নতুন ফেসবুক Account খোলার নিয়ম?
নতুন ফেসবুক আইডি খোলার নিয়ম :-ফেসবুক এমন একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম যার ব্যবহারকারী সংখ্যা প্রায় 260 কোটি।
আশাকরি আপনারা অলরেডি ফেসবুক ব্যবহার করছেন,তবে যদি নুতুন একটি ফেসবুক আইডি খুলতে চান তাহলে এই পোস্টে জেনেনিন নতুন ফেসবুক আইডি খোলার নিয়ম।

বন্ধুগণ সমগ্র বিশ্বে মাসিক 260 কোটি বা ইন্ডিয়াতে 30 কোটির বেশি অ্যাক্টিভ ইউজার থেকে জানা যায় ফেসবুক কতটা পপুলার সোশ্যাল নেটওয়ার্কিং সাইট।
এমন ইয়াংস্টার খুব কম আছে ,যে ফেসবুক ব্যবহার করে না।
ইন্টারনেটে গুগোল ও ইউটিউব এর পর ফেসবুক সবথেকে অধিক জনপ্রিয় social media platform।
মোবাইলের মধ্যে ফেসবুক একাউন্ট খুলা খুবই সহজ।নিজের এন্ড্রোইড মোবাইলে গুগল প্লে স্টোর থেকে ফেসবুক অ্যাপ্লিকেশন টি ইনস্টল করুন।
এবার কয়েকটি স্টেপ পূরণ করলেই আপনার নিউ ফেসবুক একাউন্ট তৈরি হয়ে যাবে।
app দিয়ে কিভাবে ফেসবুক খুলবেন,সেই নিয়ে গুগল ও ইউটউবের মধ্যে অনেক আর্টিকেল ও ভিডিও পাবেন। তাই এই নিয়ে আমি কোন পোস্ট লিখছি না।
তবে facebook.com ওয়েবসাইট গিয়ে অথবা কম্পিউটার এর মধ্যে নতুন ফেসবুক আইডি খোলার নিয়ম টি এই পোস্টে step-by-step দেখিয়ে দেব।
এছাড়া আপনি মোবাইল থেকেও ওয়েবসাইট ওপেন করে same প্রসেস ফলো করতে পারেন। সেক্ষেতে একাউন্ট তৈরী হওয়ার পর,
app থেকে লগইন করে same একাউন্ট ব্যবহার করতে পারেন ।
নতুন ফেসবুক আইডি খোলার নিয়ম –
বিশ্বের সবথেকে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক শুধু মাত্র পার্সোনাল ইউজ এর জন্য ব্যবহার হয় না।
এখন ফেসবুক বিজনেস,প্রোজেক্টে সেলস,পার্সোনাল ব্র্যান্ড,অনলাইন স্টোর, ভিডিও স্ট্রিমিং, মিডিয়া এবং আরও অনেক কিছুর জন্য ব্যবহার হয়।
জানুন –
আমরা এখানে যেহেতু আলোচনা করছি পার্সোনাল acount কিভাবে খুলবেন তাই এই ফেসবুক পার্সোনাল প্রোফাইল সম্পর্কে একটু জেনেনি।
সাধারণত ফেসবুকে বেশিরভাগ ইউজার নিজের পার্সোনাল অ্যাকাউন্ট ওপেন করে।তাছাড়া আপনি যদি ফেসবুক বিসনেস পেজ বা গ্রুপ খুলতে চান,তাহলে একটি পার্সোনাল প্রোফাইল থাকা প্রয়োজন।
ফেসবুক পার্সোনাল একাউন্ট হচ্ছে,যেখানে আপনি নিজের ফ্রেন্ডস বা ফ্যামেলীর সঙ্গে নিজের ব্যক্তিগত তথ্য,ভিডিও,ছবি,ম্যাসেজ আদান প্রদান বা ডিসকাস করতে পারবেন।
সেইরূপ আপনিও আপনার ফ্রেন্ডস এর শেয়ার করা personal তথ্য কে নিয়ে ডিসকাস করতে পারবেন।
নিজের চেনা পরিচিত ব্যাক্তি বা নুতুন নুতুন ফ্রেন্ড এর সঙ্গে সংযুক্ত স্থাপন করা যায়।
এছাড়া নিজের পছন্দের খবরা-খবর,ভিডিও,তথ্য,এডুকেশন এর কারেন্ট অপডেট বা জানকারীর বিপুল ভান্ডার পেয়ে যাবেন।
এই সবকিছু সুবিধে পেতে আপনার শুধু একটি ফেসবুক আইডি এর প্রয়োজন পড়বে।
তাই দেরি না করে,কিভাবে নিজের মোবাইল বা কম্পিউটার থেকে একটি নতুন ফেসবুক একাউন্ট তৈরি করে নিতে পারবেন, সেটা নিচে ধাপে ধাপে জেনে নিন।
আরও পরুন –
ফেসবুক একাউন্ট খোলার নিয়ম –(স্টেপ বাই স্টেপ জেনেনিন)
নিউ ফেসবুক একাউন্ট চালু করতে আপনার একটি ইমেইল বা ফোন নম্বর এর প্রয়োজন পড়বে।
প্রথম ধাপ – Open Facebook Website
নিজের কম্পিউটার বা মোবাইল থেকে ব্রাউজার ওপেন করুন তারপর www.facebook.com লিখে সার্চ করুন।(আমি পরমার্শ দেব মোবাইলে গুগল ক্রোম ও কম্পিউটারে ক্রোম বা ফায়ারফক্স ব্যবহার করুন)।

