৫ টি সেরা ছবি সাজানো সফটওয়্যার।(ছবি সাজানো apps)
ছবি সাজানো সফটওয়্যার – আমাদের মধ্যে অনেকেই মোবাইল থেকে ছবিকে এডিট করতে পছন্দ করেন। তাই আপনি যদি সেই রকম ভালো ছবি সাজানো apps খুঁজছেন তাহলে চিন্তা নেই। আজ এই আর্টিকেলে পাঁচটি এমন ফটো সাজানো apps বলে দেবো,যার সাহায্যে যেকোনো পিকচার কে খুব সহজে এডিট বা সাজাতে পারবেন।

এমনিতে প্লে স্টোর থেকে যেকোন ছবি সাজানো apps ডাউনলোড করতে পারবেন।তবে আমি কখনো সেগুলোকে আপনাদের রেকমেন্ড করবো না।
তার কারণ বেশিরভাগ ছবি সাজানো apps গুলির ফিচার কিচ্ছু নেই, তারা শুধু ব্যবসা ও মার্কেটিং করার জন্য অ্যাপ গুলোকে প্লে স্টোরে আপলোড করে।
তাই,আমি এখানে কিছু প্রফেশনাল apps রেকমেন্ড করব যেগুলো আমি না,বড় বড় ডিজাইনার রা ব্যবহার করে ও সাজেস্ট করে। এছাড়া এইগুলির পসিটিভ রিভিউ আছে।
নিচে দেওয়া apps গুলির ভালো রেটিং ও রিভিউ আছে আর। তাছাড়া এই app গুলির সাহায্যে পার্সোনাল ও প্রফেশনাল সব কাজ করতে পারবেন।
আরো পড়ুন –
সেরা 5 টি ছবি সাজানো সফটওয়্যার ডাউনলোড করুন-
নিচে যে অ্যাপ গুলো আমি সাজেস্ট করব সেগুলো সম্পূর্ণ ফ্রিতে প্লে স্টোর থেকে ইন্সটল করতে পারবেন।
এই ফটো এডিটিং অ্যাপ গুলির সাহায্যে ক্যামেরা তে তোলা বা যেকোনো ছবিতে বিভিন্ন ধরণের এডিটিং কাজকরতে পারেবন।
যেমন resize ,ক্রপ ,ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, ফেস এডিটং ,ছবির ব্রাইটনেস-কন্ট্রাস্ট ওরিয়েন্টশন কন্ট্রোল আরো অসংখ্য কাজ করা যাবে।
1. Photoshop Express

এডোবি ফটোশপ এক্সপ্রেস এর মধ্যে সিম্পল এবং সাধারণ ইন্টারফেস দেখতে পান।এডোবি ফটোশপ আমি প্রথমে সাজেস্ট করছি তার কারণ এর মধ্যে ছবি সাজানো খুব ইজি। তাছাড়া এটি পাওয়ারফুল এন্ড্রয়েড ফটো এডিটর।
এডোবি ফটোশপ এক্সপ্রেস এর মধ্যে জরুরি ফীচার যেমন crop, straighten, rotate, flip সব মজুত রয়েছ।
এছাড়া এখানে কিছু স্পেশাল ফীচার দেখতে পান যেমন- filters, effects, colors, auto fix, frames,বড় sizer এর ফটো খুব সহজে এডিট ও করতে পারবেন।
এই app এরমধ্যে আরেকটি ভালো ফীচার হচ্ছে আপনি ফেসবুক,টুইটার অন্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এ ডাইরেক্ট শেয়ার করতে পারবেন।
Special Features
- এখানে 80 এর বেশি কুইক filters পান.
- RAW ফরম্যাটে ফটো কে এডিট করতে পারবেন।
- সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন।
2- AirBrush (ছবি সাজানো apps)

