মোবাইলের জনপ্রিয় ৭ টি অনলাইন গেমস।(Android game)
অনলাইন গেমস : আজকাল এন্ড্রয়েড ইউসারা অফলাইন থেকে অনলাইনে এন্ড্রয়েড গেম খেলতে বেশি পছন্দ করেছে।তাই, আপনি ও যদি সেই পপুলার অনলাইন গেম গুলির মজা নিতে চান তাহলে দেরি না করে,এই পোস্টে জেনেনিন বিশ্বের সেরা ৭ টি এন্ড্রয়েড গেম।

ফ্রেন্ডস ভারত ও বাংলাদেশের ইয়ং ইউসারা মোবাইলে গেম খেলতে খুব পছন্দ করেন।বাড়িতে বসে ফ্রি টাইমে গেম খেলতে কার না ভালো লাগে ।
বর্তমানে টেকনোলজি অনেক ডেভেলপ হওয়ার ফলে আপনি অনলাইনে বন্ধুবান্দব বা অপরিচিত দেশ-বিদেশ সবার সাথে গেম খেলার সুযোগ পাওয়া যাই।
আমরা প্রত্যেক মূহতে নুতুন নুতুন গেম সম্পর্কে শুনি থাকি,দিনের পর দিন গেমিং দুনিয়া প্রসার পাচ্ছে তার মূল কারণ হল মর্ডান smartphones।
তৃতীয় পৃথিবীর দেশ গুলিতে প্রচুর মানুষ বিশেষ করে ইয়ং জেনেরেশন ইন্টারনেট ও স্মার্টফোনের সঙ্গে যুক্ত হচ্ছেন।
এরফলে এই ইউসার দুটি জিনিসের উপর আকর্ষিত হচ্ছে।
- সোশ্যাল মিডিয়া
- মোবাইল গেম
মর্ডান স্মার্টফোন এখন এতো অ্যাডভান্স ও পাওয়ারফুল যে এখানে সব ধরণের গেম প্লে করতে পারে।
আপনারা কি জানেন এখন অনলাইনে গেমের প্রসার কেন বৃদ্ধি পাচ্ছে ?
আগে আমাদের সেই রকম পাওয়ারফুল মোবাইল,ইন্টারনেট ও গেমিং কমিউনিটি কোনো কিছুই ছিল না।
কিন্তু এখন একটা 7000 টাকার মোবাইল ও পাওয়ারফুল গেম smooth রান করে।ফলে ,সাধারণ মানুষের হাতে স্মার্টফোনে আসার ফলে নুতুন নুতুনই উসারা এই গেমিং ওয়ার্ল্ডে যুক্ত হয়েছে এবং এই কমিউনিটির প্রসার পেয়েছে।
মোবাইলে বা কম্পিউটারে গেম 2 ভাবে খেলা যাই এক হচ্ছে অফলাইনে ও অনলাইনে।আমরা আজ অনলাইনে মোবাইলের কিছু ভালো গেম সম্পর্কে জানবো।
তাহলে চলুন দেরি না করে শুরু যাক-
Android মোবাইলের সবচেয়ে জনপ্রিয় 7 টি অনলাইন গেম.
বর্তমানে,স্মার্টফোনে ইউজাররা অফলাইন থেকে অনলাইন মাল্টিপ্লায়ার গেম খেলতে বেশ পছন্দ করছেন।
তার কারণ হচ্ছে,অনলাইনে আপনার অপনেন্ট কোন কম্পিউটার বা রোবট না, সেখানে আপনি রিয়াল পারসন বা বন্ধু-বান্ধব সাথে লড়াই করছেন।
ফলে,আপনার সেখানে ইন্টারেস্ট এবং এক্সপেরিয়েন্স অফলাইনের থেকে অনেক গুণ বেশি হয়। আর তাছাড়া,গেম ডেভেলপার রা এখন এই গেম গুলো অনেক অ্যাডভান্স ও ইন্টারেস্টিং বানাচ্ছে,ফলে ইউসাররা এই গেম গুলির মধ্যে আকৃষ্ট হচ্ছে ও ইন্টারেস্ট নিচ্ছে এবং গেম গুলির পুপুলেরটি বৃদ্ধি পাচ্ছে।
তাই,আমি নিচে বেশি কিছু পপুলার ও ইন্টারেস্টিং অনলাইন মাল্টিপ্লায়ার গেম সম্পর্কের বলবো,যে গুলি বিশ্বের সব থেকে জনপ্রিয়,সবাই এই গেম গুলির মজা নিতে পারবে।
তাই,সব ধরণের ইউসার কে মাথায় রেখে বাছাই করেছি। হয়তো এদের মধ্যে কিছু গেম আপনার ফেভারিট।
আরো পড়ুন –
1) PUBG Mobile: (সেরা অনলাইন গেমস)
স্মার্টফোন দুনিয়াতে সব থেকে বেশি জনপ্রিয় মাল্টিপ্লায়ার গেম হচ্ছে পাবাজি মোবাইল ।এই গেম টির সম্পর্কে আমার নুতুন কিছু বলার দরকার নেই, আপনারা অলরেডি জানেন পাবজি মোবাইল কত অসাধারণ ও পপুলার গেম।
