ফেসবুক আইডি রিকভার করুন ইমেইল ও পাসওয়ার্ড ছাড়া?
ফেসবুক আইডি রিকভার:-আমরা প্রায় সবাই ফেসবুক ব্যবহার করি কারো একটি একাউন্ট কারো একের অধিক।সময়ের সঙ্গে সঙ্গে অনেকেই একের অধিক একাউন্ট বানিয়ে ফেলে।
আর যখন পুরাতন কোনো facebook id ওপেন করতে যায়,তখন আমাদের ইমেইল বা পাসওয়ার্ড মনে থাকে না,এই সমস্যা অনেকের হয়ে থাকে তাই আজ আমরা কিভাবে পাসওয়ার্ড ভুলে গেল ফেসবুক একাউন্ট রিকভার সেট জানবো।

এখানে কিভাবে ফেসবুক আইডি ফিরে পাব সেটা খুলে জনার চেষ্টা করবো। আরেকটা কথা বলেরাখি অনেক সময় দেখা যায় অনেকেই পাসওয়ার্ড ভুলে যায়,
সেক্ষত্রে পাসওয়ার্ড রিসেট করা খুব সহজ শুধু “forgot password” করলেই একাউন্ট এ আবার লগইন করতে পারবেন।
তাই আপনি শুধু পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে কিভাবে পাসওয়ার্ড রিসেট করবেন সেটা জেনে নিন- ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন
কিন্তু আপনার যদি ইমেইল id এবং পাসওয়ার্ড কোনোটাই মনে না থাকে তাহলে কিভাবে রিকভার করবেন সেই বিষয়ে নিয়ে এখানে আলোচনা করবো।তাহলে চলুন শুরু করা যাক
আরো পড়ুন-
- কিভাবে ফেসবুক একাউন্ট ডিলেট করবেন জেনেনিন ?
- কিভাবে নিজের ডিজেবল ফেসবুকে আইডি ব্যাক পাবেন জেনেনিন ?(নুতুন নিয়ম ২০২০)
জানুন ইমেইল ও পাসওয়ার্ড ছাড়া কিভাবে ফেসবুক আইডি রিকভার করবেন?
প্রথমেই বলেরাখি আমি যে প্রসেস ফলো করে একাউন্ট রিকভার করবো সেটিতে কোনো fake id রিকভার হবে না।
এখানে ফেসবুক goverment id দ্বারা আপনার একাউন্ট কে ভেরিফাই করবে।তাই কোনো fake id রিকভার করা অসম্ভব।
যাইহোক,এখানে যে যে স্টেপ গুলো নিচে বলবো সেগুলিকে ঠিক ভাবে ফলো করুন একটাও স্টেপ মিস করবেন না—
1st – অন্য ফেসবুক অ্যাকাউন্ট থেকে নিজের id সার্চ করুন
আপনার হারিয়ে যাওয়া ফেসবুক আইডি কে খুজে বার করুন অন্য কারো ফেসবুক একাউন্ট থেকে সে আপনার বন্ধুর id থেকে হোক বা পরিবারের কোনো সদস্যের।

শুধু অন্য একটি ফেসবুক একাউন্ট থেকে আপনার সেই আইডিটি সার্চ করুন যে একাউন্টের ইমেইল ও পাসওয়ার্ড ভুলে গেছেন।
ঠিক উপরে ছবিতে যেমন আমি sabina khtun কে সার্চ করেছি।সেইভাবে আপনার আইডি কে সার্চ করে বার করুন,তারপর একাউন্ট খুজে পেলে সেই একাউন্ট টি ওপেন করুন।
2nd – একাউন্টের id বা ইউসার নাম copy করুন
আপনার একাউন্ট ওপেন হলেই আপনার নাম এ ক্লিক করুন।

এবার আপনার ওই ফেসবুক আইডির ইউসার নাম টি কপি করেনিন।সাধারণত ১৫ ডিজিটের নম্বর হয় যদি আপনি কোনো ইউসার নাম না দিয়ে থাকেন।আর ইউসার নাম দিয়ে থাকলে সেখানে নাম দেখতে পাবেন।

