ফেসবুক ডিজেবল আইডি রিকভার করুন।ডিজেবল আইডি ব্যাক
ডিজেবল আইডি ব্যাক : ফ্রেন্ডস ফেসবুক পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এটা নিশ্চয়ই সবার জানা আছে। ফেসবুকে অ্যাকাউন্ট নেই এমন যুবক-যুবতী খুঁজে পাওয়া মুশকিল। ভারত বাংলাদেশ পাকিস্তানের মতো দেশগুলোতে বৃহৎ জনসংখ্যা থাকার ফলে প্রত্যেকদিন এর ব্যবহার সংখ্যা বাড়তেই থাকছে।
এবং তার সঙ্গে ফেক অ্যাকাউন্টের সংখ্যাও দিন দিন বেড়েই চলছে,এই জন্য ফেসবুক প্রত্যেকদিন হাজার হাজার ফেসবুক আইডি ডিজেবল করে থাকে।সেরূপ ,আপনারও আইডি ফেসবুক ডিজেবল করে থাকে তাহলে চিন্তা নেই, এই পোস্টে কিভাবে আপনি ডিজেবল আইডি রিকভার করবেন তার পন্থাটি গুলি দেখবো।

ডিজেবল আইডি ফিরে আনা সত্যি একটি কষ্টকর কাজ। এখন ফেসবুক আপনার অ্যাকাউন্টের মধ্যে একটুও সন্দেহজনক কার্যকলাপ দেখলেই সেই একাউন্ট ডিজেবল করে দেয়।
এইজন্য অনেকের ফেক অ্যাকাউন্ট না হওয়া সত্ত্বেও অরজিনাল আইডি ডিজেবল হয়ে যায় এবং তারা সেই আইডিকে রিকভার করতে বিভিন্ন রকম সমস্যায় পড়েন।
দেখুন,ফেসবুক আইডি রিকভার করা সহজ নয় তবে আপনার অরজিনাল আইডি কোনরকম ভাবে ফেসবুক ডিজেবল করে দেয় তাহলে সেই আইডিকে রিকভার যে যে মাধ্যম গুলো আছে সে মাধ্যম গুলো আমি এখানে বলে দেবো।শুধু আপনার করণীয় কি ,সেই মাধ্যম টি সঠিক ভাবে ব্যবহার করে নিজের ডিজেবল একাউন্ট কে রিকভার করা।
ফেসবুক ডিজেবল আইডি ঠিক করার উপায়?(How to Recover Disabled Facebook Account?)
আমি শুরুতেই আপনাদের বলেছি ফেসবুক হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট। মাঝে মাঝে তারা আমাদের অ্যাকাউন্টে বিভিন্ন কারণে ডিসেবল করে থাকে,
যেমন-ফেক অ্যাকাউন্ট বানানো,ফেসবুকের প্রাইভেসি লংঘন করা (community standards), হেট ক্রাইম প্রমোট, পর্নোগ্রাফি কনটেন্ট পোস্ট করা,কেউ আপনার আইডি রিপোর্ট করলে এছাড়া আরো বিভিন্ন কারণ আছে যার জন্য ফেসবুক আইডি ডিজেবল করে দেয়।
যাইহোক,যে কারণেই আপনার একাউন্ট ডিজেবল হোক না কেন,আমি এই আর্টিকেল আপনাদের যতদূর সম্ভব সাহায্য করার চেষ্টা করব।
অনেকেই মনে করেন যে তাদের একাউন্ট চিরতরে ডিজেবল হয়েগেছে।কিন্তু অনেক সময় দেখা যায় কোনো সুরক্ষা সংক্রান্ত কারণে সাময়িক সময়ের জন্য (Temporary) আইডি ডিজেবল হয়েথাকে।সেখানে শুধু নিজের পরিচয় (identity) প্রমাণিত করলেই facebook আপনার আইডি থেকে ডিজেবল তুলে নেবে।
