন্তু বুঝতে পারছেন না কোথাই শুরু করব,কিভাবে ফেসবুক পেজ ওপেন করবো? এই ধরণের চিন্তা ভাবনা করছেন।
এই প্লাটফর্মে যুক্ত হতে নিশ্চয়ই খুব উৎসুক,তাই আপনাকে বলেদি ফেসবুক পেজ তৈরি করা খুব কঠিন কাজ না।
এখানে আপনার কাছে ছবি এবং একটি আইডি থাকলেই নিজের পেজ তৈরি হয়ে যাবে।
আমি এই আর্টিকেলে ফেসবুক পেজ তৈরি করার নিয়মটি খুব সহজে দেখিয়ে দেবো।

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া যথা-ফেসবুক,ইউটিউব,টুইটার এই প্লাটফর্ম গুলোর সঙ্গে প্রায় সবাই যুক্ত।
250 কোটির বেশি মানুষ প্রত্যেক মাসে ফেসবুকইউজ করে। এখানে 15 কোটির ও বেশি বিজনেস এই প্ল্যাটফর্মে সফলভাবে কানেক্ট হয়েছে।
অনেকেই এই বৃহৎ জনসংখ্যার প্লাটফর্মে তাদের বিজনেসকে প্রমোট করতে পেজ কে কাজে লাগাচ্ছেন।
ফেসবুক ফ্যান পেজ কি
ফেসবুক পেজ আপনার পার্সোনাল প্রোফাইলের সঙ্গে অ্যাটাচ থাকে,যার ফলে ফেসবুক জানতে পারবে এই পেজের মালিক আপনি।
কিন্তু এটা আপনার পার্সোনাল ফেসবুক একাউন্ট থেকে পুরোপুরি আলাদা। আপনি এই ফেসবুক পেজ থেকে নিজের ব্র্যান্ড কে প্রোমোট করতে পারেন।
ফেসবুক এই বৃহৎজনসংখ্যার কাছে আপনার ব্র্যান্ড কে প্রচার করার জন্য এই বিসনেস পেজ সৃষ্টি করেছে।
এখানে অনেক এমন ফীচার আছে যার সাহায্যে আপনার পেজকে আরো গ্রো করতে হেল্প করে যেমন analytics,advertising, and post scheduling.
এটা আপনারা সবাই জানেন তাও আমি বলে দিই, ফেসবুকে শুধু বিজনেস প্রমোটের জন্যই পেজ তৈরি করে না ।
এখানে অনেকেই নানান কারণে পেজ খুলে থাকেন।
ফেসবুক পেজ কি কারণে তৈরী করে
দেখুন আমি প্রথমেই বলেছি ফেসবুক কোটি কোটি ইউসার ব্যবহার করে এবং অনেকেই এখানে পেজ বানিয়ে এর বিশাল ইউসারকে কাজে লাগিয়ে অনেকভাবে ইনকাম করে নেই।
উধারণস্বরূপ- ধরুন আপনার একটি ওয়েবসাইট আছে সেখানে এই পেজ থেকে ট্রাফিক বা দর্শক নিতে পারেন।সেই ভাবে ইউটউব channel এর জন্য ট্রাফিক নেওয়া যাই।
ফেসবুক পেজ বানিয়ে মোবাইলের সাহায্যে কিভাবে টাকা আয় করবেন সেটি আরো বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন-
আপনার নুতুন ইউটিউব চ্যানেল হোক বা লোকাল বিজনেস, কিভাবে একটি বিজনেস পেজ খুলবেন তার বিস্তারিত আমি শুরু করতে যাচ্ছি।
নিচে আমরা স্টেপ বাই স্টেপ প্রসেস দেখে নেবো,আপনারা সেটিকে ফলো করুন।
জানুন মোবাইলে ফেসবুক পেজ খোলার নিয়ম ?
যেকোনো facebook পেজ বানাতে গেলে একটা fbঅ্যাকাউন্ট থাকা দরকার। সেটা নিশ্চয়ই আপনাদের সবার আছে।
আর যদি, Facebook account না থাকে তাহলে একটি অ্যাকাউন্ট বানিয়ে নিন।
নিচে আমার স্টেপ গুলি ফলো করুন, প্রথমে মোবাইলে app দিয়ে ফেসবুক পেজ তৈরি করবো তার পর কম্পিউটারে ওয়েবসাইট থেকে কিভাবে বানাবেন সেটা দেখবো।
প্রথম ধাপ- নিজের মোবাইলে ফেসবুক app ওপেন করুন,ডানদিকে উপরে ৩টে লাইন আছে সেখানে টাচ করে মেনু ওপেন করুন।
দ্বিতীয় ধাপ – menu ওপেন হলে স্ক্রল করুন নিচে,এবার “Pages” অপসন দেখতে পাবেন ওখানে টাচ করে ওপেন করুন।

তৃতীয় ধাপ – এখানে “Create” অপসন দেখতে পাবেন ,পেজ বানাতে ওখানে টাচ করুন।তারপর “get started” ট্যাপ করে শুরু করুন।

