ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধারের উপাই।
ফ্রেন্ডস আমি এই সাইটে ফেসবুক সম্পর্কে কয়েকটা আর্টিকেলে লিখেছি।এবং এই পোস্টটি ও ফেসবুক সম্পর্কে লিখবো,কেননা কিছু বন্ধু আমাকে প্রশ্ন করেছে আমার ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে কি করে তা ফিরে পাব। ভবিষ্যতে আপনার কখনো ফেসবুক হ্যাক হলে কি করবেন। তাই আজ জানুন এই পোস্টে ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধারের উপায়।

আমি ইউটিউবে কিছু ভিডিও এবং আর্টিকেল দেখলাম,সেখানে কিছু প্রক্রিয়া বলা হয়েছে হ্যাক আইডি উদ্ধার।
কিন্তু সেখানে পরিষ্কারভাবে ভেঙ্গে বুঝানোর চেষ্টা করা হয়নি। তাই আমি আপনাদের যতটা সম্ভব ছবি দেখিয়ে উদ্ধারের পন্থা বোঝানোর চেষ্টা করব।
ফেসবুক আইডি কি করে হ্যাক হয় –
ফেসবুক আইডি বিভিন্ন কারণে হ্যাক হতে পারে।যেমন বিভিন্ন রকম অ্যাপস আছে যে এপস গুলো আপনার মোবাইলে ইন্সটল করার পর আপনি বুঝতে ও পারবেন না আপনার আইডি হ্যাক হয়ে যাবে।
যখন আপনি ফেসবুকে লগইন করবেন তখন তার ইউজারনেম এবং পাসওয়ার্ড অটোমেটিকলি হ্যাকারের কাছে চলে যায়।
এছাড়া আপনাকে কেউ ফিশিং সাইট এর লিংক সেন্ড করলে যেটা ফেসবুক লগইন পেজের মত দেখতে সেখানে গিয়ে পাসওয়ার্ড এবং ইউজারনেম পুট করলে আইডি হ্যাক হয়ে যাই।এছাড়া আরো অনেক ভাবে আইডি হ্যাক হয়।
চলুন এবার দেখি আপনার fb হ্যাক হয়ে গেলে কি করবেন-
আরো পড়ুন –
ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধারের উপায় (প্রশ্ন – আমার ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে কিভাবে ফিরে পাবো?)
আপনাকে বুঝতে হবে আপনার অ্যাকাউন্টে এ কি হ্যাক হয়েছে।যদি আপনার ইমেইল আইডি বা ফোন নম্বর পরিবর্তন না হয় শুধু পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে,যেটা খুবই সাধারণ ব্যাপার তাহলে সেটা রিকভার করা খুব সহজ।
আপনি পাসওয়ার্ড দিলে এই ধরণের ম্যাসেজ দেখাবে – ” You’ve entered an old password ” তখন বুঝে নিবেন আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গিয়েছে কিন্তু ইমেইল বা ফোন নম্বর আপনার টা দেওয়া আছে।

এই পরিস্থিতে ফেসবুক আপনাকে ২টি অপসন দিবে-
প্রথম – যেখানে click here লেখা আছে ওখান থেকে আপনি পাসওয়ার্ড রিকভার করতে পারবেন।
দ্বিতীয় – নিচে forgotten password এ ক্লিক করে পাসওয়ার্ড রিসেট করতে পারবেন।
পাসওয়ার্ড রিসেট করা খুব সহজ। আপনি কয়েকটা স্টেপ পূরণ করলেই পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে।তাই নিচে লিংক দেওয়া আছে ওই আর্টিকেলটি পড়ুন যেখানে আপনি পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে তা রিকভার করবেন জেনে নিন।
এবার আমরা মেইন টপিক এ ফিরে আসি ।হ্যাকার যদি আপনার পাসওয়ার্ড এবং ইমেইল এড্রেস দুটোই চেঞ্জ করে দেয়,তাহলে আপনি কিভাবে আইডি রিকভার করবেন সেটা এবার বিস্তারিত জানব।
সর্বপ্রথম যে মোবাইল বা কম্পিউটার থেকে আপনি হ্যাক হওয়া ফেইসবুক একাউন্ট ব্যবহার করতেন সেটা দরকার পড়বে।
মনেরাখবেন – একাউন্ট রিকভার তখনি ই সম্ভব হবে,যখন আপনার কাছে সেই ডিভাইস মুজুত থাকবে যে ডিভাইস দ্বারা হ্যাক হওয়ার আগে ফেসবুক ব্যবহার করতেন।কেননা ফেসবুক যে ডিভাইস থেকে লগইন হয়েছে তার রেকর্ড রাখে।
যায় হোক,আমি ধরে নিলাম আপনার কাছে সেই ডিভাইস মুজুত আছে।এবার নিচে আমি যে স্টেপ গুলো বলব সেগুলো খুব ধ্যান দিয়ে ফলো করুন এবং নিজের একাউন্ট কে সফল ভাবে রিকভার করুন।
প্রথম ধাপ- আপনার বন্ধু বা ফ্যামিলি কারো ফেসবুক app থেকে আপনার ফেসবুক প্রোফাইল সার্চ করুন।