নিচে আমার দেখবো কিভাবে এই ধরনের Temporary ডিজেবল ফেসবুক আইডি ফিরে পাব।
যেভাবে ডিজেবল আইডি রিকভার করেবন(ডিজেবল আইডি ব্যাক)-
যদি ফেসবুক আপনার আইডি কোন সিকিউরিটি ইসু বা কোন রিপোর্টের কারণে ডিজেবল করে থাকে তাহলে, লগইন করার পরে ঠিক “Your Account Has Been Disabled” এই ধরনের আপনি লেখা দেখতে পাবেন।
এখানে যেভাবে আমি step-by-step বলব আপনারা সেভাবে ফলো করুন।তবে হাঁ আগেই বলেদি আপনার যদি fake একাউন্ট হয় তাহলে সেটা রিকভারি হবে না,কারণ এখানে পরিচয় ভেরিফাই করতে ফেসবুক আপনার id ভেরিফেকশন করবে।
যাইহোক,
প্রথম ধাপ: নিজের Disabled একাউন্ট ফেসবুক app বা ব্রাউজার থেকে লগইন করুন।তারপর নিচে “Request a Review“অপসন দেখতে পাবেন ওখানে টাচ করুন।

দ্বিতীয় ধাপ: আপনি যদি মোবাইল নম্বর না দিয়ে থাকেন তাহলে যেকোনো একটি মোবাইল নম্বর add করুন।এবং “send code” করুন আপনার মোবাইলে একটা otp আসবে সেটা আপডেট করুন।
Note- mobile নম্বর ফেসবুকে দেওয়া থাকলে এই অপসন নাও আসতে পারে।

তৃতীয় ধাপ: মোবাইল নম্বর আপডেট হয়ে গেলে next ইম্পোর্টেন্ট স্টেপ আপনার id কার্ড এর ছবি আপলোড করতে হবে।এখানে আপনার গভর্মেন্ট id যেমন ইন্ডিয়াতে আধার কার্ড,ভোটার কার্ড,ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশে ভোটার কার্ড,ড্রাইভিং লাইসেন্স এছাড়া যেকোনো দেশে –
- Birth Certificate
- Green Card, Residence Permit or Immigration Papers
- Voter ID Card
- Personal or Vehicle Insurance Card
- Marriage Certificate
- Official Name Change Paperwork
আপনার যদি বয়েস ১৮ বছরের নিচে হয় তাহলে নিজের দেওয়া এই ID গুলো আপলোড করতে পারেন –
- Utility bill
- Credit card
- School or work ID
- Library card
- Check
- Bus card
এর মধ্যে যে কোনো একটি id বা docomnet মোবাইলে ছবি তুলুন এবং সেটা আপলোড করেদিন।

id আপলোড হয়ে গেলে সেটা ফেসবুকের কাছে রিভিউ এর জন্য চলে যাবে।রিভিউ সেন্ড করলে ঠিক নিচে দেওয়া এই ধরণের ম্যাসেজ দেখতে পাবেন।

সাধারণত ফেইবুক ৪-৫ দিনের মধ্যে আপনাকে reply করে,আপনার যদি সব ইনফরমেশন ঠিক থাকে তাহলে আইডি রিকভার হয়ে যাবে।
আরো পড়ুন –
- কিভাবে মোবাইলে ফেসবুক আইডি ডিজেবল করবেন জেনেনিন?
- কিভাবে ফেসবুকে নিজের প্রোফাইল লক করবেন ?(নুতুন নিয়ম)
Expired Disabled ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে পুনরুদ্ধার করবেন?