চতুর্থ ধাপ:- পেজ বানাতে আপনাকে চারটে স্টেপ পুরুন করতে হবে যথা-
1st- page name এই স্থানে নিজের ব্যান্ডের নাম দিন।মানে যে নামে পেজ বানাতে চান সেটা দিয়ে দিন যেমন আমার ব্র্যান্ড নাম টেক জামান দিয়েছি।
নাম টাইপ করার পর next করুন।
2nd- এবার আপনার ব্র্যান্ড কোন ক্যাটাগরিতে পরে সেগুলি সিলেক্ট করুন।
যেমন আমার ব্লগ টি পার্সোনাল ওয়েবসাইট তাই আমি “personal blog” সিলেক্ট করেছি। আপনারা নিজেদের ব্যান্ডের ক্যাটাগরি সিলেক্ট করুন।তারপর next করুন।

3rd- আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে সেটি দিয়ে দিন,আর না থাকলে i dont have a website এ টাচ করে next করুন।
4th- এবার আপনার ফেসবুক পেজের প্রোফাইল পিকচার এবং কভার ফটো অ্যাড করেনিন,তারপর done করুন।

এই চারটি স্টেপ ঠিক ঠাক কমপ্লিট করলে Congratulations মোটামুটি আপনার ফেসবুক পেজ তৈরি করা হয়ে গেছে।
হ্যাঁ তবে এখনো কিছু কাজ বাকি আছে সেগুলো আমি নিচে দেখিয়ে দেব। যেমন – ফ্রেন্ডদের ইনভাইট কিভাবে করবেন,কোথায় পোস্ট লিখবেন সেগুলো দেখে নিন।
ফেসবুক পেজ তৈরী হওয়ার পর কি করবেন?(ফেসবুক পেজ কিভাবে চালাতে হয়)
ফেসবুক পেজ ব্যবহার করা খুব সহজ। একটু দেখে নিলেই সব বুঝতে পারবেন।

ছবিতে দেখতেই পাচ্ছেন homepage পোস্ট লেখা আছে,ওখানে ক্লিক করলেই ফেসবুক একাউন্টে ছবি,ভিডিও যে ধরণের পোস্ট করেন এখানে ও সেই ধরণের অপসন পাবেন।
আপনার ব্লগ বা কোনো ওয়েবসাইট,ইউটউব চ্যানেল থাকে তাদের পোস্ট গুলির লিংক এখানে copy/pest করে পোস্ট করুন।
এবার আশা করি পোস্ট কিভাবে করতে হয় সেটা বুঝেছেন।
ফেসবুক পেজের ইনফরমেশন বা তথ্য গুলি দিন
একটি ফেসবুক পেজের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ব্যান্ড সম্পর্কে তথ্য পাবলিকের সঙ্গে শেয়ার করা,সেটা কোথায় ও কিভাবে করবেন দেখুন।
হোমপেজ ওপরে যে অপসন গুলি দেখতে পাচ্ছেন overview,ads ওখানে স্লাইড দিয়ে লাস্ট অপসন more ওপেন করুন।
পেজের সমস্ত সেটিং এখানে থেকে চেঞ্জ করে নেওয়া হয়। এবার নিচে স্ক্ৰল করুন edit page Info ওপেন করুন।

এখানে আপনাকে নিজের ব্র্যাডের নানান তথ্য গুলি দিতে হবে।যেমন-description এ ছোট করে ব্র্যাডের সম্পর্কে লিখুন।
নিজের contact,location,ইত্যাদি তথ্য গুলো দিয়ে দিন।
ফ্রেন্ডদের যেভাবে ইনভাইট করবেন
প্রথমে more অপসনে ওপেন করুন, নিচে Grow Your Audience সেকশনে যান,সেখানে invite friends থেকে ফেসবুকে নিজের ফ্রেন্ডদের ইনভাইট করুন।

এছাড়া আপনি “copy page link” করে হোয়াটস্যাপ,ইনস্টাগ্রাম,ও ওয়েবসাইট এই পেজকে পাবলিক ও বন্ধু-বান্ধব এরসঙ্গে শেয়ার করতে পারবেন।
যাইহোক,আশাকরি এবার আপনারা মোবাইলে ফেসবুক পেজ খুলতে আর কোনো অসুবিধে হবে না ।
আরো পড়ুন –
নতুন ভার্সন ওয়েবসাইটে কিভাবে ফেসবুক পেজ খুলবেন –
উপরে আমরা মোবাইল এরমধ্যে কিভাবে ফেসবুক পেজ বানাতে পারবেন সেটা জানলাম।এবার কম্পিউটারে নতুন ভার্সন ফেসবুক এ কিভাবে পেজ তৈরি করতে হয় সেটা এখানে দেখবো।
তাই প্রথমে নিজের আইডি থেকে ফেসবুক ওয়েবসাইটে লগইন করুন।
প্রথম ধাপ :- আপনি যদি ফেসবুক পুরোনো ভার্সন ব্যবহার করছেন তাহলে উপরে more অপশনে গিয়ে “Switch to New Facebook” গিয়ে ফেসবুকের নুতুন ভার্সন ওপেন করুন।
Note – সবার একাউন্টে এখনো এই অপসনটি ফেসবুক এনাবল করেনি।তাই আপনি New Facebook option না দেখতে পেলে wait করুন আপনার কিছু দিনের মধ্যে চলে আসবে।