যেমন ছবিতে দেওয়া ১৫ ডিজিট নম্বর দেখতে পাচ্ছেন ওই টা এই একাউন্টের ইউসার id,সেই ভাবে আপনার আইডির ইউসার id , দেখুন “id=” পর ১৫ ডিজিট আপনার username এই ১৫ ডিজিট নম্বর আপনার ইউসার নাম।
হয়তো ওখানে নম্বর নাও থাকতে পারে,তাহলে নাম দেখতে পাবেন যেমন-(sabina#khatun, sabina123) এই রকম কোনো username দেখতে পাবেন।ওই username বা ১৫ ডিজিট নম্বর টা copy করেনিন।
3- ইউসার নাম দিয়ে ফেসবুক লগইন করুন
ইউসার নাম বা ১৫ ডিজিট নম্বর কপি করে নেওয়ার পর বর্তমান ফেসবুক আইডি থেকে logout করেনিন।
এবার ওই ১৫ ডিজিট নম্বর বা ইউসার নাম দিয়ে লগইন করুন।মানে “email or phone” এর জায়গায় ইউসার নাম টি পেস্ট করুন পাসওয়ার্ড ফাকা ছেড়ে লগইন এ ক্লিক করুন।

4- ক্লিক forgotten password
এবার আপনার একাউন্ট টি ওপেন হবে এখানে পাসওয়ার্ড চাইবে লগইন করতে,কিন্তু যেহেতু আপনার পাসওয়ার্ড মনে নেই তাই “forgotten password” ক্লিক করুন।

5- Reset Your Password
একটি নুতুন পেজে চলেযাবেন যেখানে আপনি পাসওয়ার্ড রিসেট বা ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন।
কেননা এখানে আপনার ফেসবুক একাউন্টের মেইল আইডির প্রথম ও শেষ লেটার দেখতে পাবেন এবং ফোন নম্বর দেওয়া থাকলে ২ একটা নম্বর দেখতে পাবেন,হয়তো এই দেখে আপনার মনে পড়তে পারে facebook id তে কোন ফোন নম্বর বা মেইল দেওয়া ছিল যদি সেই মেইল id বা phone নম্বর চালু থাকে এবং আপনার কাছে মজুত রয়েছে তাহলে continue করে পাসওয়ার্ড রিসেট (পরিবর্তন)করেনিন।
আর যদি আপনার কোনো কিছু মনে না থাকে তাহলে “no longer access these“ এ ক্লিক করুন।

এখানে একটা কথা বলে রাখি, ছবিতে যে একাউন্টের এক্সেম্পল দিচ্ছি সেখানে শুধু ইমেইল দেওয়া ছিল (b*****3@gmail.com) তাই only ইমেইল দেখাচ্ছে,কিন্তু আপনার phone number দেওয়া থাকলে সেটাও দেখাবে অথবা শুধু ফোন নম্বর দেওয়া থাকলে মেইল দেখাবে না।
6- next – i cannot access my email account
আপনাকে দ্বিতীয় বার login করার জন্য বলবে,কিন্তু যেহুতু ইমেইল মনে নেয় তাই “i cannot access my email account“ অপশন এ ক্লিক করুন।

7- নতুন email তৈরী করুন
নতুন পেজ খুলে যাবে যেখানে আপনি অন্য একটা email একাউন্ট দিয়ে দিন যেটা আপনার মনে আছে ও মজুত রয়েছে। আর হ্যা, এখানে কনফ্রম করার জন্য ২য় বার মেইল টি লিখুন।তারপর continue করুন।

8- গভর্মেন্ট id সাবমিট করুন
নতুন ইমেইল সাবমিট করা হয়েগেল,এবার ফেসবুক আপনার আইডি কে ভেরিফাই করবে তারজন্য আপনাকে গভর্মেন্ট আইডি ফটোকপি আপলোড করতে হবে।
প্রথমে আপনার আইডি কোন দেশের সেটা সিলেক্ট করুন-আমার id ইন্ডিয়া থেকে জারি (issued)তাই আমি ইন্ডিয়া সিলেক্ট করেছি আপনারা নিজের দেশ বেছে নিন তারপর continue এ ক্লিক করুন।

এবার একটা ছোটো ফর্ম দেখতে পাবেন যেটা আপনাকে পূরণ করতে হবে।ফর্মে আপনার নাম,প্রোফাইল লিংক,ফোন নম্বর ইত্যাদি পূরণ করতে হবে। আমি বিস্তারিত বলে দেব কিভাবে ফর্ম টি পূরণ করবেন।

full name-আপনার পুরো নাম টা দিন যেমন গভর্মেন্ট id এবং ফেসবুক id তে আছে।
link(url) to your timeline – আপনার একাউন্ট এর tmeline লিংক দিতে হবে সেটা কিভাবে করবেন বলে দিচ্ছি।
আপনি ফ্রেন্ড বা ফ্যামিলির fb একাউন্ট টি পুনরায় ওপেন করুন একটি নুতুন ট্যাবে, এবার আগে যেভাবে ১৫ ডিজিট username কপি করেছিলেন এবার পুরো লিংক টা কপি করুন,তারপর ফর্মে পেস্ট করেদিন।