আপনার যদি কোন 5-7 বছরের পুরনো ফেসবুক অ্যাকাউন্ট Security disabled হয়ে থাকে, পুনুরাই তাকে রিকভার করতে চান তাহলে হয়তো আপনি নিচে ফর্ম ফিলাপ করে তার রিকভার করতে পারেন।
তবে এর চান্স ৫০-৫০ অনেকেই এই পদ্ধতি প্রয়োগ করে তাদের পুরনো একাউন্ট ফিরে পেয়েছেন,সেই জন্য আমি আপনাদের এই পন্থা টি সাজেস্ট করছি। আপনি যদি লাকি হন তাহলে পুরনো আইডি রিকভার হয়ে যেতে পারে।
নিচে দেওয়া লিংকে ক্লিক করে ফর্ম টি ফিলাপ করুন।
ফেসবুক কিছু সময় আগেই নুতুন একটি ফর্ম বের করেছেন যার নাম Facebook Disabled Ineligible Form. এই ফর্ম টি তাদের কাজ করবে যাদের একাউন্ট disabled করা হয়েছে violating Facebook’s Statement of Rights and Responsibilities এর জন্য।
অন্য কোনো কারণ থাকলে এই ফর্ম টি কাজ করবে না,তবে আপনার একাউন্ট উপরে বললাম সেই জন্য ডিজেবল করে থাকে তাহলে এই ফর্ম টি ফিলাপ করে id রিকভার করুন।
এখানে একটা কথা বলে রাখি আপনি উপরের ফর্ম গুলোতে বাড়ে বাড়ে এপলাই করবেন না,বাড়ে বাড়ে Spam করলে কোনদিন id রিকভার হবে না। just একবার এপলাই করুন এবংফেসবুকের রিপ্লাই এর অপেক্ষা করুন।সবকিছু ঠিক ঠাক থাকলে আপনার একাউন্ট ফিরে পাবেন।
গুরুত্বপূর্ণ পরামর্শ: কিছু মানুষ গভর্মেন্ট id দিয়ে ডিজেবল আইডি ঠিক করার চেষ্টা করেন।কিন্তু একটা কথা মনে রাখবেন এটা ফেসবুক কোনো ছোট ওয়েবসাইট নই ,আপনি এদের বোকা বানানোর চেষ্টা করবেন না। যদি তাদের একটু ও সন্ধেহ হয় তাহলে আপনার একাউন্ট চিরতরে বন্ধ করে দিবে।তাই আমি আপনাদের এটাই দেব নিজের অরজিনাল id দিয়ে একাউন্ট রিকভার করুন।
আমাদের শেষ কথা:
ফ্রেডস,ডিজেবল আইডি ব্যাক পাওয়ার যত গুলি সম্ভাব্য উপায় ছিল সব গুলি উপরে আলোচনা করলাম,আশা করি এই মেথড গুলো এপলাই করে আপনারা ডিজেবল আইডি রিকভার করে নিবেন।
ফেসবুক দিনের পর দিন তাদের প্রাইভেসি কে নিয়ে আরো কঠোর হচ্ছে ,ফলে অনেক লোকের একাউন্ট কোনো কারণ ছাড়াই permanently বন্ধ হয়ে যাচ্ছে।আপনি উপরে যে পন্থা বললাম সব গুলো এপলাই করুন লাক ভালো হলে আপনি একাউন্ট ফিরে পাবেন।
আর একটি শেষ কথা আপনি যদি fb একাউন্টের পাসওয়ার্ড ভুলে যান তাহলে নিচে লিংকে গিয়ে জেনে নিন। আপনার যদি কোনও পরামর্শ বা মন্তব্য থাকলে কমেন্টে করতে ভুলবেন না ।ধন্যবাদ
আরো পড়ুন –
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই আমার আইডি লগইন করতে গেলে এই লেখাটি আসে এখন আমি কি করতে পারি প্লিজ আমাকে একটু এই ব্যাপারে সহযোগিতা করেন
আপনার স্ক্রিনশর্ট দেখে যা বুঝলাম,facboook আপনার একাউন্টকে রিভিউ করবে(আপনি যে ইনফরমেশন দিয়েছেন সেটা মিলিয়ে দেখাবে fb একাউন্ট এর সঙ্গে)। সেটা মিলে গেলে ফেইসবুক আপনার একাউন্ট আনব্লক করেদিবে তারপর আপনি পুনরাই লগইন করতে পারবেন।