দ্বিতীয় ধাপ : নুতুন ভার্সনে ফেইসবুক ডিসাইন ,লুক ,অপসন গুলো অনেকটা app এর মতোই।
যাইহোক, হোমপেজ ওপেন হলে বামদিকে pagesপাবেন ওখানে ক্লিক করুন।তারপর একটি পেজ বানাতে creat page এ ক্লিক করুন।

তৃতীয় ধাপ : এবার আপনি নুতুন পেজে চলে আসবেন যেখানে আপনার পেজ সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে।
- প্রথমে সেকশনে আপনার পেজের নাম দিন (বাংলা বা ইংলিশে দিতে পারেন)।
- দ্বিতীয় সেকশনে আপনার পেজ কোন ক্যাটাগরিতে সেগুলি সিলেক্ট করুন।
- তৃতীয় সেকশনে আপনার পেজ সম্পর্কে একটা ছোটো description দিন ২-৩ লাইনের মধ্যে।তারপর create page এ ক্লিক করুন।

চতুর্থ ধাপ : এবার আপনাকে পেজের প্রোফাইল ফটো এবং কভার ফটো দিয়ে দিন তার পর সেভ করুন।
Congratulations মোটামুটি আপনার ফেসবুক পেজ তৈরি করা হয়ে গেছে।

ফেসবুক পেজ বানানোর পর কি করবেন ?

ফেসবুক বিসনেস পেজ বানানো হয়ে গেলে এবার কিছু সেটিং করে নিন যেমন এডিট পেজ ইনফো।
এখানে আপনার ব্রান্ড সম্পর্কে ইনফরমেশন,লোকশন,কন্টাক্ট ইনফরমেশন এই গুলি দিতে হবে। কিভাবে করবেন জেনে নিন-
- হোমপেজ থেকে বামদিকে নিচে স্ক্রল করুন edit page info অপসন এ ক্লিক করুন নিজের পেজার যাবতীয় ইনফরমেশন দিয়েদিন।
- ডান দিকে উপরে create post লেখা আছে ওখানে ক্লিক করে নিজের প্রথম পোস্ট টি পোস্ট করুন।
- তার পশে invite অপশনে গিয়ে ফ্রেন্ডস,ফ্যামেলী পরিচিতিদের সঙ্গে নিজের পেজ টি শেয়ার করুন।
মনে রাখবেন-
- আপনি নিজের ফেসবুক একাউন্টের সঙ্গে একের অধিক পেজ সংযুক্তি করতে পারেন।
- আপনার পেজ কে যারা লাইক করবে তারা আপনার একাউন্ট এর সম্পর্কে জানতে পারবে না। শুধু আপনার পেজ ও আপনি পেজে যা পোস্ট এবং শেয়ার করবেন সেটাই জানতে পারবে।
- মনে রাখবেন আপনার একাউন্ট এর সঙ্গে পেজ সংযুক্ত,তাই একাউন্ট ডিলিট বা ডিসাবল হয়েগেলে আপনি পেজের ও এক্সেস হারাবেন।
আমাদের শেষ কথা,
শেষে এটাই বলবো,আপনি ফেসবুক পেজ এরমধ্যে যত প্রোডাক্ট বা অন্যকিছু শেয়ার করবেন তত বেশি লাইক পাবেন।
আপনার বিসনেস বা ব্র্যান্ড সম্পর্কে তত বেশি মানুষ জানতে পারবে।
পেজে লাইক পাবার সহজ উপায় হচ্ছে রেগুলার পোস্ট করুন,অটোমেটিক পেজে লাইক ও ফলো পেয়ে যাবেন।
এছাড়া আপনি এড চালিয়ে লাইক নিতে পারবেন।
যাইহোক, আশা করি আপনারা কিভাবে ফেসবুক পেজ খুলবেন বা ফেসবুক পেজ খোলার নিয়ম টি পরিষ্কার বুঝতে পেরেছেন।
এছাড়া কিভাবে ফেসবুক পেজ কে প্রমোট করবেন তার আর্টিকেল আমি খুব তাড়াতাড়ি পোস্ট করবো।
আরো পড়ুন –
Know many thing about Facebook page.
Amar khub valo laglo
Know many thing about feacbook page
Thanks.
amr page er username show kortecena..search dile o astecena
আমি শুনে খুব দুক্ষিত হলাম.ফেইসবুক পেজ সম্পর্কিত সব সমস্যার উত্তর এখানে পাবেন –https://www.facebook.com/help/282489752085908/?helpref=hc_fnav
Yes
Vaia. Page create koreci.but devid/cradet card cay keno???.ar Ami biggapon Jodi ekdiner jonno rakhte cai tahole 100$ cay keno????
নায়ক, নায়িকা, ক্রিকেটারদের মতো কীভাবে ফেসবুক পেজ বানাবো
বানানের দিকে খেয়াল রাখবেন
BCS
Block kar Babu
09/12/2021
RC
159096464162185