আপনি যদি সেলফি তুলতে পছন্দ করেন এবং সেগুলি এডিট করে সোশ্যাল মিডিয়া তে শেয়ার করতে চান তাহলে এই অ্যাপ এর বিকল্প নেই।
AirBrush আমার ফেভারিট app, কারণ এতে যে ফিচার গুলি আছে তা অন্য অ্যাপ এ দেখতে পাবেন না।আপনি যদি নিজের ফেস,লুক কে এডিট করতে ভালোবাসেন তাহলে AirBrush সবথেকে ভালো অপসন।
এখানে আপনি অনেক গুলো ফেস এডিট টুল দেখতে পান যেমন – blemish and pimple remover(মুখে দাগ বা pimple থাকলে খুব সহজে রিমুভ হয়ে যাই)।
এছাড়া ছবিতে দাঁত কে whitens করা,চোখ উজ্জ্বল করা,body slimmer,artistic retouching এই ধরণের প্রভিতি টুল পেয়ে যাবেন।
আরো পড়ুন –
3) Snapseed (পিকচার সাজানো apps)

আপনি যদি খুবই powerful,অ্যাডভান্স এবং ফীচার এ ভরপুর ফটো সাজানোর অ্যাপস খুঁজছেন তাহলে Snapseed এর থেকে ভালো অপসন প্লে স্টোর এর মধ্যে নেই।
স্নাপসিড খুবি পপুলার ফোটো সাজানো সফটওয়ার আর এটি ডেভলপ করছে গুগল।এছাড়া এটা সম্পর্ণ ফ্রী ও এড দেখতে পান না।
স্নাপসিড এর মধ্যে আপনি 29 রকম বিভিন্ন প্রকারের টুল পাবেন।যেমন -Filters,Healing, Brush, Structure, HDR, Perspective.
এখানে JPG এবং RAW ফাইল ওপেন করতে পারবেন।একবার এডিট করে নিলে আপনি সহজে এক্সপোর্ট করতে পারেন বা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন।
4) PicsArt (ফটো সাজানো apps)

PicsArt প্লে স্টোর এর মধ্যে সবথেকে বেশি ডাউনলোড হওয়া এডিটিং app।এটি ফীচার এ ভরপুর ও খুবি জনপ্রিয় ফটো সাজানো app। আপনারা হয়তো অনেকেই এর ব্যবহার করেছেন বা নাম শুনেছেন।
PicsArt এর সাহায্যে পার্সোনাল থেকে প্রফেশনাল সব ধরনের ফটো এডিট করতে পারবেন।এই app টি প্লে স্টোরে ৫০০ মিলিয়ন বার ডাউনলোড হয়েছে।
এখানে কাস্টোমাইজ করার বিভিন্ন টুল পেয়ে যান যেমন Sketch, Canvas, Drip, Glitch, and Magic effects, iMessage stickers, Doodle Art trend ইত্যাদি।
5) PhotoDirector (Photo Editor: Edit & Create Stories)

ফটো ডাইরেক্টর আর একটা খুব ইউজফুল ফটো এডিটর অ্যাপ।এই অ্যাপের মধ্যে স্টাইলিশ ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস দেখতে পাওয়া যায়।
এখানে আপনি সিম্পল টুল দ্বারা কোন ফটোর দ্রুত কালার,টোন ইত্যাদি অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে in-app ক্যামেরা ফিচারস দ্বারা ডাইরেক্ট ছবি তুলে তারমধ্যে ইফেক্ট এপলাই করতে পারবেন।
স্পেশাল ফিচারস
• Photo Animation
• Magic Brush, Photo retouch.
• Dispersion Effect,selfie editor.
• Dehaze, White Balance, HDR, and Vignette tools
• Glitch, VHS, Mosaic, red-eye removal
• Object cloning and removal,Gradient masks.
• Pic collage maker,Blur photo editor.
শেষ কথা,
ফ্রেন্ডস ,উপরে এই পাঁচটি ছবি সাজানো সফটওয়্যার দ্বারা যেকোনো পিকচার কে মাস্টারপিসে রুপান্তর করতে পারবেন।
আপনার requirement অনুযায়ী যে কোনো app choose করতে পারেন। যেমন, প্রফোশনাল এডিট করতে হলে PicsArt,Snapseed ব্যবহার করুন।
যদি ছবির মধ্যে fun ইফেক্ট ব্যবহার করতে চান তাহলে Airbrush, PhotoDirector ব্যবহার করতে পারেন।
এছাড়া আপনি যদি আরো কয়েকটি ছবি সাজানো apps সম্পর্কে জনাতে চান তাহলে নিচের লিংকে ক্লিক করুন।
- জানুন – ১০ টি সেরা ছবি এডিটিং apps।
Thank you sharing apps
আপনাকে অসংখ্য ধন্যবাদ।