ভাই এই একাউন্টটা খুব দরকার আমার অনেক পুরানো একটা অ্যাকাউন্ট অরিজিনাল অ্যাকাউন্ট ভাই কি দেখাইতেছে বুঝলাম না
আসসালামু আলাইকুম ভাইয়া, আমার 4 থেকে 5 টি একাউন্ট ডিজেবল করে দিয়েছে এখন আর কোন নতুন অ্যাকাউন্ট খুলে এড দিতে পারছিনা,,,
এখন আমি কি করব প্লিজ হেল্প মি
ভাই আজ ৩দিন হলো সাবমিট দিলাম কোনো Respons পাচ্ছি না কি করবো যদি একটু বলতেন
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার আইডি লগইন করা যায়নি এখনে কোড নাম্বার চায় কিন্তূ আমার সিমটা হারিয়ে গেছে তাই ইউটিউব ভিডিও দেখে আইডি লগইন করতে চাইছিলাম কিন্তুু আমার আগের আইডি আসে নায় নতুন আইডি আসছে কিন্তূ আমি আমার আইডি টা চাই ভাইয়া কোনো কি উপায় আছে pls help me
amr idta real cilo oita Disabledkore dice keno bojlam na
 
Facebook
You Have 30 Days to Request a Review Hi Kazi Tanvir,
Your Facebook account has been disabled. This is because your account, or activity on it, doesn’t follow our Community Standards.
If you think we disabled your account by mistake, we can take you through a few steps to request a review. You’ll need to complete these steps within 30 days to avoid your account being permanently disabled.
Kazi Tanvir Hosen Request Review
You can learn more about why we sometimes disable accounts by visiting the Community Standards. Thanks,
The Facebook Security Team
আমার কাছে এই ইমেলটি এসছে। আমার এখন কি করা দরকার? আমার রিয়েল আইডিতে রিপোর্ট করেছে কেউ।
আমি শুনে খুব দুক্ষিত হলাম,আপনি facebook হেল্প সেন্টারে যোগাযোক করুন। লিংক দিলাম –https://bn-in.facebook.com/help
ভাইয়া আমি সব ইনফরমেশন দিছি আর তারপর এইটা আসছে এখন আমি কি করব??
আপনি আর কয়েক দিন wait করুন,আপনার দেওয়া তথ্যটি যাচাই করে ফেইসবুক আপনাকে ইনফর্ম করবে।
ভাইয়া আমার ইমেইল এ এই মেসেজ টা আসছে এখন কি করব??
ভাইয়া আমার ইমেইল এ একটা অদ্ভুদ মেসেজ আসছে।এই দেখুন
Facebook account
Baking
lokman hakim
আমার এইটা কি ফিরে পাওয়া সম্ভব, জানাবেন প্লিজ
Vai akto bollen
এই ম্যাসেজ টিতে যা লেখাআছে তা থেকে বুঝতে পারছেন,আপনার তথ্য বা রিভিউ গ্রহণ হয়েছে কিন্ত কোভিড-১৯ এর জন্য তথ্য যাচায়ের কাজ আস্তে হচ্ছে। একটু অপেক্ষা করুন তারা আপনার id রিভিউ করে জানাবে ।
my Facebook account disabled
you can read, Why your personal Facebook account disabled? https://www.facebook.com/help/103873106370583/?ref=share
My account access
id ta ki pmo
ফেসবুক ডিজেবল আইডি ঠিক করার উপায়?(How to Recover Disabled Facebook Account?)