- নিজের প্রোফাইল ওপেন করুন।

- ৩ ডট এ টাচ দিন। এবং নিজের প্রোফাইল লিংক কে copy করুন। এখানে https//www.facebook.com/এর পর যেটা লিখা আছে সেটা আপনার প্রোফাইল লিংক সেটা লিখে রাখুন দরকার পড়বে।
- উধারণসরূপ – ছবিতে sabana.khatun.9693 হচ্ছে আমার প্রোফাইল ইউসার নাম ।

দ্বিতীয় ধাপ- এবার নিজের মোবাইল বা computer এ হ্যাক ফেসবুক চালাতেন সেখানে ক্রোম ব্রাউসার থেকে facebook.com লিখে desktop mode এ ওপেন করুন।
- forgotten password এ ক্লিক করুন।

- search by your email address করুন।তরপর –
- নিজের প্রোফাইল ইউসার নাম এখানে দিয়ে আপনার একাউন্ট সার্চ করুন।(যেটা আমি লিখে রাখতে বলেছিলাম সেই ইউসার নাম টা এখানে দিন).

তৃতীয় ধাপ : এবার আপনার প্রোফাইল খুলে যাবে।যদি এখানে আপনার ইমেইল বা ফোন দেখতে পান তাহলে continue করুন এবং আপনার ইমেইল বা নম্বর এ যে otp কোড যাবে তার সাহায্যে একাউন্ট রিকভার করে নিন।
আর যদি ইমেইল বা ফোন নম্বর সবকিছু হ্যাকার চেঞ্জ করে দিয়ে থাকে,তাহলে আপনি no longer have access to these ক্লিক করে ওপেন করুন।

Next- i cannnot access my email account এ ক্লিক করুন।

চতুর্থ ধাপ – এবার ফেসবুক আপনাকে কন্ট্যাক্ট করার জন্য ইমেইল চাইবে ,এখানে নিজের পার্সোনাল ইমেইল দিয়ে দিন।

পঞ্চম স্টেপ – আপনি যে এই একাউন্টের মালিক ফেসবুক তার ভেরিফাই করবে।প্রথমে আপনার ফুল নাম দিন এবং যেকনো একটি identity proof (পরিচয় প্রমাণ) ছবি আপলোড করুন।
আপনার যেকোনো পরিচয় প্রমাণ দিন।যেমন ভোটার কার্ড,আধার কার্ড,বার্থ সার্টিফিকেট ইত্যাদি।id এর ছবি আপলোড সেন্ড করে দিন।
মনে রাখবেন- এটা খুব ইম্পর্টেন্ট স্টেপ,কারণ ফেসবুক আপনাকে id দ্বারা ভেরিফাই করবে।

ষষ্ট স্টেপ- যদি আপনার id ভেরিফাই হয়ে যায় তাহলে,
২-৩ দিনের মধ্যে আপনি যে ইমেইল দিয়েছেন সেখানে ফেসবুক একটা মেইল পাঠাবে।তাতে একটা লিংক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আপনি একাউন্ট কে রিকভার করে নিতে পারবেন।
আমাদের শেষ কথা, আশা করি আপনি ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধারের উপায় টি এবার বুঝতে পেরেছেন। আমি উপরে যে স্টেপ গুলো বলেছি সেগুলি ঠিক ভাবে ফলো করুন।
তবে একটা কথা জেনে রাখেন এই মেথড টি অনেকেই অপব্যবহার করছে বলে ফেসবুক খুব সবধনতা অবলম্বন করছে।
যেহেতু আমাকে একজন sms করে বলেছে আমার ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে আমি কি করবো তাই আমি এই পন্থা টি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তবে আমি ১০০% গেরান্টি দিতে পারবো না আপনার id রিকভার হবে কি না।ধন্যবাদ
আরো পড়ুন –
আমার আই টা হেক হয়েছে আপনি যেমন টা বলেছেন করেছি,৷ Email id ta ki playstore add korte hobe
আমার আইডি বেন দিছে এখোন আর আশে না এই টা ঠিক করার কি কোনো উপাই আছে পিজ্জ রিপ্লাই দিবেন আমি আপেখাই থাকবো
01752529883