নিজের পরিবারে ও বন্ধুবান্ধবের সঙ্গে যদি টাইম পাস কাটাতে হয় তাহলে পাবজি মোবাইল এর থেকে ভাল অপশন আর কিছু নাই।
পাবজি মোবাইল অনেক গুলি ভালো ভালো ফিচার লক্ষ্য করা যায়।এর সুন্দুর গ্রাফিক ও গেম প্লে সবার মন জয় করে নিয়েছে।
যেমন এই গেমের মধ্যে ইন চাট ফিচার আছে যেটা গেম রানিং চলাকালীন আপনি নিজের টিমের সাথে কথোপকথন করতে পারবেন।
এছাড়া এই গেম অনেকগুলি আলাদা আলাদা গেম মডস অফার করে-Deathmatch, Battle Royale মোড ইত্যাদি।
পাবজি মোবাইল Battle Royale মোড এর জন্য খুবই বিখ্যাত হয়েছে ,এখানে আপনি যা কন্ট্রোল ও সেটিং পান সেটা অন্য গেম এ পাবেন না। এই গমের আরেকটি খাসিয়ত হল,পাবজি তে নিজের স্কিল ও দক্ষতা দেখাতে পড়াবেন।
অবশ্য এইএই গেম টি খেলতে হলে আপনার ভালো হার্ডওয়ার স্মার্টফোন দরকার পড়বে।
যদি আপনার বাজেট স্মার্টফোন থাকে সেখানে এ গেমটি lag করবে,smooth রান করবে না।
তবে, চিন্তা কোম্পানি পাবজি মোবাইল লাইট বের করেছে সেটি লো বাজেট মোবাইলে smooth রান করে।আপনার মোবাইলে 2gb ram থাকলে হবে।
পাবজি মোবাইল লাইট এর রিভিউ পরে নিন –পাবজি মোবাইল লাইট।
2- Garena Free Fire (অনলাইন মাল্টিপ্লেয়ার গেম)
পাবজি মতো আর একটা খুবই পপুলার গেম হচ্ছে Free Fire।ফ্রী ফায়ার ও একটা বেঁচে থাকার লড়াই এর গেম ঠিক পাবজি মোবাইল এর মতনই।
এখানে 10 মিনিট অন্তর গেম আপনাকে একটা রিমোট আইসল্যান্ডে মধ্যে পৌঁছে দেবে।যেখানে আপনাকে বেঁচে থাকার জন্য 49 জনের সঙ্গে লড়াই করতে হবে,যারা সবাই আপনার মতন সারভাইভাল এর জন্য লড়াই করবে।
আপনাদের ৫০ জন কে একটা আইসল্যান্ড এর মধ্যে নামিয়ে দেবে প্লেনের দ্বারা। যেখানে আপনাকে বেঁচে থাকেতে অন্য অপোনেন্ট মারতে হবে ,তার জন্য আপনাকে ওপেনস,মেডিকেল কিট, গাড়ি বিভিন্ন রকম জিনিসনের খোঁজ করতে হবে এবং অন্যদের থেকে বাঁচতে হবে।
আপনি যত আপনার ওপনেন্ট কে মারবেন তত স্টেপ উপরে উঠবেন। ৪৯ জন কে মেরে দিলে আপনি বিজয়ী হবেন।
এই গেম টি size ৫৪৪mb এবং প্রায় ৫০০মিলিয়ন বার ডাউনলোড হয়েছে।
3) Call of Duty: available Android
কল অফ ডিউটি এটি পপুলার কম্পিউটার গেম এবং পাবজি পপুলেরটি দেখে কোম্পানি Call of Duty মোবাইল ভার্সন লঞ্চ করে আগের বছর।
Call of Duty Co-developed করেছে Tencent Games যারা পাবজি মোবাইল develope করেছে।
কল অফ ডিউটি লঞ্চ এর সঙ্গে সঙ্গে প্রচুর জনপ্রিয় পায়।এই গেমটির গ্রাফিক্স এতো সুন্দর মনে হয় hd অ্যাকশন মুভির মতো।
Call of Duty একটি ব্যাটেল গ্রাউন্ড গেম যেটা কম্পিউটার ভার্সন থেকে পুরো আলাদা।এখানে অনেকটা পাবজি এর মতো Battle Royale ও মাল্টি প্লেয়ার অপসন দেখতে পান।
Call of Duty smooth লাগ্ ফ্রী খেলতে হলে আপনার মোবাইলে ৩-৪ জিব ram ও মিডিয়াম প্রসেসর থকা দরকার।
Call of Duty size প্রায় ২ জিব এবং প্লে স্টোরে ১০০ মিলিয়ন এর বেশি ডাউনলোড হয়েছে।
4) FIFA Soccer: Available Android
ফ্রেন্ডস আপনি ফুটবল খেলা খুব পছন্দ করেন তাহলে FIFA Soccer গেম আপনার পছন্দ হবে।