আমি আমার ফেসবুক একাউন্ট এ ঢুকতে গেলে এই লেখা টি আসে এখন কি করতে হবে
আপনার স্ক্রিনশর্ট দেখে যা বুঝলাম,facboook এর কাছে covid 19 এর জন্য কর্মী কম,তাই id রিভিউ করতে লেট হচ্ছে। আপনি কিছু সময় অপেক্ষা করুন,ফেসবুকের পক্ষ থেকে রিপ্লে আসলে ভালো নাহলে তাদের হেল্প সেন্টারে কনটাক্ট করুন।
http://facebook.com/id45566544
আমার আইডি আমি লগ ইন করতে পারছি না সেটা সমস্যা
আসসলামুআলাইকুম,
আমার ব্যাক্তগত ফেইসবুক আইডি গত ৮ জুন ডিজেবল হয়ে গেছে। আপনি যেভাবে বলেছেন আমি টিক সেইভাবে সাবমিট করেছি। আমার আইডিটি পাসপোর্ট দ্বারা আগে ভেরিফাই করা ছিল তাই আমি পাসপোর্ট দিয়ে সাবমিট করেছি। কিন্তু আজকে ৫ জুলাই ২৭ দিন হয়ে গেছে আমার আইডি রিকোভার হচ্ছে না। আবার বলা হয়েছে ৩০ দিন পর আইডি পারমানেন্ট ডিজেবল হয়ে যাবে, এখন আমি কি করব দয়া করে আমাকে সাহায্য করুন আইডিটি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ
id=100049896789924
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই আমার আইডি লগইন করতে গেলে এই লেখাটি আসে এখন আমি কি করতে পারি প্লিজ আমাকে একটু এই ব্যাপারে সহযোগিতা করেন
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই আমার আইডি লগইন করতে গেলে এই লেখাটি আসে এখন আমি কি করতে পারি প্লিজ আমাকে একটু এই ব্যাপারে সহযোগিতা করেন
আমি অনেকবার এপ্লাই করে ফেলেছিলাম,এখন কী আইডি ফিরে পাওয়া সম্ভব না, ভাইয়া?
এমন লেখা আসে কেন?
1st amn
দুই দিন আগে আমার ফেসবুক একাউন্টটি হ্যাক হয়। আমি রিপোর্ট করলে ফেসবুক থেকে আমার আইডি ডিজাবেল করে। হ্যাকার আমার একাউন্টের ইমেইল পরিবর্তন করে ফেলেছে। এখন আমি লগিন করলে ৬ ডিজিটের সিকিউরিটি কোড চায় কিন্তু আমার ইমেইল বা ফোন নম্বরে কোন কোড আসে না। আমি কি করতে পারি?
আপনি ফেসবুক হেল্পসেন্টারে যোগাযোগ করুন।লিংক- https://www.facebook.com/help
Vaiya amar email a akta number dewa chilo..akhon search korle amon ashe..id ta amar khub important… Ki korbo
আপনি ফেসবুক হেল্পসেন্টারে যোগাযোগ করুন।লিংক- https://www.facebook.com/help
আমার আইডি টা ঠিক করে দিতে পারবেন??
আপনি ৭২ ঘন্টা wait করুন।
Vai amer original ide pllz ey ide da amer lagbe viya request ata aktu den solv kore
কিভাবে ঠিক করব একটু সাহায্য করতে পারবেন।
দয়া করে আমাকে সাহায্য করুন,, আমি আপনার সাথে সরাসরি কথা বলতে চাই। 01929275188
plz, contact Facebook team.
contact facebook
আমার আইডি ডিজেবল আছে, রিভিউ এর জন্য আবেদন করি কিন্তু কোনো মেসেজ আসছেনা।
আমার ফেইসবুক আইডিটি টু ফেক্টর ভেরিফিকেসন এখন পাসওয়ার্ড ভুলে গেছি আইডিতে ফরগেট পাসওয়ার্ড মারলেও মেসেজ আসেনা এখন কি করবো
আমার আইডি ডিজেবল হইছে
ভাই আমার আইডিতে এটা আসতাছে করনিয় কি একটু বলবেন