অফসিয়াল ফেসবুক ওয়েবসাইট খুল্লে সেখানে লগইন ও sign up স্ক্রিন দেখতে পাবেন। মোবাইলে থেকে ক্রোম ব্রাউজার দ্বারা ওপেন করলে Desktop mode করেনিন।
দ্বিতীয় ধাপ – Sign Up in Facebook
নতুন ফেসবুক চালু করতে আপনাকে একটি একাউন্ট ক্রিয়েট করতে হবে।ফেসবুক সাইট এ যেখানে ”Create an account” লেখা আছে তার নিচে,যে ফর্ম টি দেখতে পাচ্ছেন সেটি ফিলাপ করতে হবে।চিন্তা নেয় আমি A to z দেখিয়ে দেব।
প্রথমত আপনি যদি ফেসবুক বাংলাতে ক্রিয়েট করতে চান,তারজন্য আপনি নিচে language থেকে বাংলা কে সিলেক্ট করতে পারেন।
তবে আমি এখানে ইংলিশ যেটি ডিফল্ট language,সেটি দিয়ে sign up করে দেখাবো।

ফেসবুক অফসিয়াল ওয়েবসাইট খুল্লে উপরে ছবিতে দেখানো অনুরূপ ইন্টারফেস দেখতে পাবেন।একাউন্ট ক্রিয়েট করতে নিচের স্টেপ গুলি ফলো করুন –
দেখুন ছবিতে আমি নম্বর দিয়েছি ওখানে কি লিখবেন সেটা উদহারণ দিয়ে বুজিয়ে দেয়ার জন্য।
- নম্বরে আপনার পুরো নাম দিতে হবে। যেখানে first name লেখা আছে ওখানে নিজের প্রথম নাম দিন ও surname এর জায়গায় লাস্ট নাম দিন। উদহারণ – ধরুন আপনার নাম “kabir khan” তাহলে first name হবে kabir ও last name হবে khan
- দ্বিতীয় বাক্স এ আপনাকে নিজের মোবাইল নম্বর বা ইমেইল এড্রেস দিতে।
- তৃতীয় বক্সে পছন্দের পাসওয়ার্ড দিয়ে দিন। (মনে রাখবেন পাসওয়ার্ড সব সময় strong দেওয়ার চেষ্টা করবেন) যেমন – kabirkhan1234 হচ্ছে একটি দূর্বল পাসওয়ার্ড।একটি strong পাসওয়ার্ড তৈরী করতে nick name(ডাকনাম)/Parents name/unique place name সঙ্গে 4-6 ডিজিটের নম্বর ও special character ব্যবহার। উদহারণ – Ding22dubai@1990
- চতুর্থ বক্সে যেখানে Date of Birth লেখা আছে সেখানে নিজের জন্ম তারিক টি দিয়েদিন।
- পঞ্চম বক্সে নিজের লিঙ্গ সিলেক্ট করুন।ছেলে হলে male এবং মেয়ে হলে female সিলেক্ট করুন।
- Sign Up করার আগে সব কিছু ঠিক ভাবে আরেকবার দেখে নিন তারপর Sign Up এ ক্লিক করুন।
জেনে নিন –
তৃতীয় ধাপ – Verify your email or phone
Sign up করার পর আপনার মোবাইল নম্বর বা ইমেইল এড্রেস এ একটি OTP যাবে (যেটি আপনি ফেসবুকে Sign up করার সময় দিয়েছেন)।
ফেসবুক আপনার সেই ইমেইল বা মোবাইল নাম্বার ভেরিফাই করার জন্য একটি “5 digit” কনফার্মেশন কোড পাঠাবে।
এবার সেই কোড টি ইমেইল বা মোবাইল থেকে দেখেনিয়ে এই ভেরিফেকশন বাক্স এর মধ্যে টাইপ করুন।