select your issue- এখানে 4th অপশন টি সিলেক্ট করুন ”I have lost complete access to this phone number”
countery code- কান্ট্রি কোড দিন নিজের দেশের যেমন ইন্ডিয়ার +৯১.
describe your issue- এখানে আপনার সমস্যাটি সংক্ষিপ্ত বর্ণনা করতে হবে তাই এখানে লিখুন-i have lost my phone number and email id both. please check my new email id as i have mentioned and send recovery link on that.
choose file- এখানে আপনার কোনো গভর্মেন্ট আইডির ছবি আপলোড করুন যেমন ভারতে (আধার কার্ড,প্যান কার্ড,ভোটার কার্ড ) ইত্যাদি। সব কিছু ঠিক ঠাক করে নেওয়ার পর নিচে send করেদিন।
9- facebook id recover link (পুনরুদ্ধার)
ফর্ম ফিলআপ করার পর ফেসবুক আপনার একাউন্ট কে ভেরিফাই করে ২৪ ঘন্টার মধ্যে আপনার দেওয়া নুতুন মেইল id তে একটি মেইল পাঠাবে।সেই মেইল টি ওপেন করুন সেখানে একটি লিংক দেখতে পাবেন এই লিংক টিতে ক্লিক করুন।মনেরাখবেন,এই লিংক ৭ দিন ভ্যালিড থাকবে,তার আগে এই লিংক টি ওপেন করেনিবেন।

10- choose a new পাসওয়ার্ড
লিংক এ ক্লিক করলে দেখতে পাবেন নিউ পাসওয়ার্ড চাইছে,আপনি পছন্দের মতো পাসওয়ার্ড দিয়ে facebook id রিকভার করে নিন।