ফিফা সকার মোবাইল ভার্সন হচ্ছে খুবই জনপ্রিয় ফিফার গেম যেটা ইলেক্ট্রনিক আর্টস দ্বারা ডেভলপ করা হয়েছে। এই গেমটি দ্বারা আপনি রিয়েল টাইম 11 vs 11 মাল্টিপ্লেয়ার মোডে ফুটবল খেলতে পারবেন।
এখানে আপনি ফ্রেন্ডদেড় নিয়ে ১১ জনের টীম বানাতে পারেন।এছাড়া ফিফা সকার 650 এর বেশি event অফার করে all-new World Tour event এর মধ্যে দিয়ে।
আপনি নিজের ওপনেন্ট ওয়ার্ল্ডের বিগেস্ট ক্লাব প্রতিযোগিতা UEFA CHAMPIONS LEAGUE দ্বারা চ্যালেঞ্জ জানতে পারেন।
5) Clash of Clans:
ফ্রেন্ডস Clash of Clans খুব পপুলার গেম। এই গেম টি সাধারণত টীম এর সঙ্গে খেলতে হয়।
এই গেমের মধ্যে আপনাকে নিজের village বা clan তৈরী করতে হয়,তারপর কোনো টীম এর সঙ্গে join করতে হবে ।
আপনি পৃথিবীর যেকোনো টীম এর সঙ্গে জয়েন হতে পারেন,তার পর টিমের সঙ্গে অপোনেন্ট টীম কে লুট ও attack করতে হয়। সেখান থেকে নিজের village গ্রও করুন, পরে নিজের টীম বানাতে পারেন সেখানে ফ্রেন্ডদেড় invite করে এক সঙ্গে লুট ও attack করতে পারেন।
এছাড়া নিজের village কে রক্ষা করা ও অপোনেন্ট কে attack করতে অনেক রকম ট্রুপ্স পাবেন।এই ট্রুপ্স যত দিন যাবে তারা আরো শক্তি শালী হবে।
6) Ludo King – অনলাইন লুডো গেম
Ludo King সম্পর্কে আমার কিছু নুতুন বলার নেয় , এই গেমটি 2019 সালে বেস্ট গেমর জন্য নমিনেটেড হয়েছিল।লুডু কিং খুবই পপুলার এবং জনপ্রিয় গেম,ভারত-বাংলাদেশের প্রায় প্রত্যেক বাচ্চা থেকে বয়স্ক সবাই এই গেমের সম্পর্কে জানে।
মোবাইলে টাইম পাস কাটানোর সবথেকে ভালো মাধ্যম হচ্ছে এই গেম খেলা। অনেক মানুষ ঘন্টার পর ঘন্টা লুডু খেলে টাইম পাস করেন।
এখানে আপনি অনলাইনে সাহায্যে বিভিন্ন রকম ওপনেন্ট এর সঙ্গে খেলতে পারেন।আবার বন্ধু-বান্ধবদের সঙ্গে অনলাইনে- অফ লাইন দুই ভাবে খেলা যাই।
মোবাইল কম্পিউটার সমস্ত ডিভাইসে Ludo King মজুদ রয়েছে।আপনি ইন্টারনেট ছাড়া ও যেকোনো ডিভাইস এই গেমের মজা নিতে পারবেন।
7) 8 Ball Pool
ফ্রী online মাল্টিপ্লেয়ার গেমের জন্য বল পুল কে এক নম্বর রেটিং দেওয়া হয়েছে।
8 Ball Pool খেলা খুবই সহজ,আপনি কিছু দিন খেললেই এর এক্সপার্ট হতে বেশি টাইম লাগবে না। পুল গেম অনেক টা কেরাম বোর্ডের মতো দেখতে তবে এটা পুরোপুরি আলাদা গেম।
পুল গেম হচ্ছে একটি টেবিল এর মধ্যে অনেক গুলো বল থাকে এবং ৬ টি পকেট,আপনাকে লাঠি (cue) এর সাহায্যে সেই পকেট গুলি তে বল গুলি ফেলতে হয়।
এখানে নিজের বন্ধু বান্ধব বা কোনো ওপনেন্ট এর সঙ্গে 1 to 1 খেলা যায়। এই গেম টি সব ধরণের মোবাইলে খেলতে পারবেন।
প্লেস্টোরে ৫০০ মিলিয়ন এর বেশি ডাউনলোড হয়েছে এবং এর size ৫৬ mb।
আমাদের শেষ কথা ,
ফ্রেন্ডস, উপরে অনলাইন গেমস গুলির সঠিক মজা নিতে হলে আপনাকে রিয়েল পারসন এর বিরুদ্ধে চ্যালেঞ্জ নিতে হবে। এই অনলাইন গেম গুলি খুবই পপুলার,বিশ্বের কোটি কোটি ইউসার রা এই গেম এর সঙ্গে যুক্ত রয়েছে।
এছাড়া আরো অনেক গুলি পপুলার এন্ড্রয়েড গেম রয়েছে যেমন- Carrom Pool,Fortnite,Word With Friends 2,Asphalt 9,Critical Ops ইত্যাদি।
আরো পড়ুন –