কন্টাক্ট ইনফো ভেরিফাই হয়ে গেলে ফেসবুকের হোমপেজ খুলে যাবে ,তবে হাঁ এখনো আপনাকে অনেক গুলি স্টেপ পার করতে হবে।চিন্তা নেই ,আমি একে একে ওই গুলি দেখিয়ে দেব।
চতুর্থ ধাপ – Upload a profile picture
একাউন্ট ভেরিফাই করার পর ফেইসবুক আপনাকে প্রথমে profile picture বা DP আপলোড করতে বলবে।

দেখুন যে গ্রীন রঙের “অ্যাড পিকচার”(Add Picture) লেখা আছে সেখানে ক্লিক করে কম্পিউটার এর ফাইল ম্যানেজার ওপেন হবে।সেখান থেকে পছন্দের ছবি আপলোড করেনিন।
এছাড়া আপনি চাইলে লাইভ সেলফি তুলেও আপলোড করতে পারেন,তার জন্য take a Photo অপশনে ক্লিক করুন। এক্ষেতে মোবাইলে ফ্রন্ট ক্যামেরা ও পিসি তে webcam ওপেন হবে।
পঞ্চম ধাপ – Find Your Friends
নিজের প্রোফাইল পিকচার সেট হয়েগেলেএবার নিজের বন্ধুদের ফ্রেন্ডস রিকুয়েস্ট সেন্ড করুন।তার জন্য আপনি যা করবেন জেনে নিন –

”Find people you know“লেখা আছে ওখানে যে বাক্স দেখতে পাচ্ছেন সেখানে নিজের ফ্রেন্ডস, রিলেটিভ, ফ্যামেলী, পরিচিতিদের নাম সার্চ করুন।তারপর তাদের ফ্রেন্ডস রিকুয়েস্ট সেন্ড করতে পারেন।
আর আপনি চাইলে এগুলি পরে করতে পারেন।আপনার মোটামোটি ফেসবুক তৈরী হয়ে গেছে।যেটা হোমপেজ খুললেই বুঝতে পারবেন।
ষষ্ঠ ধাপ – Open Home page
এবার আপনি নিজের হোমপেজ চলে যান,তার জন্য আপনাকে বাঁ দিকে উপরে নিজের নাম এ ক্লিক করুন।

Congratulations বন্ধুরা, হোমপেজে খুলেগেলেই আপনি নিজের নিউ ফেসবুক একাউন্ট কে দেখতে পাবেন। আপনার নুতুন ফেসবুক আইডি সম্পূর্ণ তৈরী হয়ে গেছে।

এবার আপনি যে কোনো ডিভাইস থেকে যথা -মোবাইল,কম্পিউটার,apps থেকে ইউসার নাম (ইমেইল/ফোন নম্বর) ও পাসওয়ার্ড দ্বারা লগইন করে ফেসবুক access করতে পারবেন।
তাহলে তো বন্ধুরা দেখলেন নতুন Facebook account খোলার নিয়ম টি কত সহজ।
তবে,Facebook খুলার পর পুরোপুরি একাউন্ট সেটাপ করতে আরো কয়েকটি তথ্য ফেসবুক কে দিতে হবে।সেটি কিভাবে করবেন দেখে নিন।
ফেসবুক একাউন্ট ওপেন করার পর আপনার যা করণীয় ?
আপনার fb প্রোফাইল কে পুরোপুরি সেটআপ করতে কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিং ও তথ্য প্রদান করতে হবে।আমরা একে একে সেগুলি দেখেনেব।
Cover photo Add – কভার ফটো অ্যাড করার জন্য প্রোফাইল পিকচার এর উপরে সেটি সংযুক্ত করার অপসন বা মেসেজ পাবেন।