congratulations আপনার ফেসবুক একাউন্ট রিকভার হয়ে গেছে এবার আপনি এই একাউন্ট আবার আগের মতো ব্যবহার করতে পারবেন।
শেষ কথা,
বন্ধুরা উপরে যে প্রসেস নিয়ে কথা বললাম তাতে ১০০% রিকভারি হবে তার কোনো গেরান্টি নেই,এটা সম্পর্ণ ফেসবুক এর উপর নির্ভর করে।
তবুও এই পদ্ধতি দিয়ে হারিয়ে যাওয়া ফেসবুক আইডি কে রিকভার করতে দেখেছি।
ফেসবুক আইডি রিকভার করার যতগুলো পন্থা আছে এটাই বেস্ট যেটা আমার মনে হয়।
যাইহোক,উপরে আমি যেভাবে স্টেপ বায় স্টেপ বলেছি সেই ভাবে করে দেখুন আশা করি আপনার আইডি রিকভার হয়েযাবে।
কোনো কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না।ধন্যবাদ
আরো পড়ুন-
ফেক ন্যাশনাল আইডি দিয়ে আপনার এ পদ্ধতিতে এফবি আইডি রিকোভার সম্ভব?
না ফেসবুক বুঝতে পারলে আপনার একাউন্ট কোনোদিন রিকভার করবে না।
আমার ফেসবুকের পাসওয়ার্ড বুলে গিয়েছ। তারপর আমি ফরগেট পাসওয়ার্ড এ গিয়ে ইমেলের মাধ্যমে রিকভার করতে চাইলে আমার ইমেলে কোড আসে না আজকে ৫ দিন৷ তারপর আমি আবার ট্রাস্টটেড কন্টাক এ গিয়ে ৩ জন ফেন্ড এর কোড দিই এবং পাসওয়ার্ড ও চেন্জ করি কিন্তু। এখন আাবার বলে আমার পাসওয়ার্ড ভুল এখন আমি কি করবো?
আমি আমার আইডিতে পাসওয়ার্ড ফরগেট দিয়েছি কিন্তু কোড পাচ্ছি না
Hlw
আমার আইডিটা নষ্ট হয়েছে প্রায় দুমাস হয়ে গেল ফেসবুক আমার থেকে যেসব ইনফরমেশন চেয়েছে আমি সবগুলো দিয়েছি কিন্তু আমি আমার আইডিটা এখনো ফিরে পায়নি প্লিজ আমাকে এই ব্যাপারে সহযোগিতা করলে অনেক খুশি হতাম
ধন্যবাদ
ভাই, গত ৩ ডিসেম্বর আমার ফেসবুক অ্যাকাউন্ট “Ab Jalil”- এ logged in থাকাকালীন অবস্থায় আমার Huawei Y7 Prime ফোনটি ভেঙ্গে নষ্ট হয়! ১০ ডিসেম্বর নতুন ডিভাইস Samsung M 21 থেকে ফেসবুক আইডিতে ঢুকতে পারছিনা,পাসওয়ার্ড ভুলে গেছি। কোড পাঠায় আমার ইমেইল অ্যাড্রেস ” abjalilat@gmail -এ যা খুঁজেই পাইনা !
এদিকে এই ইমেইল অ্যাড্রেসের password ও ভুলে গেছি! Ricovery email address ও Phone Number দিয়ে চেষ্টা করলে Verification Code পাঠায়,কোড দিয়ে চেষ্টাও করি,বাট শেষে বলে, Google Couldn’t verify this (abjalilat@gmail) account belongs to you.
প্লিজ,আমাকে হেল্প করুন।
আমার জিমেইল হ্যাক
আপনি গুগল হেল্প সেন্টারে যোগাযোক করুন।
https://www.facebook.com/ranjit.hembram.75470316
আমার আইডি টা হেক করছে কেউ জদি আমার আইডি টা ফিরে দিবেন
আমি শুনে খুব দুক্ষিত হলাম,আপনি facebook হেল্প সেন্টারে যোগাযোক করুন। লিংক দিলাম –https://bn-in.facebook.com/help
my problem plz help me
ডিএক্টিভ ফেসবুক আইডির পাসওয়ার্ড এবং মেইল ভুলে গেলে ফেইসবুক রি এক্টিভ করা এবং ফেসবুকের সাথে কানেক্টেড ইন্সটাগ্রামে লগইন করা কি সম্ভব?
facebook হেল্প সেন্টারে যোগাযোক করুন। লিংক দিলাম –https://bn-in.facebook.com/help
আমার আইডি হ্যাক হয়ে গেছে
Kdodn
আমি শুনে খুব দুক্ষিত হলাম,আপনি ফেইসবুক হেল্প সেন্টারে যোগাযোক করুন।
Amr eta dekay sodo 5-6 days hoye gece akn ki krbo
আপনি আর কয়েক দিন wait করুন,আপনার দেওয়া তথ্যটি যাচাই করে ফেইসবুক আপনাকে ইনফর্ম করবে।
Assalamualaikum,,,,,
Amr Gmail password sob bole gesi apnar dewa niome dei but I can’t access aita asena ki korlnio
😔
Kamal Hossain
Bhai Amar I’d akjoner kase ad korsilam
Tar por theke Amar I’d khuje pacchi na .
Apni Jodi Amar I’d ta Abe diten tahole Ami
Onek Khushi hotam please bhai..
Bai Amer Facebook I’d hack hoyce 5 month age ame ke korbo
আমার আইডিটা হ্যাক হয়েছে,,এটা কিভাবে ফিরিয়ে আনতে পারি
হ্যাক হওয়া ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায়?
মেইলে কোড আসে না এই ক্ষেত্রে কি করা যায়…?
যানাবেন প্লিজ…!
আপনি ফেসবুক হেল্পসেন্টারে যোগাযোগ করুন।
https://www.facebook.com/profile.php?id=100035236713725
vaiya amar facebook account hack hoye gece recovery kore diben vaiya
Jaman
Jaman vaiya help korben plz
ধন্যবাদ
Yes
Dabashis dash
Please my Facebook all ok
আইডি খুজে পাওয়া যায় না
আপনি ফেসবুক হেল্পসেন্টারে যোগাযোগ করুন।লিংক- https://www.facebook.com/help
New email er option asena kno?
01793928235
আমার আইডি ডিজাবল হয়ে গেছে কোনো ভাবে আনতে পারছি না হেল্প করেন
Yes
ফেসবুক আইডি রিকভার করুন ইমেইল ও পাসওয়ার্ড ছাড়া?
Abc
My ID login code ashtasena
আমি আইডি লগইন করছি পাসওয়ার্ড ঠিক তারপরও লগইন করে আমার মোবাইলে আসতেছেনা একটু একটু আমার আইডি ভেরিফাই করে দেখেন আর আমার মোবাইলে কোড পাঠান প্লিজ বাংলাদেশ আমি বাংলাদেশে থাকি
সিম হারিয়ে গেছে কি বাভে আমার আগের আইডি পাসওয়ার্ড চেঞ্জ করবি
AMI AMAR ACOUNTE KUJE PASSINA KI KORBO
100071371520098