নিজের প্রোফাইল এডিট করুন –
fb তে আপনার প্রোফাইল কে যত সুন্দর ও এট্রাক্টিভ বানাবেন আপনার আইডি বা প্রোফাইল কে তো সুন্দর লাগবে।এর জন্য আপনার কিছু পার্সোনাল ইনফরমেশন দিতে হবে,যে গুলি দেওয়ার ফলে আপনার প্রোফাইল কে unique বা সবার থেকে আলাদা দেখাবে।

হোমপেজ এ বাঁ দিকে নিচে আপনি প্রোফাইল এডিট করার অপসন পাবেন।এখানে যে তথ্য গুলি দিতে হবে
- আপনি কোন শহরে বসবাস করেন সেটি দিন।
- আপনার হোমটাউন কোথোয় ?
- আপনার High School এর নাম ?
- collage/university এর নাম ?
- আপনি কোথয় কাজ করেন?
- Relationship status?
- আপনার শখ বা hobby কি ?
আরও বিভিন্ন ধরণের পার্সোনাল তথ্য দিতে পারেন।ফেসবুক প্রোফাইল এডিট করা জরুরি,কারণ এই তথ্য গুলি জানার ফলে ফেসবুক বুঝতে পারে আপনার সম্পর্কে,
এবং ফেইসবুক আপনার ঠিকনা,স্কুল,কলেজ,workplace এর বিবেচনা করে ফ্রেন্ডস suggest করবে।
জানুন – কিভাবে খুব সহজে নিজের ফেসবুক প্রোফাইল লক করুন ?
Edit Facebook Bio (ফেসবুক বায়ো) –
ফেসবুক বায়ো হচ্ছে আপনি নিজের সম্পর্কে সংক্ষেপে কিছু লিখবেন যা দেখে আপনার ব্যক্তিত্ব কে জানা যাবে।
আপনার প্রোফাইল যিনারা ভিসিট করেন তখন তারা প্রথম ফেসবুক about section এ গিয়ে আপনার সম্পর্কে জানার চেষ্টা করে।
তাই নিজের বায়ো কে আপ টু ডেট করে রাখা আপনার প্রোফাইলের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
bio কে আপ টু ডেট করতে Homepage >Edit profile>add bio গিয়ে 101 শব্দের মধ্যে নিজের সম্পর্কে লিখুন।

Edit Your About Section –
এমনিতে আগেই প্রোফাইল এডিট করে নিজের সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন।তাহলেও আরও কিছু অতিরিক্ত তথ্য প্রদান করতে চাইলে আপনাকে about সেকশনে গিয়ে অ্যাড করতে হবে।
নিজের About সেকশন কে এডিট করতে Homepage>About> Add your Detatils

এখানে আপনি বিভিন্ন Additional তথ্য অ্যাড করতে পারেন,যেমন –
- Contact Information
- Websites and social links
- Add a language
- Add your religious views
- Add your political views
- Add family member
- your nickname, Favourite Quotes, Life events.
- এছাড়া আপনি কোনো কোনো জিনিসের উপর ইন্টারেস্ট যেমন- স্পোর্টস,Films,TV Programmes,Books ইত্যাদি সংযুক্ত করতে পারেন।
জানুন –
- কিভাবে ফেসবুক একাউন্ট ডিজেবল করবেন ?
- ফেসবুক একাউন্ট রিকভার করুন ইমেইল ও পাসওয়ার্ড ছাড়া ?
- ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে সেটি জানবেন ?
আমাদের শেষ কথা
তাহলে বন্ধুরা, আমরা এই পোস্টির মাধ্যমে খুব সহজে ফেসবুক চালু করার নিয়ম টি বিস্তারিত বুঝে নিলাম।আপনি নিজের মোবাইলে অথবা পিসিতে ফেসবুক ওয়েবসাইট ভিসিট করুন,
তারপর উপরের দেওয়া স্টেপ গুলি ঠিক ভাবে ফলো করে, খুব সহজে একটি নিউ ফেসবুক একাউন্ট খুলে নিন। আপনার যদি ফেসবুক চালু করতে কোনো রকম অসুবিধে তাহলে আমাকে কন্টাক্ট করতে ভুলবেন না।
যাইহোক, আশাকরি এই পোস্টিপড়ে নিলে আপনি নিজেই ফেইসবুক আইডি খুলে নিতে পারবেন।আর কিছু সাহায্যের দরকার পড়লে আমি পাশে আছি আমাকে কন্টাক্ট করতে ভুলবেন না। ধন্যবাদ
Mahmudol
About